আপনি কি একজন LIC কর্মচারী? বহুদিন ধরে বেতন বৃদ্ধির (Salary Hike) আশা করছেন, কিন্তু হচ্ছে না? তবে আর চিন্তা নেই। এবার স্বপ্ন পূরণ হয়ে গেল। এবারে LIC তে কর্মরত কর্মীদের একধাক্কায় ১৭ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত জানালো সরকার। কয়েকদিন আগে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে সরকারি কর্মচারীদের জন্য ১৭ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাবটি দেওয়া হয়েছিল (Life Insurance Corporation Of India).
LIC Employees Salary Hike News.
আর সরকার তাতে কোন আপত্তি না জানিয়ে সিলমোহর দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের আগেই নতুন বেতনের স্কেল আনার কথা বলা হয়েছিল অর্থাৎ খুব শীঘ্রই বর্ধিত বেতন লাভ করবেন কর্মীরা। এক সঙ্গে ১.১০ লক্ষ কর্মচারীরা এই বেতন হাতে পাবেন বলে জানা গেছে। কাদের কাদের বাড়ছে বেতন? পরের মাস থেকে কত পাবেন? সব দেখে নিন এক নজরে। ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি মারফত এই নোটিশ জারি করা হয়েছে (Salary Hike).
গত ২০২২ সাল থেকে এলআইসি তার কর্মচারীদের বেতন বৃদ্ধির (LIC Salary Hike) জন্য চেষ্টা করছিল। এজন্য সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি প্রস্তাব জারি করে তাতে অনুমোদনও চাওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। কিন্তু এতদিন তাতে কোন রকম গা করেনি ভারত সরকার (Government Of India). তবে সামনেই ভোট। আর এই পরিস্থিতিতে যত মানুষের মন রাখা যায় তাতেই সরকারের লাভ।
তাই তড়িঘড়ি এই দফতরের মোট ১.১০ লক্ষ কর্মচারীর বেতন বৃদ্ধিতে (Salary Hike) এবার অনুমোদন দিয়ে দিল সরকার। এর আগে ন্যাশনাল পেনশন স্কিমে (NPS) এলআইসি কর্মচারীদের অবদান ১০% থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছিল। ২০১০ এর পহেলা এপ্রিলের পর যারা দপ্তরে যোগদান করেছিলেন এমন মোট মোট ২৪,০০০ কর্মীর ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়েছে।
এমনকি এলআইসির পেনশন ভোগীদের এককালীন এক্স গ্রেশিয়া পেমেন্টও ৩০,০০০ টাকা বাড়িয়েছে সরকার। দপ্তরের পক্ষ থেকে জারি করা বেতন বৃদ্ধির (Salary Hike) বিজ্ঞপ্তিতে এই বিষয় গুলি জানানো হয়েছে। উল্লেখ্য কেন্দ্রীয় সরকার গত ২০২৩ সালের অক্টোবরে মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৪ শতাংশ বাড়িয়েছিল। যার ফলে সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মীরা বর্তমানে পান মোট 46 শতাংশ ডিএ।
প্রতিবছর জানুয়ারি এবং জুলাই তে কেন্দ্রের ডিএ বৃদ্ধি ঘটে। এবছর এখনো পর্যন্ত বেতনে আর কোন বৃদ্ধি ঘটেনি বলেই জানা যাচ্ছে। তবে ব্যাংকের কর্মীদের কিছুদিন আগেই মজুরি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। দেশের পাবলিক সেক্টর ব্যাংক গুলির কর্মচারীদের বেতন স্কেল বাড়ানো হয়েছে। আর যেহেতু ব্যাংক এবং ইনসিওরেন্স দপ্তর একই ডিভিশনে পড়ে তাই এবার এলআইসির ক্ষেত্রেও বেতন বাড়াতে (Salary Hike) আর দ্বিধা করল না সরকার।
একদিকে নিজেদের ১৭ শতাংশ বেতন বৃদ্ধি (Salary Hike) তার ওপর কেন্দ্রের তরফ থেকে আরো অতিরিক্ত 46% ডিএ অর্থাৎ এলআইসি কর্মীদের এখন সোনায় সোহাগা। যদিও কেন্দ্রের সকল সরকারি কর্মচারীদের জন্যই শীঘ্রই আবারও বেতন বৃদ্ধির অর্ডার আসতে পারে বলে মনে করছেন অনেকে। ডিএর পরিমাণ এই বছরের মধ্যেই আরও ৪ শতাংশ বাড়িয়ে একেবারে ৫০ শতাংশ করে দেওয়া হতে পারে।
মাসিক আয় মাত্র 5000 টাকা হলেও কোটিপতি হওয়া সম্ভব। ব্যাংক ঋণ নিয়ে ধনী হবার গোপন সুত্র জেনে নিন।
আর তারপরেই গঠন হবে নতুন বেতন কমিশন (Pay Scale). যাতে আরো বেশি বেতন পাবেন সরকারি কর্মচারীরা (Government Employees). আর সরকারের এই ঘোষণা ফলে LIC এর লক্ষ লক্ষ কর্মচারীর অনেকদিনের দাবিপূরণ করা হল। আর আগামী লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আচরণবিধি লাগু হওয়ার আগে এই ঘোষণাকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
Written by Nabadip Saha.
মাত্র 5 বছরে টাকা রিটার্ন, ডবল বোনাস। LIC এর নতুন পলিসি বাজারে এলো।