গত ১৯ এপ্রিল ২০২৪ থেকে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) পর্ব। ইতিমধ্যেই তিন দফায় ভোট গ্রহণ করা হয়েছে দেশ জুড়ে বিভিন্ন লোকসভা কেন্দ্র গুলোতে। পশ্চিমবঙ্গেও ২৭ এপ্রিল থেকে শুরু করে কয়েকটি জেলাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। আগামীকাল ১৩ ই মে অনুষ্ঠিত হবে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC), সিপিআইএম CPI(M), ভারতীয় জনতা পার্টি (BJP) এবং ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress).
Lok Sabha Election 2024 Fourth Phase VIP Candidates.
যাতে ভারতের ১০ টি রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬ টি আসনে ভোট (Election) চলবে। এর মধ্যে পশ্চিমবঙ্গেরও (West Bengal) দুর্গাপুর সহ রয়েছে আরো ৭টি আসন। যে গুলোতে প্রার্থী রয়েছেন সমস্ত হেভি ওয়েট ব্যক্তিত্বরা। আর এই Lok Sabha Election বা লোকসভা ভোট শুরু হয়েছে তবে থেকেই রাজনীতির উত্তাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই বৈশাখের টাক ফাটা গরমের মধ্যে। এদের মধ্যে কে কোন আসনে ভোটে দাঁড়িয়েছেন? জানতে চান, তো দেখে নিন নিচে।
Tomorrow Lok Sabha Election Seats In All Over India
ভারতের ১০ টি রাজ্যের মধ্যে, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ২৫ টি, বিহারের (Bihar) ৫ টি, ঝাড়খণ্ডের (Jharkhand) ৪টি, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ৮টি, মহারাষ্ট্রের (Maharastra) ১১টি, ওড়িশার (Odisha) ৪ টি, তেলেঙ্গানা (Telangana) থেকে ১৭ টি, উত্তরপ্রদেশের (Uttarpradesh) ১৩ টি এবং পশ্চিমবঙ্গের (West Bengal) ৮ আসনে ভোট রয়েছে আগামীকাল। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কেবল জম্মু ও কাশ্মীরেই (Jammu & Kashmir) ১ টি আসন রয়েছে।
Lok Sabha Election Fourth Phase Candidates List In West Bengal
১. বহরমপুরে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন অধীর চৌধুরী, তৃণমূলের ইউসুফ পাঠান, বিজেপির হয়ে নির্মল সাহা।
২. কৃষ্ণনগরে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র, বিজেপির অমৃতা রায়, আর সিপিএমের তরফে এস এম সাদি।
৩. রানাঘাটে তৃণমূলের হয়ে মুকুটমনি অধিকারী, বিজেপির জগন্নাথ সরকার এবং সিপিএমের তরফ থেকে অলকেশ দাস প্রার্থী হয়েছেন।
৪. পূর্ব বর্ধমানে তৃণমূলের প্রার্থী হলেন শর্মিলা সরকার, বিজেপির তরফে আছেন অসীম সরকার এবং সিপিএমের তরফে রয়েছেন নিরব খাঁ।
৫. দুর্গাপুরে তৃণমূলের কীর্তি আজাদ, বিজেপির দিলীপ ঘোষ এবং সিপিআইএমের সুক্রিতি ঘোষ ভোটে (Lok Sabha Election) দাঁড়িয়েছেন।
৬. আসানসোলে তৃণমূলের প্রার্থী হয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, বিজেপির আলহুওয়ালিয়া, এবং সিপিএমের তরফ থেকে জাহানারা খান।
৭. বোলপুরে তৃণমূলের অসিত কুমার মাল, বিজেপির পিয়া সাহা, সিপিএমের শ্যামলী প্রধান।
৮. বীরভূমে তৃণমূল কংগ্রেসের তরফে শতাব্দী রায়, কংগ্রেসের হয়ে মিল্টন রশিদ, বিজেপি পক্ষের হয়ে দেবতনু ভট্টাচার্য রয়েছেন। আর Lok Sabha Election সকল প্রার্থীর মধ্যে অধীর রঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্র, দিলিপ ঘোষ এবং শত্রুঘ্ন সিনহা অন্যতম।
কোন আসনে কে এগিয়ে জানতে নিচের ভিডিও দেখুন।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র ইন্টারভিউ হবে। এইভাবে আবেদন করুন
Lok Sabha Election Fourth Phase Candidates In Other States
উত্তর প্রদেশ – উত্তর প্রদেশের কনৌজে সমাজবাদী পার্টির তরফ থেকে প্রার্থী হয়েছেন অখিলেশ যাদব।
বিহার – বিহারের বেগুসরাই আসনে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন গিরিরাজ সিং।
অন্ধ্রপ্রদেশ – অন্ধ্রপ্রদেশের করপা আসনে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াই এস শর্মিলা।
তেলেঙ্গানা – বিজেপির তরফ থেকে হায়দ্রাবাদ আসনে দাঁড়িয়েছেন মাধবীলতা।
ঝাড়খন্ড – খুন্তি আসনে বিজেপির তরফ থেকে প্রার্থী রয়েছেন অর্জুন মুন্ডা।
Written by Nabadip Saha.
500 টাকা বিনিয়োগে 5 লাখ টাকা রিটার্ন! অবিশ্বাস্য সরকারি সঞ্চয় স্কিম গরিবের জন্য