মধ্যবিত্তের কপাল খুলে গেল এবার। LPG Gas Price বা রান্নার গ্যাসের দামে ফের ছাড় পেতে চলেছে দেশবাসী। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024). আর তার আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট চমক পেল দেশবাসী। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ছিল। এই উপলক্ষে দেশের মহিলাদের জন্য আবারো সস্তা করেছে সরকার রান্নার গ্যাসের দাম।
LPG Gas Price Reduce Upto 80 Rupees.
এক টাকা বা দু টাকা নয়, এক সঙ্গে ১৮০ টাকা পতন ঘটেছে মহার্ঘ এলপিজি গ্যাসের দামে!! যার ফলে বিরাট ভাবে উপকৃত হতে চলেছেন সকল মধ্যবিত্তরাই। সম্প্রতি গ্যাসের দাম (LPG Gas Price) পুনর্নির্ধারণ করে দেশের বিভিন্ন স্থানে নতুন দামের তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। এখন থেকে কত টাকায় একটি সিলিন্ডার কিনতে পারবেন জেনে নিন। গত ২০২৩ সালের আগস্ট মাসে LPG Gas Price বা গ্যাসের দাম 200 টাকা কমিয়ে ছিল কেন্দ্র।
আগে এই দাম ছিল ১১০০ টাকা। ২০০ টাকা কমানোয় সকলে এর পর থেকে 900 টাকা দামে গ্যাস পেতে শুরু করেন। তবে যারা উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) গ্রাহক তারা ৩০০ টাকা ভর্তুকি পেতেন এর উপর অর্থাৎ তাদের ৬০০ টাকায় একটি সিলিন্ডার দেওয়া হতো। যাই হোক এরপর দীর্ঘ সাত মাস যাবত ঘরোয়া এলপিজি গ্যাসের দামে (LPG Gas Price) আর তেমন কোন পরিবর্তন আসেনি।
যদিও বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG Gas Price) আবারো বেড়েছে। তবে এবারে ঘরোয়া গ্যাসের দাম ১৮০ টাকা কমানো হলো কেন্দ্রের পক্ষ থেকে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম কমিয়েছে ১০০ টাকা। আর বাকি ৮০ টাকা আপনার সাশ্রয় করতে পারেন গ্যাস কেনার সময়। কিভাবে, সে কথা পরে আলোচনা করছি। তবে বর্তমানে LPG Gas Price ১০০ টাকা কমানোয় দেশের বিভিন্ন স্থানে নতুন দাম গুলি হয়েছে।
New LPG Gas Price In All Over India
১. কলকাতায় ৯৩০ টাকা।
২. দিল্লিতে ৮০৩ টাকা।
৩. ভোপালে ৮০৮.৫০ টাকা।
৪. জয়পুরে ৮০৬.৫০ টাকা।
৫. পাটনায় ৯০১ টাকা।
কিভাবে বাকি ৮০ টাকা সাশ্রয় করবেন? আপনি যদি গ্যাস সিলিন্ডার অনলাইনে বুক করেন তবেই এটি সম্ভব হবে। Airtel Thanks App থেকে বর্তমানে এলপিজি সিলিন্ডার বুক করলে দেওয়া হচ্ছে ১০% ছাড়। যার কারণে ধার্য মূল্যের ওপর আরো ৮০ টাকা সাশ্রয় হবে আপনার অর্থাৎ প্রায় ২০০ টাকা কমে আপনি একটি সিলিন্ডার কিনতে পারছেন এরপর থেকে (LPG Gas Price).
How To Book LPG Gas On Airtel Thanks App
১. Airtel Thanks App ওপেন করুন।
২. এরপর Pay অপশনে ক্লিক করুন।
৩. Recharge and Pay Bills এ যান।
৪. Book Cylinder অপশনে ক্লিক করুন।
৫. তারপর গ্যাসের কোম্পানির নাম সিলেক্ট করে গ্রাহকের কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য লিখুন।
৬. Proceed এ ক্লিক করে Pay Now বাটনে চাপ দিন।
৭. পেমেন্ট পেজ খুলবে।
৮. এখানে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের ক্রেডিট কার্ড (Credit Card) বেছে নিয়ে পেমেন্ট সম্পন্ন করুন। মনে রাখবেন, এয়ারটেল এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে তবেই কিন্তু ১০% ছাড় দেয়া হবে।
Written by Nabadip Saha.
বছরে কটা রান্নার গ্যাস কিনতে পারবেন? নতুন নিয়ম জানেন? না জানলে খরচ বাড়বে।