Latest Govt Jobs : চাকরি প্রার্থীদের সুখবর, বেতন মাসে লাখ টাকা! কীভাবে আবেদন, দেখুন
যেসমস্ত চাকরী প্রার্থীরা সরকারী চাকরীর (Latest Govt Jobs) প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সুখবর। ষ্টেট ব্যাংকে একাধিক পদে উচ্চ বেতনে কর্মী নিয়োগ। আর এই নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথে সম্পন্ন হয়, বলতে গেলে ৬ মাসের মধ্যেই নিয়োগ হয়ে যায়। তাই দেরী না করে আজই আবেদন করুন।
কাজের অভাব সর্বত্র। উচ্চ শিক্ষিত হওয়ার পরে একটি চাকরির জন্য হা হুতাশ করছেন যুবক-যুবতীরা। সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রেই কর্মসংস্থান প্রায় সংকুচিত হয়ে আসছে। এরকম একটা পরিস্থিতিতে যদি কোনো বিখ্যাত সংস্থায় উচ্চ বেতনে চাকরির সুযোগ থাকে, তবে সেটা জানতে সকলেই আগ্রহী হবেন। Latest Govt Jobs
State Bank of India প্রায় লাখ টাকা বেতনে চাকরি দিতে চলেছে। বিশদে জেনে নিন-
SBI Recruitment 2022:
SBI স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের জন্য নিয়োগ শুরু করেছে। এজিএম, ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার পদগুলিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। আগ্রহী প্রার্থীরা 12-6-2022 পর্যন্ত এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। Latest Govt Jobs
SBI Recruitment এই পদগুলিতে মোট কত নিয়োগ হবে:
21 মে 2022 থেকে আবেদন শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 32 টি পদে এই নিয়োগ করা হবে। 12 জুন পর্যন্ত আবেদন করা যাবে। Latest Govt Jobs
আরো পড়ুন, এলআইসি-তে অ্যাসিস্ট্যান্ট পদে জারি নিয়োগ বিজ্ঞপ্তি, দেখে নিন ঝটপট
SBI Recruitment- নিয়োগের বয়সসীমা:
এজিএম (আইটি টেক অপারেশনস, আইটি ইনবাউন্ড ইঞ্জিনিয়ার, আইটি আউটবাউন্ড ইঞ্জিনিয়ার, আইটি সিকিউরিটি স্পেশালিস্ট) পদে আবেদনের জন্য 45 বছরের মধ্যে হতে হবে। ম্যানেজার (IT Security Specialist) পদের জন্য বয়স সীমা 38 বছর ধরা হয়েছে। ডেপুটি ম্যানেজার (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার কমান্ড সেন্টার) পদে নিয়োগের জন্য বয়স 35 বছরের মধ্যে হতে হবে। Latest Govt Jobs
SBI Recruitment- শিক্ষাগত যোগ্যতা:
AGM পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বরসহ BE/B.Tech পাশ হতে হবে। Deputy Manager পদের জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে Statistics বিষয়ে ডিগ্রী থাকতে হবে। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে SBI বিশদে জানতে ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। Latest Govt Jobs
SBI- এর এই পদগুলিতে বেতন কত:
AGM পদের জন্য চাকরিপ্রার্থীদের প্রতিমাসে 89 হাজার 890 টাকা থেকে 1 লক্ষ 350 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। ম্যানেজার পদের জন্য প্রার্থীকে 63 হাজার 840 টাকা থেকে 78 হাজার 230 টাকা দেওয়া হবে। ডেপুটি ম্যানেজার পদের জন্য 48 হাজার 170 টাকা থেকে 69 হাজার 810 টাকা বেতন দেওয়া হবে। Latest Govt Jobs
কিভাবে আবেদন করবেন:
12 জুন 2022 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমার পরে প্রার্থীদের আবেদনের পৃষ্ঠার প্রিন্টআউট সঙ্গে রাখতে হবে।
Written by Rajib Ghosh
অফুরন্ত ফ্রি কল ও ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল, একটি টাকাও লাগবেনা, দেখুন কিভাবে