Jio গ্রাহকদের ৮৪ দিনের জন্য দুর্দান্ত মোবাইল রিচার্জ অফার দিলো। টানা ৩ মাস সব কিছু ফ্রি পাবেন

ভারতীয় টেলিকম জগতে আবারো একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য রিলায়েন্স জিও নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan). এবার প্রায় টানা ৩ মাস অর্থাৎ ৮৪ দিনের রিচার্জ প্লানে থাকছে দুর্দান্ত সব সুবিধা। মুকেশ আম্বানির এই টেলিকম কোম্পানি ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই একের পর এক ধামাকা নিয়ে আসছে ভারতীয় নাগরিকদের জন্য। এক কথায় বলতে গেলে, বর্তমানে গোটা ভারতীয় Telecom দুনিয়ায় প্রথম স্থানে রয়েছে এই কোম্পানি। অন্যান্য কোম্পানির চেয়ে গ্রাহক পরিষেবা ও রিচার্জ ভ্যালুর দিক দিয়ে অপেক্ষাকৃত কম দাবে বেশি সুবিধা দিয়ে থাকে। এবার এই প্রতিবেদনে এই নতুন রিচার্জ প্ল্যান টি সম্মন্ধে জেনে নিন।

Jio Recharge Plan for 84 Days

ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানির রিলায়েন্স জিও এর Mobile Recharge Plan আবারো খবরের শিরোনামে। বর্তমানে দেশজুড়ে 46 কোটিরও বেশি মানুষ জিও এর সাশ্রয়ী রিচার্জ অফার গুলি ব্যবহার করছেন। তবে সংস্থার ৮৪ দিনের Jio Recharge এ আনলিমিটেড কলিং, হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবং OTT সাবক্রিপশনের মতো একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়। পাশাপাশি প্রায় তিন মাস অর্থাৎ 84 দিনের বৈধতা পেয়ে যান গ্রাহকেরা। এই রিচার্জ প্ল্যানেই আবারো নতুন সংযোজন আনলো রিলায়েন্স জিও।

Jio 84 দিনের রিচার্জ পরিষেবা

জিও এর রিচার্জ পরিষেবা গুলির মধ্যে 1029 টাকার 84 দিনের রিচার্জ পরিষেবাটি বর্তমানে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্ল্যান টি রিচার্জ করলে প্রতিদিন 2GB হাই স্পিড ইন্টারনেট পরিষেবা, আনলিমিটেড কলিং এবং সারা দেশে সম্পূর্ণ বিনামূল্যে রোমিং এর সুবিধা দেওয়া হয় গ্রাহকদের। এর পাশাপাশি অন্যান্য রিচার্জের মত প্রতিদিন 100 টি এসএমএসের সুবিধাও পেয়ে যান গ্রাহকেরা।

Free OTT Subscriptions!

এই রিচার্জটি করলে, শুধু কলিনগ, ডেটা বা এসএমএস ই পাবেন না। এই প্ল্যানের সঙ্গে যুক্ত রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও, জিও টিভি, জিও cloud এর মতো বিভিন্ন OTT সাবস্ক্রিপশন। অর্থাৎ একটি রিচার্জ করলেই ৮৪ দিন পর্যন্ত একেবারে বিনামূল্যে উপভোগ করা যায় এই সমস্ত সুযোগ-সুবিধা গুলি। এর পাশাপাশি আপনার কাছে যদি 5G স্মার্ট ফোন থাকে, তাহলে অতিরিক্ত সুবিধা হিসাবে কোনো রকম চার্জ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা পেয়ে যেতে পারেন।

আরও পড়ুন, মোবাইল ফোনে ৩০০০ টাকা ডিস্কাউন্ট পাবেন, এখানে দেখুন।

৮৪ দিনের জন্য আরও পাচ্ছেন

রিলায়েন্স জিও কোম্পানি তাদের 84 দিনের Recharge টি আরো বিপুল পরিমাণে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন আরেকটি সুবিধা চালু করেছে। এক্ষেত্রে মাত্র 1028 টাকায় দ্বিতীয় বিকল্প হিসেবে গ্রাহকেরা পেয়ে যাবেন 84 দিনের অন্য একটি রিচার্জ অফার। এর সাহায্যে আনলিমিটেড কলিং, দৈনিক 2GB ইন্টারনেট পরিষেবা, দেশ এবং বিদেশে ফ্রী রোমিং, প্রতিদিন 100 টি এসএমএসের মতো সুবিধা গুলি অবশ্যই দেওয়া হবে। তবে এই পরিষেবায় অ্যামাজন প্রাইম এর OTT সাবস্ক্রাইবশনের পরিবর্তে পেয়ে যাবেন Swiggy এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

আরও পড়ুন, YouTube দেখে ফ্রি করে দিলো, ইন্টারনেট এর খরচ লাগবে না, দেখুন কিভাবে।

উপসংহার

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য এই বিশেষ অফার চালু করে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে আবার জোরদার কম্পিটিশনের মধ্যে এনে দিয়েছে। কারণ অন্যান্য কোম্পানির ৮৪ দিনের রিচার্জের ক্ষেত্রে প্রতিদিন ২ জিবি করে ডেটা পেতে এর চেয়ে বেশি টাকা খরচ করতে হয়। তবে এই বিষয়ে মোটেই পিছিয়ে নেই দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল। 929 টাকার বিনিময়ে সমমানের পরিষেবা ও এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের মাধ্যমে 22 টিরও বেশি OTT সাবস্ক্রিপশন পাচ্ছেন এয়ারটেল গ্রাহকেরা।

এক কথায় বলতে গেলে, দুটি কোম্পানি তাদের 84 দিনের Recharge Plan নিয়ে যথেষ্ট প্রতিযোগিতায় রয়েছে। এই অবস্থায় জিও এর এই নতুন সংযোজন যে এই প্রতিযোগিতা আরো বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। এবার আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী রিচার্জ করবেন।

শেয়ার করুন: Sharing is Caring!