নিশ্চিত রিটার্ন ও উচ্চ হারে বেনিফিট পেতে LIC New Policy একটি জনপ্রিয় পরিকল্পনা।
ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা সঞ্চয় করার সঙ্গে সঙ্গেই এলআইসি (LIC New Policy) তে ও বিনিয়োগের পরিকল্পনা করেন সকলেই। ভবিষ্যতের আর্থিক সুরক্ষার দিক ভাবনা চিন্তা করে বিমা কেনার সিদ্ধান্ত নেন অধিকাংশ দেশবাসী। আর বিমা কেনার কথা ভাবলেই প্রথমেই যে নামটি মনে আসে সেটি হল দেশের সর্ববৃহৎ বৃহত্তম বিমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন Life Insurance Corporation.
তার কারণ, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনে (LIC New Policy) সমাজের সব স্তরের মানুষের জন্যই বিমার প্রকল্প রয়েছে। ন্যূনতম আয় করে যারা জীবন যাপন করেন, সেই স্তরের মানুষ থেকে শুরু করে একেবারে উচ্চ আর্থিক ক্ষমতাসম্পন্ন মানুষের জন্য বিভিন্ন ধরনের স্কিম বা LIC New Policy তৈরি করে রেখেছে LIC আর এই কারনেই বিমার কথা ভাবলেই প্রথমে এলআইসির বিভিন্ন প্ল্যানের খোঁজ করেন সকলে।
একদিকে যেমন নিশ্চিত নিরাপত্তা প্রদান করে এলআইসির যে কোনো প্ল্যান, অপরদিকে একাধিক প্রকল্পের মাধ্যমে নিশ্চিত আয়ের সুবিধা দেয় এই সংস্থা। আর তার সঙ্গে পলিসিহোল্ডারের অকালমৃত্যু হলে বিমার সুবিধা থাকছে। এবার এখানে এলআইসির এরকমই একটি নতুন পলিসি নিয়ে আলোচনা করা হবে।
LIC New Policy – এলআইসি ধন সঞ্চয় পলিসি (LIC Dhan Sanchay Policy)
এলআইসি ধন সঞ্চয় পলিসি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, ব্যক্তিগত সঞ্চয় বীমা প্রকল্প। এই পলিসির মাধ্যমে বিমা গ্রাহক একদিকে যেমন আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন, অন্যদিকে নিশ্চিত আয়ের সুযোগও পাবেন। পলিসি হোল্ডারের অকাল মৃত্যু হলে তার পরিবার বিমার জন্য নির্দিষ্ট টাকা পেয়ে যাবেন। পাশাপাশি পলিসির মেয়াদ পূর্তির পরে নিশ্চিত আয়ের সুযোগ পাওয়া যায়।
LIC New Policy এর এই Policy গতবছরে লঞ্চ হয়েছে, এবং বিনিয়োগকারীরা কিনতে শুরু করেছেন। সর্বোচ্চ ৫ বছর থেকে ১৫ বছর পর্যন্ত এলআইসির এই বিমা পলিসি নেওয়া যায়। এতে যেমন পলিসি হোল্ডার নিশ্চিত আয়ের সুযোগ পান, তেমনি বেশ কিছু গ্যারান্টিযুক্ত টার্মিনাল বেনিফিটও পাবেন গ্রাহকেরা। আয়ের সুবিধা বৃদ্ধি, একক প্রিমিয়াম স্তরের সুবিধা এবং সিঙ্গেল প্ল্যানের সুবিধা থাকছে এলআইসির এই ধন সঞ্চয় পলিসিতে। পলিসিহোল্ডার এই পলিসি থেকে লোন (Loan) নিতে পারবেন। অতিরিক্ত টাকা দিয়ে গ্রাহকেরা রাইডার নিতে পারবেন।
LIC এর এই পলিসি স্থানীয় এজেন্ট বা অন্য কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে অফলাইনে নিতে পারবেন। তাছাড়া অফিশিয়াল ওয়েবসাইট www.licindia.in এখানে গিয়েও যেকোনো পলিসি নিতে পারবেন।
তবে এলআইসি ধন সঞ্চয় LIC Dhan Sanchay Policy পলিসিতে মৃত্যুকালে নিশ্চিত অর্থ রাশি পাওয়ার ক্ষেত্রে ৪ ভাগে ভাগ করা হয়েছে। A, B, C এবং D এই চারটি প্ল্যানে আলাদা পরিকল্পনা করা হয়েছে।
সারা দেশে ব্যাংক ধর্মঘট, মহাসংকটে দেশবাসী। কবে কবে ব্যাংক বন্ধ জেনে নিন।
A এবং B প্ল্যানের জন্য বয়সসীমা ৫০ বছর, C প্ল্যানের জন্য বয়স সীমা ৬৫ বছর এবং D প্ল্যানের জন্য বয়সসীমা ৪০ বছর করা হয়েছে। সেক্ষেত্রে A ও B প্ল্যানের অধীনে মৃত্যুকালে ৩ লক্ষ ৩০ হাজার টাকা পাওয়া যাবে। C প্ল্যানের অধীনে ২ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যাবে এবং D প্ল্যানের ক্ষেত্রে ২ লক্ষ ২০ হাজার টাকা পাওয়া যাবে। তবে LIC-র তরফে এই প্ল্যানগুলির ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি।