Stock Market – এবার সরকারী ব্যাংকেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন। পাবেন নিরাপত্তা ও উচ্চ রিটার্ন।

Invest Government Bank Stock Market: সরকারি ব্যাংকের কথা মাথায় আসতেই, গ্রাহকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন যেনো। নিরাপত্তার তাগিদে সরকারি ব্যাংক প্রায় বহু সংখ্যক গ্রাহকের কাছে সুনিশ্চিত অর্থ সঞ্চয়ের স্থান হয়ে দাড়িয়েছে। তবে আজ শেয়ার বাজারেও(Stock Market) সরকারি ব্যাংক রমরমিয়ে বেড়াচ্ছে। এমনও দেখা গেছে প্রায় 30 শতাংশ মাসিক রিটার্ন দিয়েছে কোনো ব্যাংক এবং কোনও ব্যাংক একসপ্তাহের টোটাল রিটার্ন এর থেকে 10 শতাংশ বেশি রিটার্ন করেছে। তাই এবার থেকে শেয়ার বাজারের ক্ষেত্রে সরকারি ব্যাংকে বিনিয়োগের কথা ভাবতেই পারেন বিনিয়োগকারীরা। শুধুমাএ ফিক্সড ডিপোজিটের এক্ষেত্রে আর নির্ভর করে থাকতে হবে না গ্রাহকদের।

কোন ব্যাংকের স্টক বিনিয়োগকারীদের কত রিটার্ন দিচ্ছে?(Government Bank Stock Market)

ব্যাংক অফ ইন্ডিয়া: গত মাসের লাভের পরিমাণ আকর্ষণীয় কিছু না হলেও, গত সপ্তাহের 5 দিনে অর্থাৎ 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়া এর খাতে 10.94 শতাংশ লাভ হয়েছে। যেসব বিনিয়োগকারীরা বড়ো রিটার্ন পেতে চাইছেন সরকারি ব্যাংকের সঙ্গে, তারা এই ব্যাংককে বেছে নিতে পারেন ।

Share Market price hike after G20 conference

ইউকো ব্যাঙ্ক: ইউকো ব্যাঙ্ক বর্তমানে PSB সেক্টর এর অন্যান্য সকল ব্যাংকের লাভের তালিকায় বেশ উপরের দিকে রয়েছে। গত এক মাসে এই ব্যাংক এর লাভের পরিমাণ 28.37 শতাংশ। গত 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর এর লাভের পরিমাণ হিসেবে 13.24 শতাংশ আয় করেছে। এর মধ্যে শুধুমাত্র 15 সেপ্টেম্বরে এই ব্যাংকের লাভের পরিমাণ হয়েছে 7.81 শতাংশ।

সেন্ট্রাল ব্যাংক: গত মাসের হিসেবের নিরিখে, সর্বোচ্চ শেয়ার থাকা সরকারি ব্যাংক গুলির মধ্যে সেন্ট্রাল ব্যাংক বেশ নজরকাড়া অবস্থানে দাড়িয়ে আছে। গত একমাসে অর্থাৎ 18 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক মোট 33.05 শতাংশ । 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর অবধি এই ব্যাংকের শেয়ারে রিটার্ন এর পরিমাণ 17.04 শতাংশ। শেয়ারে উচ্চ বিনিয়োগকারীদের জন্য সেন্ট্রাল ব্যাংক একটি উত্তম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হতে পারবে।

ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক: বিগত একমাসে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক এর মোট লাভের অঙ্কের পরিমাণ 23.93 শতাংশ। গত 18 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর অবধি ব্যাংকের লাভের অঙ্ক হয়েছে 18.84 শতাংশ। কাজেই এই ব্যাংকের শেয়ার এর ওপরে বিশ্বাস রাখতে পারেন বিনিয়োগকারীরা।

Disclaimer

এবারটিতে শুধুমাত্র বিনিয়োগকারীদের জানানোর উদ্দেশ্যে পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে কোন ব্যক্তিকে শেয়ারবাজারে(Stock Market) বিনিয়োগ করার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে না, শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদা ঝুঁকিপূর্ণ।

আরোও পড়ুন » Aadhaar Card Fraud – ব্যাংক একাউন্টের টাকা হচ্ছে গায়েব। আধার প্রতাড়নার হাত থেকে কিভাবে বাঁচবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment