জলের দরে বিক্রি হচ্ছে LIC IPO Share Price, কারণ কী?
পূর্বঘোষণা মতোই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC শেয়ার বাজারে আত্মপ্রকাশ করেছে। এলআইসির পক্ষ (LIC IPO Share Price) থেকে জানানো হয়েছিল, 4 মে থেকে লগ্নিকারীরা শেয়ার কিনতে পারবেন। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই কেনাবেচা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারপরেই এই বিষয়টি নিয়ে নানা মহলে জল্পনা দানা বাঁধছে। বহু বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। অভিযোগ কী?
এলআইসির (LIC) শেয়ারদর নিয়ে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। সেটা হলো, LIC IPO Share Price বা বাজার মূল্য আড়াই থেকে চার গুণ করে শেয়ারের দর ঠিক করা উচিত। কোন যুক্তিতে ভারতীয় জীবন বিমা নিগমের শেয়ারের বাজার মূল্য কম করা হলো? LIC-র শেয়ার বাজার দর আড়াই গুণ করে দাম নির্ধারিত হলে তার সঠিক মূল্য হওয়া উচিত 2132 টাকা। কিন্তু দেখা যাচ্ছে দাম অনেক কম।
কেন্দ্রীয় সরকার LIC IPO বাজারে নিয়ে এসে 21 হাজার কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সেখানে LIC-র শেয়ার দর 904– 949 টাকার তুলনায় অনেকটাই বেশি হওয়া উচিত ছিল। ফেব্রুয়ারি মাসে এলআইসির(LIC) দাম ছিল 12 কোটি 14 লক্ষ কোটি টাকা। দেখা যাচ্ছে, মাত্র 2 মাসের মধ্যেই সেটা 6 লক্ষ কোটি টাকার নীচে। অভিযোগ, এর ফলে অন্তত 26 হাজার কোটি টাকা থেকে 54 হাজার কোটি টাকার লোকসান হবে। LIC IPO Share Price
এলআইসির ইন্ডিভিজুয়াল প্ল্যান পলিসিহোল্ডার্স (Individual Plan Policy Holders) রয়েছে 20 কোটি এবং গ্রুপ পলিসি হোল্ডার(Group Policy Holder) রয়েছে 12 কোটি। আর অতিমারী পরীস্থিতির পর অর্থনৈতিক ক্ষতি হলে সেটা আর পুরণ করা সম্ভব হবে না। LIC IPO Share Price
এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নগুলোর(Trade Union) অভিযোগ, কেন্দ্রীয় সরকার সরাসরি বেসরকারিকরণের (Privatisation) দিকেই এগোচ্ছে। এলআইসি(LIC) পলিসির ক্ষেত্রে 95 %: 5 % রেশিও ছিল। পূর্বে পলিসি হোল্ডারদের বোনাস ছিল 95 % আর কেন্দ্র পেত 5% সংশোধনীর পরে পলিসিহোল্ডার্স এর জন্য হলো 90% আর কেন্দ্র পাবে 10% ফলে বেশীরভাগ সাধারণ মানুষই ঝুঁকি এড়াতে চাইছেন।
যদিও এর জেরে এখনই সাধারণ মানুষের ভয় নেই, সাফাই কর্মী মহলের একাংশের। তবে পলিসি হোল্ডারদের বক্তব্য অনুযায়ী, এর ফলে তাদের স্বার্থে আঘাত লাগার ঝুঁকি থাকছেই। প্রসঙ্গত উল্লেখ্য, LIC Housing Finance এর শেয়ার কিন্তু মার্কেটে ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। LIC IPO Share Price
এতদিন পর্যন্ত সকলের বিশ্বাস ছিল একটাই — এলআইসি(LIC) মানেই সরকারি। সেটা এখন ক্ষুণ্ণ হতে চলেছে। এখন আপাতত 3.5% শেয়ার বিক্রি করা হলো। যদি ভবিষ্যতে এই 3.5% অঙ্কটা বাড়তে থাকে, তাহলে কি সেই মুনাফা আমজনতা পাবে? LIC IPO Share Price
এলআইসির 37 নম্বর ধারায় বলা রয়েছে, যদি কোনোদিন এলআইসি(LIC) নিজেকে দেউলিয়া ঘোষণা করে, তাহলে সরকার(Government) 70 শতাংশ পর্যন্ত টাকা দেবে। সেই আইন বলবৎ থাকবে তো? প্রশ্নটা সাধারন মানুষের মনে সংশয় তৈরি করছে। এই বিষয়ে আপনার কি মত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written By Rajib Ghosh
রাজ্যবাসীকে বিনামূল্যে প্রায় দেড় কোটি হাঁস ও মুরগির ছানা বন্টনের সিদ্ধান্ত