ভোটের আগে রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও দারুণ নিয়োগে বিজ্ঞপ্তি (District Court Recruitment) প্রকাশিত হলো। এবারের নিয়োগ হবে রাজ্যের বিভিন্ন জেলা আদালত গুলিতে। গ্রুপ সি পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের জন্য এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে যে কোন চাকরিপ্রার্থী এখানে আবেদনের যোগ্য। নিজের জেলাতেই হবে চাকরি।
District Court Recruitment 2024 In West Bengal.
এছাড়াও যদি প্রতিমাসে ভালো বেতন ও বার্ষিক বোনাসের সুবিধা। আর বর্তমান সময়ে চাকরি (Job) পাওয়া সবচেয়ে মুশকিল কাজ গুলোর মধ্যে অন্যতম। আর এই জিনিসটি এখন সকলের খুবই দরকার (District Court Recruitment) আর তাহলে অপেক্ষা কিসের জন্য? দেরি না করে জেনে নেওয়া যাক এই চাকরির যোগ্যতা, বেতনের পরিমাণ, কিভাবে নিয়োগ হবে সেই সমস্ত বিষয়।
District Court Recruitment Vacancys
- স্টেনোগ্রাফার (ইংরেজি ভাষার, গ্রুপ-বি)।
- লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি)।
- প্রসেস সার্ভার সমন বেলিফ (গ্রুপ-সি)।
- অর্ডারলি/ অফিস পিয়ন/ ফরাশ (গ্রুপ-ডি)।
- নাইট গার্ড (গ্রুপ-ডি)।
- সুইপার (গ্রুপ-ডি)।
District Court Recruitment Apply Age & Qualifications
এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে নির্দিষ্ট ছাড় থাকবে। যে কোনো সরকারি বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই এখানে আবেদন জানানো যাবে। যোগ্যতা বিষয়ক খুঁটিনাটি তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত আছে। দেখে নিন।
District Court Recruitment Online Apply Process
১. প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. নাম, ফোন নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩. এরপর স্ক্রিনে আবেদন পত্র আসবে। সঠিকভাবে তা পূরণ করুন।
৪. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন।
৫. নির্দিষ্ট আবেদন মুল্য জমা করে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া শেষ।
District Court Recruitment Apply Documents
১. আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড।
২. পাসপোর্ট ছবি।
৩. বয়সের প্রমাণ।
৪. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৫. জাতিগত শংসাপত্র।
District Court Recruitment Process, Salary & Apply Last Date
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে নেওয়া হবে লিখিত পরীক্ষা। তারপর হবে একটি ছোট্ট ইন্টারভিউ। দুই পর্যায় মিলিয়ে যারা পাস করবেন তাদেরকে দেওয়া হবে চাকরি। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর সমস্ত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। নিয়োগ প্রার্থীদের প্রথমে ১৭ হাজার টাকা থেকে বেতন দেওয়া শুরু হবে। পরে বাড়তে বাড়তে তা ৮২৯০০ টাকা পর্যন্ত হবে।
মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ সি কর্মী নিয়োগ। বেতন ও আবেদন প্রক্রিয়া দেখে নিন।
এছাড়াও বেতনের সঙ্গে থাকবে আরো অন্যান্য সুবিধায় যেমন – Annual Bonus, DA, TA, Provident Fund, Pension ইত্যাদি। এই চাকরির জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে গত ১৭ই এপ্রিল ২০২৪ থেকে। আবেদন চলবে মে মাসের ১৭ তারিখ পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট – www.kalimpong.dcourts.gov.in. এই ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন।