Latest Govt Jobs – মাধ্যমিক পাশ করেই লক্ষ টাকার চাকরি।
এই চাকরির জন্য ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হবে (Latest Govt Jobs) এবং ২৩ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। চাকরির নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাস। ডিআরডিও ডিফেন্স রিসার্চ টেকনিক্যাল ক্যাডার এর অধীনে ১০টি পদে এই সমস্ত নিয়োগ চলবে। এই ১০ টি পদের মধ্যে রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি (বি) (এস সিএবি)এবং টেকনিশিয়ান এ। এই বিভিন্ন প্রার্থীদের মাসিক বেতন হবে প্রায় এক লাখ টাকার বেশি তবে পদ অনুযায়ী মাইনে বিভক্ত হবে। এই চাকরিতে আগ্রহী প্রার্থী ডিআরডিও এর জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন।
•কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিজ্ঞানে স্নাতক হতে হবে। এছাড়াও আরও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এবং এধরনের বিষয়ে (Latest Govt Jobs) ডিপ্লোমা থাকলে সেই প্রার্থী এই পদের জন্য উপযুক্ত হবেন। এছাড়াও আরও কিছু পদের জন্য দশম শ্রেণির পরীক্ষার্থীদের আবেদন করতে পারবেন। শিক্ষা দপ্তরের অনুমোদিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি শংসাপত্র থাকতে হবে। এই ধরনের প্রার্থীরা এই পদের জন্য নিয়োগের উপযুক্ত হবেন।
• কিভাবে আবেদন করবেন এই পদের জন্য?
১) ডিআরডিও অফিশিয়াল ওয়েবসাইট drdo. gov. in এ যেতে হবে
২) CEPTM রিক্রুমেন্ট লিংকে ক্লিক করতে হবে
৩) এখানে প্রার্থীকে নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে
৪) এরপর প্রার্থীর প্রয়োজনীয় বিবরণী দিয়ে আবেদনপত্র ভর্তি করতে হবে
৫) এবার প্রথম থেকে আবেদনপত্র ভালোভাবে দেখার পরে জমা দিয়ে দিন
৬) এরপর যে অবশ্যই কাজটি আবেদনপত্র ডাউনলোড করে এর একটি প্রিন্টেড হার্ড কপি ডাউনলোড করে রাখুন।
S SC – SSC তে Grade- C ও Grade- D কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ।
•কত বেতন পেতে পারেন?
এই চাকরিতে বিভিন্ন পদের জন্য বেতন ভাগ করা রয়েছে। প্রার্থী যারা সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচিত হবেন তারা সপ্তম পে কমিশন (Latest Govt Jobs) থেকে বিভিন্ন সুবিধা ছাড়াও ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। টেকনিশিয়ান পদের জন্য নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
এই ধরনের আরও খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।