Kolkata Metro : Increasing The Number Of Metro Train

যাত্রী-সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনিবার মেট্রোয় বাড়ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা। এত দিন রবিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকত। মেট্রো সূত্রের খবর, আগামী শনিবার থেকে মেট্রোয় সারা দিনে ১০৪টির বদলে ১৭২টি ট্রেন চলবে। শনিবার দিনের ব্যস্ত সময়ে আট মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল ৮টায় দুই প্রান্তিক স্টেশন, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে পরিষেবা শুরু হবে। অন্তিম ট্রেন কবি সুভাষ এবং দমদম থেকে রাত ৯টায় ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে অন্তিম ট্রেন রাত ৮টা ৪৮ মিনিটে ছাড়বে। সারা দিনে আপ এবং ডাউন লাইনে ৮৬টি করে ট্রেন চলবে। এর মধ্যে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে ১৬৫টি ট্রেন চলাচল করবে। রবিবার স্টাফ স্পেশ্যাল মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টায়।প্রায় চার মাস বন্ধ থাকার পরে এ বার রবিবারও চলবে স্টাফ স্পেশ্যাল মেট্রো। রবিবার সারা দিনে ১১২টি ট্রেন চলবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment