শৈশবের বিকালে মাঠে গিয়ে ক্রিকেট কিংবা ফুটবল এখন পুরোটাই অতীত । এখন খেলার দুনিয়া পুরোটাই আমাদের ৬ইঞ্চির মোবাইল স্ক্রিনে । কিন্তু এই খেলা মাঠের প্রান্তরে খেলার মতো নির্ভেজাল নয় । হ্যাঁ আমি বলছি এখনকার অনলাইন গেম খেলার প্রবনতা নিয়েই । যার মধ্যে সিওসি , ব্যাটেলফিল্ড , পাবজি প্রভৃতি উল্লেখযোগ্য । যার হ্যাঙওভারে মত্ত গোটা যুবসমাজ । সাংসারিক অশান্তি থেকে আত্মহত্যার দিকেও পা বাড়িয়েছে কেউ কেউ এই খেলার নেশায় । এমনকি শুধু যুবসমাজ নয় অনেক ম্যাচিওর মানুষরাও এই খেলা খেলে হারিয়েছেন তাদের গচ্ছিত টাকা । এই গেমগুলোর বিভিন্ন ধাপে ধাপে খরচ করতে টাকা নাহলে পরের ধাপে এগোনা যায় না আর তার নেশায় ছুটে চলেছে দিনভর আমাদের গোটা যুবসমাজ । কেউ কেউ সামান্য এক দু হাজারে নয় খরচ করেছে লক্ষ লক্ষ টাকা । আর এই বিপদ রুখতে ততপরতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন । তারা ব্যানার আর বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রচার চালাচ্ছে এই জিনিস রুখতে । বাংলাদেশ সরকার ইতিমধ্যেই অনলাইন গেম নিয়ে বিধিনিষেধ জারি করেছে। পশ্চিমবঙ্গেও এই বিষয়ে সাইবার সেল কে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।