Lakshmir Bhandar – ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা! মা বোনদের ডবল খুশির খবর!

বর্তমানে এরাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তথা Lakshmir Bhandar Scheme. এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা। ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ এবং ১০০০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা করেছে রাজ্য সরকার। তবে সম্প্রতি রাজ্যে লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্পের ভাতা যথাক্রমে ১৫০০ এবং ২০০০ করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকার পরিমান? সত্যতা জেনে নিন।

Advertisement

West Bengal Lakshmir Bhandar Scheme

লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে?

পর পর তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনো পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে। যার মধ্যে এ যাবৎ কাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়। প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প। আগে এই প্রকল্পে রাজ্যে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং তপসিলি মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে।

Advertisement

চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই টাকার পরিমান বাড়াবে রাজ্য সরকার। সে মতো এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের একাউন্টে ঢুকছে ১০০০ টাকা এবং তফসিল মহিলাদের একাউন্টে ঢুকছে ১২০০ টাকা করে। এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই। তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি Lakshmir Bhandar Scheme এর ভাতা বাড়তে চলেছে। আর এই ব্যাপারে ইতিমধ্যেই কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে? প্রশ্ন উঠছে। কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বা কোনও আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনও নির্দেশ বা ঘোষণা মেলেনি।

লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীলাভ

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের লোকসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বস্তুত ২০১৯ সালে রাজ্যে বিজেপির উত্থানে বিধানসভায় ও জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি। ঠিক তখনই লক্ষীর ভান্ডার প্রকল্পের উত্থানে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল। এমনকি এবছরও ভোটের আগে লক্ষীর ভান্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ তাকে ভোটে জেতার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকারের।

তবে ভোটের রেজাল্টের পর কার্যতই তা প্রমাণ হয়ে গিয়েছে। এই ভোটে দীর্ঘ পাঁচ বার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল। শুধু তাই নয় গত ২০১৯ এর লোকসভায় ৪৩ শতাংশ ভোটের জায়গায় এবছর ৪৬ শতাংশ ভোট বাগিয়েছে ঘাসফুল শিবির। যার নেপথ্যে কারণ হিসেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অনেকটাই প্রভাবিত বলে করেছেন বিশেষজ্ঞরা।

Advertisement

আরও পড়ুন, বেকারদের ১০ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার। PMEGP প্রকল্পে আবেদন করলেই টাকা পাবেন।

লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে বাড়ছে?

এখন প্রশ্ন হল লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে ১৫০০ এবং ২০০০ টাকা করার সিদ্ধান্ত কি সত্যিই নিয়েছে রাজ্য সরকার? আদৌ কি তা বাড়বে? নাকি এটা শুধুই জল্পনা?
যেহেতু এবছর ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তাই রাজ্যের বেশিরভাগ মানুষসহ রাজনীতিবিদরাও মনে করছেন এতে খুশি হয়ে রাজ্য ভাতার পরিমান আগামী দিনে আরো বৃদ্ধি করতে পারে। যদিও এ সম্পর্কে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোন ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ এই ভাতা এখন বাড়বে কিনা! আর বাড়লেও সেটা কবে থেকে? আর আদৌ সরকার এই নিয়ে ভাবছে কিনা!

তাই এই সমন্ধে অফিশিয়ালি কোনও বিবৃতি না পেয়ে, আশা না করাই ভালো। তবে কিছু নিউজ পোর্টাল এই নিয়ে আগাম ঘোষণা করে খবর প্রচার করছে, যেটি যথেষ্ট বিভ্রান্তিমুলক ও ভুল খবর প্রচার। তাই দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে সকলকে এই ধরনের কাল্পনিক খবর ঘোষণা বলে প্রচার না করাই শ্রেয়। আর যদি সত্যিই ঘোষণা হয়, তবে সেটা মা বোনেদের জন্য খুশির খবর হবে। কিন্তু তারজন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সরকার ঘোষণা করে কিনা। নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment