Kolkata Police Constable – কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পিছিয়ে গেল। পরীক্ষার নতুন তারিখ জেনে নিন।

প্রকাশ পেয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল (Kolkata Police Constable) ও লেডি কনস্টেবল পদে পরীক্ষার তারিখ। এর আগে আরও একবার পরীক্ষার তারিখ জানানো হয়েছিল। সেই তারিখ পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এর আগের সংশ্লিষ্ট তারিখে পরীক্ষা হচ্ছে না। আবার কবে পরীক্ষা নেওয়া হবে? জেনে নিন।

সরকারি চাকরি করতে অনেকেই চান। বহু ছেলে মেয়ে পুলিশে চাকরি করার আশায় ভোর বেলা মাঠে চলে যায় দৌড়াতে। তাদের মুখ একটাই কথা ‘মাঠ পাশ করতে হবে’। আবার খেয়াল করলে শুনতে পাবেন, তারা বলে ‘পুলিশে চাকরিটা পেতেই হবে’। এদের যুদ্ধ শারীরিক আর মানসিক দুই দিকেই চলে।

Kolkata Police Constable Recruitment Exam Date Postponed

কলকাতা পুলিশের কনস্টেবল (Kolkata Police Constable) পদে আর লেডি কনস্টেবল পদের শূন্যপদ পূরণ করতে বেশ কিছু ধাপে পরীক্ষা নেওয়া হয়। সেগুলির মধ্যে থেকেই অন্যতম হল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET। লিখিত পরীক্ষায় পাশ করলে এই টেস্ট ২ টি দিতে হয় নির্বাচিত প্রার্থীদের। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যারা নির্বাচিত হয় তাদের পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল হিসেবে চাকরিতে নিয়োগ করা হয়।

Post Office MVM-Non Gazetted Requirement

অনেকেই কলকাতা পুলিশ কনস্টেবল (Kolkata Police Constable) ও লেডি কনস্টেবল পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। তাঁদের জন্য জানিয়ে রাখি এই পদের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET হওয়ার কথা ছিল চলতি বছরের আগামী ৬ ই অক্টোবর। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে‌। সেখানে জানানো হয়েছে উক্ত পরীক্ষা ২ টি বাতিল হওয়ার কথা।

আরোও পড়ুন » Civic Volunteer Recruitment – রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ। একসাথে প্রচুর ছেলেমেয়ে চাকরি পাবে।

এখনও নতুন ক’রে তারিখ ঘোষণা হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET নেওয়া হবে। যত দ্রুত সম্ভব এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে prb.wb.gov.in আর wbpolice.gov.in অথবা Kolkatapolice.gov.in ওয়েবসাইটগুলিতে নজর রাখতে পারেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment