লক্ষ্মীর ভান্ডার প্রকল্প – ২০ হাজার কোটি টাকা বাজেট, কবে থেকে পাবেন?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmi Bhandar Prakalpa), তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই গৃহিনীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাতখরচের টাকা তুলে দিতে উদ্যোগী হয়েছেন মমতা। আর প্রথম দিন থেকে এই প্রকল্পে নাম লেখাতে পড়েছে লম্বা লাইন। মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া দেখে বরাদ্দ বাজেট ছাপিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত খোদ অর্থদপ্তর। এই খাতে বর্তমান অর্থবর্ষের বাজেটে প্রায় ১১ হাজার কোটি টাকা আলাদা করে বরাদ্দ করেছিল রাজ্য সরকার। কিন্তু যে হারে আবেদন জমা পড়ছে, তাতে প্রকল্পের খরচ চলতি বছরে ১৭-১৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে বাধ্য। আর তা দেখেই আগামী আার্থিক বছরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জন্য বাজেট বাড়াতে চলেছে নবান্ন। সূত্রের খবর, সেই প্রস্তাবিত খরচের অঙ্কটা প্রায় ২০ হাজার কোটি টাকা। অন্যদিকে এত আবেদনের পর কবে থেকে পাবেন এই টাকা? জানা যাচ্ছে এত বিপুল সংখ্যক ফর্ম স্ক্রুটিনি কোর্টে সময় সাপেক্ষ ব্যাপার। তবে পুজোর মাসেই যেন এই টাকা পাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তাহলে মহিলাদের অন্তত পুজোর আগে একটা উপহার দেওয়া যাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment