পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar). যার মাধ্যমে রাজ্যের সাধারণ মহিলারা প্রতিমাসে ৫০০ এবং তফসিলি মহিলারা ১০০০ টাকা করে ভাতা পান। এই মাস থেকে পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফে টাকার পরিমাণ বাড়িয়ে ১০০০ এবং ১২০০ করা হয়েছে। যাই হোক, ইতিমধ্যেই অনেক মহিলা তাদের একাউন্টে পেয়ে গেছেন চলতি মাসের টাকা।
Lakshmir Bhandar Payment Online Update.
কিন্তু কেউ কেউ জানাচ্ছেন তাদের এখনো ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা (Lakshmir Bhandar Money). কেন এমন হচ্ছে? তবে কি ভোটের মাস থেকে বন্ধ হয়ে গেল সেই সব মহিলার ভাতা? কি জানাচ্ছে সরকার? কি করলে এই মাসের টাকা পাবেন? দেখুন। আর মাসের ১০ তারিখ হতে চলল কিন্তু এখনো টাকা না ঢোকার জন্য অনেকেই খুবই চিন্তার মধ্যে রয়েছেন।
Lakshmir Bhandar Scheme Important Information
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) চালু করেন রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প। যাকে হাতিয়ার করেই সেই ভোটে তিনি জয়লাভ করেন মনে করেছিল বিরোধী পক্ষ। এতদিন পর্যন্ত এই প্রকল্পে রাজ্যে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং তফসিলি মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে।
চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই টাকার পরিমান বাড়াবে রাজ্য সরকার। সে মতো এপ্রিল মাস থেকেই Lakshmir Bhandar প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলাদের একাউন্টে ঢুকছে ১০০০ টাকা এবং তফসিলি মহিলাদের একাউন্টে ঢুকছে ১২০০ টাকা করে। একেও লোকসভার ভোটে জেতার চাল বলে কটাক্ষ করেছে বিরোধী দলের নেতারা।
Lakshmir Bhandar Payment Update
যাই হোক, এমাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে? এই নিয়ে চিন্তায় মহিলারা। নিয়ম মত প্রতিমাসে ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে সকলের একাউন্টে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়ে দেয়। এমাসেও ইতিমধ্যেই অনেক মহিলা তাদের একাউন্টে পেয়ে গেছেন এই মাসের টাকা। কিন্তু অনেকে জানাচ্ছেন তাদের এখনো ঢোকেনি। সেই সব মহিলারা দয়া করে অপেক্ষা করুন।
যতটা সম্ভব আগেভাগেই পেমেন্ট দেওয়ার চেষ্টা করবে সরকার। তাই চিন্তা নেই, কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে টাকা। এর আগেও এই Lakshmir Bhandar প্রকল্পের টাকা পেতে দেরি হয়েছে। মাসের শুরুতে না হলেও মাসের মাঝখানে বা শেষের দিকে অথবা অনেক সময় মাসের দুই মাসের টাকা একেবারেও দেওয়া হয়েছে। কিন্তু এবারে ঠিক কি কারণের জন্য এই টাকা ঢুকতে দেরি করছে?
Why Lakshmir Bhandar Payment Credit Late In April 2024?
উল্লেখ্য এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হয় নতুন অর্থবছর। সে কারণে বন্ধ থাকে সমস্ত ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গুলি। ২ তারিখ থেকে আবার কাজ শুরু হয়েছে। তাই এই মাসে টাকা ঢুকতে একটু দেরি হবে সকলের। সে কারণে ধৈর্য ধরতে বলা হচ্ছে। ব্যাংক একে একে পেমেন্ট সম্পূর্ণ করে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) ঠিক সময়ে ঢুকে যাবে একাউন্টে।
ভোটের মুখে মহিলাদের জন্য 5টি নতুন প্রকল্প। কি কি সুবিধা পাবেন জেনে নিন।
এবারে জানা দরকার কারা এই টাকা পাবে না! অনেক মহিলা এমনও রয়েছেন যাদের আবেদনে বা নথিতে কোন ভুল ত্রুটি রয়েছে। এই কারণেও টাকা ঢুকতে সমস্যা হতে পারে। এছাড়াও ব্যাংকে KYC না করা থাকলেও এই সমস্যা হবে। তাদেরকে বলা হচ্ছে নিজের এলাকার ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করুন। আর যেখানে যা ভুল আছে তা সংশোধন করে নিন। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা (Lakshmir Bhandar) ঢুকতে সমস্যা হবে।Written by Nabadip Saha.
এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে বড় খবর। মা বোনেরা এখনই জানুন।