LIC IPO Price – LIC কে টক্কর দিতে Reliance IPO শেয়ার বাজারে ছাড়ছেন আম্বানি
ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (L.I.C) আইপিওর (I.P.O) মাধ্যমে শেয়ার বাজারে নিয়ে এসেছে (LIC IPO Price). কেনাবেচা শুরু হয়ে গিয়েছে। এলআইসি আইপিওর মাধ্যমে 21 হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে কেন্দ্র।
2021 সালে পেটিএম(Paytm) ছিল সর্ববৃহৎ আইপিও। যার আর্থিক মূল্য ছিল 18 হাজার 300 কোটি টাকা। তবে তারও আগে 2008 সালে কোল ইন্ডিয়া (Coal India) 11 হাজার 700 কোটি টাকায় আইপিও ছেড়েছিল। কোল ইন্ডিয়া এবং পেটিএমকে পিছনে ফেলে দিতে এলআইসি আইপিও (LIC IPO Price) ছেড়েছে।
যদিও 20557 কোটি টাকা কেন্দ্রীয় সরকার কমিয়ে দিলেও দেশের সর্ববৃহৎ আইপিও হতে চলেছে এলআইসি। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, মুকেশ আম্বানির দুটি সংস্থা এলআইসি কে ছাপিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। LIC IPO Price
যদিও তার পেছনে অন্য চক্রান্ত খুজছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। দেশের অন্যতম লাভজনক সংস্থা LIC কে মার্কেটে ছেড়ে তার সাথে সাথে রিলায়েন্স কে ছাড়পত্র দিলে এলআইসির ক্ষতি সুনিশ্চিত। আর সেই সুযোগের সদব্যবহার কিভাবে করতে হয় রিলায়েন্স কর্নাধার ভালোই জানেন। LIC IPO Price
মুকেশ আম্বানির এই মেগা পরিকল্পনায় রয়েছে রিলায়েন্স (Reliance), জিও প্লাটফর্ম (Jio Platform) এবং তার অধীনস্থ সংস্থা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (Reliance Retail Ventures Limited) মুকেশ আম্বানি দুটি সংস্থার আইপিও (IPO) নিয়ে আসার জন্য ছক কষে ফেলেছেন। LIC IPO Price
জিও একেবারে শুরুতে বিনামূল্যে ফোরজি পরিষেবা দিয়ে প্রতিযোগীদের ময়দান থেকে ছিটকে দিয়েছিল অনেক কোম্পানীকে। বিশ্বের বৃহত্তম টেলিকম সংস্থা এখন মুকেশ আম্বানির। আবার ট্রেন্ডসের (Trends) মত রিটেল স্টোর রয়েছে রিলায়েন্স রিটেল এর অধীনে। রিলায়েন্স জোড়া কোম্পানির আইপিওর মাধ্যমে 50 হাজার কোটি টাকা এবং 75 হাজার কোটি টাকা বাজার থেকে তোলার পরিকল্পনা করেছে। ঠিক সেই কারণে দেশের বৃহত্তম আইপিও(IPO) হতে চলেছে এটাই।
শেয়ারবাজারে আদানির শেয়ার তরতরিয়ে উঠেছে। তারই রাজ্যের শিল্পপতি মুকেশ আম্বানিকে তিনি – যশে টেক্কা দিচ্ছেন। বেশ খানিকটা পিছনে চলে গিয়েছেন মুকেশ। তবে এই মুহূর্তে জোড়া হাতিয়ার নিয়ে বাজারে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে আম্বানি। জানা গিয়েছে, সংস্থার বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান (Chairman) মুকেশ আম্বানি রিলায়েন্স জিও (Jio) এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের (Retail Ventures) জন্য আইপিও আনার প্রস্তুতির কথা ঘোষণা করতে পারেন। LIC IPO Price
দুই টাকার এই বিশেষ পুরনো নোট থাকলেই আপনি পাবেন ২ লাখ টাকা, কার কাছে
এখনো পর্যন্ত যা খবর, রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের আইপিও 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে। তারপরেই জিওর আইপিও বাজারে আসবে। রিলায়েন্স জিও মার্কিন শেয়ার Nasdaq এর তালিকাভুক্ত হতে চলেছে। এই বাজারে বিশ্বের বৃহত্তম সমস্ত টেক(Tech) সংস্থাগুলি নথিভুক্ত রয়েছে।
Written By Rajib Ghosh