Cooking Oven – পশ্চিমবঙ্গের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। পশ্চিমবঙ্গের 1 কোটি পরিবার বিনামূল্যে রান্নার সরঞ্জাম পাবে।

মহার্ঘ্য রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যবাসীকে বিনামূল্যে Cooking Oven বা রান্নার সামগ্রী দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee). মুখ্যমন্ত্রীর উদ্যোগে অবশেষে স্বস্তি পেতে চলেছে রাজ্যের সাধারণ মানুষ। কারণ এবার রান্নার গ্যাসের দাম বাড়লেও টেনশন থাকবে না, মা বোনেদের। এমনটাই আশা করছেন সকলে। কেন্দ্রীয় সরকার হু হু করে বাড়িয়েছে নিত্য প্রয়োজনীয় রান্নার এলপিজি গ্যাসের দাম (LPG Gas Price). এদিকে রাজ্যের মানুষ খাবার টাকা জোগাড় করবে, না গ্যাসের? তাই গ্যাসের ব্যাবহার কমাতে এবার গ্যাস বিহীন ও পরিবেশ বান্ধব বিকল্প ধোঁয়াবিহীন রান্নার চুলা প্রদান করতে চলেছে রাজ্য সরকার।

Free Cooking Oven Provide By West Bengal Government.

রাজ্যের মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী অনেকবার আর্জি জানিয়েছেন কেন্দ্রের কাছে। কিন্তু তারা শোনেননি তার কথা। শেষ মেষ এবার নিজেই চেষ্টা করে গ্যাসের দাম (Gas Price) কম করলেন তিনি। আর বিনামূল্যে রান্নার সামগ্রী (Cooking Oven) তাতে হাসি ফুটল বাংলার লক্ষ লক্ষ মানুষের মুখে। দেশের মা বোনেদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার (Central Government) ২০১৬ সালে চালু করে উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana 2024). কয়েক কোটি দরিদ্র অসহায় মহিলা এই প্রকল্পের (Cooking Oven) সুবিধা পেয়েছেন এখনো পর্যন্ত।

বর্তমানে এই যোজনার দ্বিতীয় ভাগ শুরু করছে তারা, যার মাধ্যমে আরো ৭০ হাজার মানুষ সুবিধা পাবে। উজ্জ্বলার মহিলাদের বিনামূল্যে রান্নার এলপিজি সিলিন্ডার (LPG Gas Cylinder) প্রদান করে কেন্দ্র। সেই সঙ্গে সাধারণ গ্রাহকদের চেয়ে অনেকটা কম দামে একটি সিলিন্ডার পেয়ে থাকেন তারা। বস্তুত, গত বছর আগস্ট মাসে গ্যাসের দাম (Cylinder Price) সারা দেশে ২০০ টাকা কমানো হয়। যার পর থেকে বর্তমানে ৬০০ টাকায় একটি সিলিন্ডার পাচ্ছেন উজ্জ্বলা গ্রাহকরা।

কিন্তু এই প্রসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম কমাচ্ছে, ভোটের আগে তা কমাবে। আবার ভোট মিটে গেলেই তা বাড়িয়ে দেবে। এতে রাজ্যের মানুষের বারবার ভোগান্তি হবে। তাই তিনি নিজেই সেই সমস্যার মুশকিল আসান আনলেন Cooking Oven প্রদান করার মাধ্যমে। এই বছর বিধানসভায় রাজ্যের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করার সময়েই ঘোষণা করা হয় রান্নার গ্যাসের দাম নিয়ে (Cooking Oven).

Free Cooking Oven Scheme

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, শীঘ্রই রাজ্য সরকার শুরু করবে নতুন এক ধরনের প্রকল্প। যার আওতায় বিশেষ ‘ধোয়াহীন উনুন’ বা Cooking Oven দেওয়া হবে রাজ্যবাসীকে। এই ধোঁয়াহীন উনুন রান্নার গ্যাসের মতই একটি জিনিস। কিন্তু এর খরচ কম অনেক এবং তার সাথে কম রান্নার কষ্টও। মুখ্যমন্ত্রীর এই Cooking Oven প্রকল্পের দ্বারা প্রচন্ড উপকৃত হবে রাজ্যের গরিব লোকেরা। কারণ আর প্রতিমাসে 900 টাকা খরচা করে গ্যাস কিনতে হবে না তাদের।

Aadhaar Card (আধার কার্ড)

Who Will Get Cooking Oven In West Bengal

এখনো এই প্রকল্প শুরু হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে সমীক্ষা কমিটি তৈরি করবে রাজ্য সরকার। দেখা হবে সংশ্লিষ্ট এলাকা গুলির কোন কোন মানুষ সুবিধা পাওয়ার যোগ্য আর কারণ নন। কমিটি তারপর সেই রিপোর্ট জমা করবে রাজ্য সরকারের কাছে। আর ওই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীকালে ধোঁয়া হীন উনুন লাভ করবে নির্বাচিত পরিবার গুলি। এক্ষেত্রে রাজ্যের মোট ১ কোটি পরিবার এই সুবিধা পেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Cooking Oven).

টাকার প্রয়োজন মেটাবে আধার কার্ড। মাত্র 5 মিনিটে সবচেয়ে কম সুদে অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করুন।

How To Apply For Cooking Oven

প্রকল্প শুরু হওয়ার পর তালিকা অনুযায়ী নির্বাচিত ব্যক্তিরা এর জন্য আবেদন জানাতে পারবেন। এই জন্য তাদের নিজের নিজের এলাকার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তখন। সেখানে আবেদন ফরম ফিলাপ করে এবং তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি, আধার ও ভোটার কার্ডের জেরক্স, পরিবারের ইনকাম সার্টিফিকেট ইত্যাদি জমা করে দিয়ে আসতে হবে। এরপরই রাজ্য সরকার ধোঁয়াহীন উনুন পৌঁছে দেবে সেই ব্যক্তির বাড়িতে।Written by Nabadip Saha.

3000 টাকা পাবেন প্রতিমাসে। আজই এই কার্ড বানিয়ে নিন। আর নিশ্চিন্তে থাকুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment