বর্তমান কালে রান্নার জন্য উনুন বা স্টোভের ব্যবহার প্রায় উঠেই গেছে (Gas Cylinder). এখন সকলের ঘরেই এলপিজি গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার আসায় মানুষের সুবিধা তো অনেক হয়েছে। একদিকে যেমন রান্না কম সময়ে হয়ে যায়, তেমনি পরিশ্রম কম। কিন্তু অন্যদিকে আবার এটি যথেষ্ট ভয়েরও জিনিস। কোন কারণে যদি সিলিন্ডার ফেটে যায় তবে প্রাণহানি ঘটার আশঙ্কা থাকে।
Why All LPG Gas Cylinder Always In Red Color.
গ্যাস প্রস্তুতকারক সংস্থা গুলি অবশ্য ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। গ্যাস সিলিন্ডার কে বেশ কয়েকটি উপায়ে সুরক্ষিত করে তবেই বাজারে ছাড়া হয়। যার চিহ্ন সিলিন্ডার (Gas Cylinder) গুলিতে স্পষ্ট দেখা যাবে। আপনার সিলিন্ডারে এই সকল চিহ্ন রয়েছে তো? যদি না থাকে তবে আপনি কিন্তু বিপদমুক্ত নন। তাই ঝুঁকি এড়াতে চেক করে নিন এখনই নিজের সিলিন্ডার।
How To Check LPG Gas Cylinder Security
১. গ্যাস সিলিন্ডারের রং – আমরা দেখি যে রান্নার Gas Cylinder গুলির রং লাল হয়। কিন্তু এর পেছনে কারণ কি? বাজারে যে অন্য রঙের সিলিন্ডার নেই তাও নয়। নীল রঙের সিলিন্ডার উপলব্ধ। কিন্তু তা সত্ত্বেও রান্নার জন্য ব্যবহারযোগ্য এলপিজি সিলিন্ডারের রং কেন শুধুমাত্র লালই হয়? আসলে লাল রং হলো অত্যন্ত গাঢ় একটি রং। যা দূর থেকে দেখে সহজেই চেনা যায়। এছাড়াও লাল রং হল বিপদের সংকেত। তাই বলা যেতে পারে যে বিপদ এড়াতেই রান্নার গ্যাস সিলিন্ডারের রং লাল করা হয়।
২. গ্যাস সিলিন্ডারের নিচের ছিদ্র – আপনি যদি লক্ষ্য করে দেখেন তবে দেখতে পাবেন LPG Gas Cylinder নিচে যে লোহার পাতটি থাকে অর্থাৎ যার উপর ভর করে এই সিলিন্ডারটি থাকে, সেখানে কয়েকটি গোল গোল বড়ো ফুটো থাকে। এগুলি কেন থাকে জানেন? বিপদে এড়াতে। যখন কোন কারনে গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা প্রচন্ড বেড়ে যায়, তখন সেই অত্যাধিক তাপ এই চিত্র গুলি দিয়ে বাইরে বেরিয়ে যায়। ফলে সিলিন্ডার ঠান্ডা থাকে। যার কারণে তা ফেটে কোন দুর্ঘটনা ঘটার চান্স থাকে না।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। বিনামূল্যে 1 কোটি পরিবার পাবে।
Check LPG Gas Cylinder Security Instant
আপনিও নিজের বিপদ যদি কাটাতে চান, তবে সিলিন্ডার এখনই চেক করে নিন। আপনার Gas Cylinder যদি এই সুরক্ষার চিহ্ন গুলি থাকে তবে বুঝবেন সিলিন্ডারটি নিরাপদ এবং তার থেকে আপনারও কোন বিপদ ঘটার সম্ভাবনা নেই। অন্যথায় এখনই নিজের গ্যাস দাতা কোম্পানিকে বিষয়টি জানান এবং ওই সিলিন্ডার বদলে নতুন সিলিন্ডার নিয়ে নিন।
Written by Nabadip Saha.