Adani সংস্থায় বিনিয়োগের কারনে চরম লসের মুখে এলআইসি (LIC Loss in Adani). ফিনান্সিয়াল রিপোর্ট অনুযায়ী LIC Loss এর পরিমান প্রায় ১৭ হাজার কোটি টাকা। যার জেরে চরম আতঙ্ক এবং আশঙ্কা তৈরি হয়েছে দেশ জুড়ে। দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন Life Insurance Corporation of India চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এলআইসির এই ক্ষতির প্রভাব দেশবাসীর উপরেও পড়তে পারে এটাই স্বাভাবিক। কেন দেশের বৃহত্তম
বীমা সংস্থার LIC Loss এই ক্ষতিকর পরিস্থিতি?
মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের একটি রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গ্রুপের পাঁচটি সংস্থার শেয়ার একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর আদানি গ্রুপের যে ৫টি বৃহৎ সংস্থার শেয়ার মুখ থুবড়ে পড়েছে, সেই ৫টি সংস্থায় এলআইসির। বিপুল পরিমাণ শেয়ার ছিল। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে LIC Loss যা রীতিমতো দেশে আর্থিক ক্ষেত্রে আশঙ্কা তৈরি করেছে।
মিন্টের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত দুই দিনে শেয়ার বাজারে LIC Loss মোট ১৬ হাজার ৫৮০ কোটি টাকা হারিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে টাকা হারিয়েছে আদানি টোটাল গ্যাস সংস্থায়। সেখানে ৬২৩২ কোটি টাকা ক্ষতি হয়েছে।
LIC Loss Hindenburg Research Report প্রকাশ্যে আসার পর শেয়ার বাজারে আদানি গ্রুপের যে ৫টি সংস্থায় ব্যাপক ধস নেমেছে, যার ফলে দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি ক্ষতির মুখে পড়েছে। সেই ৫টি সংস্থায় কত এবং কি পরিমানে শেয়ার ছিল এলআইসির, সেটা একবার বিস্তারিত দেখে নেওয়া যাক।
১. আদানি টোটাল গ্যাসঃ
তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, আদানি টোটাল গ্যাসে ৬,৫৫,৮৮, ১১০ টি শেয়ার আছে এলআইসির। তথ্য অনুযায়ী আদানি টোটাল গ্যাসে এল আই সির ৫.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
২. আদানি এন্টারপ্রাইজঃ
আদানির এই সংস্থায় LIC এর ৪,৮১,৭৪, ৬৫৪ টি শেয়ার রয়েছে। যা মোট মূলধনের ৪.২৩ শতাংশ। NSE-তে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৩৪৪২ থেকে ২৭৬৮.৫০ টাকায় নেমে গিয়েছে। গত দুই দিনে এর ফলে এলআইসি ৩২৪৫ কোটি টাকা হারিয়েছে।
SBI গ্রাহকদের দিতে হবে 200 টাকা, কি কারণে ও কবে দিতে হবে জেনে নিন।
৩. আদানি গ্রীনঃ
আদানি গ্রীন এনার্জি লিমিটেডে ২, ০৩,০৯, ০৮০ টি শেয়ার রয়েছে এলআইসির অর্থাৎ ১.২৮ শতাংশ শেয়ার রয়েছে। গত ২ দিনে ৪৩০. ৫৫ টাকা শেয়ারের দাম কমেছে। ফলে ৮৭৫ কোটি টাকা হারিয়েছে LIC Loss.
৪. আদানি ট্রান্সমিশনঃ
ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী, আদানি ট্রান্সমিশনে ৪, ০৬,৭৬,২০৭ টি শেয়ার রয়েছে এলআইসির অর্থাৎ ৩.৬৫ শতাংশ শেয়ার রয়েছে এলআইসির। গত দুই দিনে ২৭৬২.১৫ থেকে ২০১৪.২০ টাকা দাম কমেছেএলআইসির শেয়ারের। ফলে ৩০৪২ কোটি টাকা হারিয়েছে LIC.
৫. আদানি পোর্টসঃ
এই সংস্থায় এলআইসির ১৯,৭৫,২৬,১৯৪ টি শেয়ার রয়েছে অর্থাৎ ৯.১৪ শতাংশ শেয়ার রয়েছে এলআইসির। গত ২দিনে ৭৬১.২০ থেকে ৬০৪.৫০ টাকায় নেমেছে শেয়ার। ফলে LIC গত ২ দিনে ৩০৯৫ কোটি টাকা হারিয়েছে।
ফলে গত দুটি সেশনে এলআইসির আদানি গ্রুপের Adani Group ৫টি ষ্টকে বিপুল বিনিয়োগ করার কারণে মোট ১৬ হাজার ৫৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে। যেটা দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসির কাছে বিরাট অর্থনৈতিক ধাক্কা।
আর এই খবর (LIC Loss in Adani) প্রকাশ হতেই টাকা হারানোর ভয়ে বার বার এলআইসি এজেন্টদের কাছে খোঁজ নিচ্ছেন গ্রাহকেরা। আর স্বভাবতই নতুন পলিসি করতে ভাবতে হচ্ছে গ্রাহকদের। যদিও সংস্থার তরফে দাবী করা হচ্ছে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারন নেই। এতে গ্রাহকদের বিমার কোনও ক্ষতি হবে না। এই বিষয়ে আরও আপডেট আসছে। আমাদের পোর্টাল ফলো করে আপডেটেড থাকুন।
Written by Rajib Ghosh.
মেয়ের বিয়ের জন্য লাখ লাখ টাকা পাবেন এই স্কীমে, কিভাবে আবেদন করবেন?