পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ছুটির নিয়মে (Leave Rules) এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। এতদিন পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নিয়ম ছিল যে বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা কোনো ভাবেই ছুটি নিতে পারবেন না। এবার এই নিয়মের বদল আসতে চলেছে। বোর্ডের পরীক্ষা চললেও কোনো শিক্ষিকা সেই সময় মেনেই ছুটি পেতে পারেন। তবে কোনো শিক্ষক কিন্তু বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে ছুটি নিতে পারবেন না। তবে কিসের জন্য শিক্ষিকারা ছুটি নিতে পারেন এই সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
Leave Rules Change For Female Teachers In West Bengal.
পর্ষদের নিয়ম অনুযায়ী বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষক শিক্ষিকারা ছুটি নিতে পারবে না। সন্তানের বোর্ডের পরীক্ষা হোক বা সন্তান অসুস্থ হোক কোনোভাবেই শিক্ষক শিক্ষিকারা ছুটি (Leave Rules) পাবেন না বোর্ডের পরীক্ষা চলার সময়। এবার এই নিয়মের বদল আসতে চলেছে। বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকরা ছুটি নিতে পারবে না এই নিয়ম থাকলেও বদলানো হয়েছে শিক্ষিকাদের ক্ষেত্রে।
বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষিকারা ছুটি (Leave Rules) নিতে পারবেন যদি তার সন্তানের কোনো শরীর খারাপ হয় বা সন্তানের যদি বোর্ডের পরীক্ষা থেকে থাকে। আগেকার নিয়ম অনুযায়ী বোর্ডের পরীক্ষা চলাকালীন সময়ে সন্তানের অসুখ করলে তার পরীক্ষা হলে শিক্ষিকারাও ছুটি পেতেন না। তবে এবার থেকে শিক্ষিকারা চাইল্ড কেয়ার লিভের (Child Care Leave) জন্য ১৫ দিনের ছুটি পেতে পারবেন।
তবে এর পাশাপাশি চাইল্ড কেয়ার লিভের (Child Care Leave Rules) জন্য ১৫ দিনের ছুটি কমানোর জন্য প্রশ্ন উঠেছে। প্রধান শিক্ষকদের একাংশের বক্তব্য হল অনেক সময় দেখা যায় পরীক্ষা দশ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে বাড়তি রয়ে যায় আরো পাঁচ দিনের ছুটি। কিন্তু চাইল্ড কেয়ার লিভ নিলে ১৫ দিনের ছুটি নিতেই হবে। অনেক শিক্ষিকা সন্তানের শরীর অসুস্থর জন্য চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ ১৫ দিনের ছুটি (Leave Rules) নিয়ে থাকেন।
এক্ষেত্রে দশ দিনের মধ্যে সন্তানের শরীর ঠিক হয়ে গেলে বাকি দিন গুলোতে তারা ঘুরতে চলে যান। এই কারনে যদি চাইল্ড কেয়ার লিভের ১৫ দিনের ছুটি (Leave Rules) কমানো যায় তাহলে খুবই সুবিধা হয় বলে তারা মনে করছে। এই প্রসঙ্গে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর সম্পাদক সৌদীপ্ত দাস জানিয়েছেন, “বোর্ডের পরীক্ষায় চাইল্ড কেয়ার লিভ ভাল, তবে তা পাঁচ দিন করা উচিত।
কত টাকা ক্যাশ আপনার বাড়িতে রাখতে পারবেন? আয়কর বিভাগের নিয়ম জানুন।
তা হলে স্কুলের ক্লাসের ক্ষতি হবে না। কেন্দ্রীয় সরকার চাইল্ড কেয়ার লিভ (Leave Rules) ন্যূনতম পাঁচ দিন করেছে।” এর পাশাপাশি ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি যা বললেন তা হল, “এমনিতেই স্কুল গুলোতে শিক্ষক সংখ্যা কম। তার মধ্যে চাইল্ড কেয়ার লিভ নিয়ে প্রয়োজন না হলেও ১৫ দিন কোনও শিক্ষক বাড়িতে বসে থাকলে আখেরে স্কুলের পঠন পাঠনের ক্ষতি হবে, এই ছুটি কমানো উচিত।”
Written by Nupur Chattopadhyay.
প্রতিদিন মাত্র 4 ঘন্টা কাজ করলে LIC দেবে মাসে 20 হাজার টাকা। আজই