বিপদ আপদের সময় ব্যাংক লোন অত্যন্ত দরকারে আসে। যে কোনো জরুরী প্রয়োজন পড়লেই আমরা ছুটে যাই Personal Loan বা ব্যাংক লোন নিতে। কিন্তু অনেক সময় লোনের নাড়ি নক্ষত্র না জানার জন্য অসুবিধায় পড়তে হয় পরে। যেমন কোনো ব্যাংকে সুদ বেশি নেওয়া হয় আবার কোনো ব্যাংকে কম। আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেখানে যদি বেশি সুদ কাটে তখন লোন শোধ করার সময় অনেকটা টাকা গচ্চা যায় আপনার থেকে।
Personal Loan Interest Rate EMI Calculator.
যা অত্যন্ত সমস্যা। তাই কোন ব্যাংকে সুদের হার (Personal Loan Interest Rate) কত নেওয়া হয় সেই বিষয়টি সব সময় জেনে রাখা দরকার। যেখানে কম সুদে লোন দেওয়া হবে সেখানেই তো আগে যাবেন। আজ আমরা দেখে নেব মার্চ মাস অনুযায়ী দেশের ব্যাংক গুলির কোনটিতে কত হারে দেওয়া হচ্ছে পার্সোনাল লোন। হিসাব জেনে রাখুন। সুবিধা পাবেন।
Personal Loan Interest Rate In Different Banks
ব্যক্তিগত দিন হলে এমন একটি দিন যা নেওয়ার জন্য কোন আমানত দরকার পড়ে না এবং নূন্যতম ডকুমেন্টেশন প্রক্রিয়া দ্বারাই ব্যাঙ্ক আপনাকে দেয়। আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত লোন নিতে পারি। ব্যক্তিগত লোন সাধারণত সহজ শর্তে সমান কিস্তিতে (Personal Loan Installment) মাঝে মাঝে শোধ দিতে হয়। বিভিন্ন ব্যাংকে ব্যক্তিগত ঋণের বিভিন্ন ধরনের সুদ নেওয়া হয়। এই তালিকাই আজ দেওয়া হল এখানে।
Personal Loan Interest Rate On March 2024
১. HDFC Bank Personal Loan Interest Rate – ১০.৫০ শতাংশ। EMI ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৪৯ টাকা, ৫ লক্ষ টাকায় – ১০৭৪৭ টাকা (Personal Loan).
২. TATA Capital Personal Loan Interest Rate – ১০.৯৯ শতাংশ। EMI ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭৪ টাকা। ৫ লক্ষ টাকায় -১০৮৬৯ টাকা।
৩. SBI Personal Loan – ১১.১৫ থেকে ১৫.৩০ শতাংশ। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৮২ থেকে ২৩৯৫ টাকা, ৫ লক্ষ টাকায় – ১০৯০৯ থেকে ১১৯৭৪ টাকা।
৪. ICICI Bank Personal Loan – ১০.৮০ শতাংশ। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২ হাজার ১৬৪, ৫ লক্ষ টাকায় – ১০১২১ টাকা।
৫. Bank Of Baroda – ১১.৫ থেকে ১৮.৭৫ শতাংশ পর্যন্ত। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭৭ থেকে ২৫৮০ টাকা, ৫ লক্ষ টাকায় – ১০৮৮৪ থেকে ১২৯০২ টাকা।
৬. Axis Bank – ১০.৪৯ শতাংশ। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৪৯, ৫ লক্ষ টাকায় -১০৭৪৪ টাকা।
৭. Kotak Mahindra Bank – ১০.৯৯%। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭৪, ৫ লক্ষ টাকায় -১০৮৬৯ টাকা।
৮. Bank Of India – ১০.৭৫ থেকে ১৪.৭৫। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৬২ থেকে ২৩৬৬ টাকা, ৫ লক্ষ টাকায় – ১০৮০৯ থেকে ১১, ৮২৯ টাকা।
৯. Canara Bank – ১০.৯৫ থেকে ১৬. ৪০ শতাংশ । ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭২ থেকে ২৪৫৩ টাকা, ৫ লক্ষ টাকায় -১০৮৫৯ থেকে ১২২৬৬ টাকা।
১০. Punjab National Bank Personal Loan – ১০.৪০ থেকে ১৭.৯৫ শতাংশ পর্যন্ত। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৪৪ থেকে ২৫৩৭ টাকা, ৫ লক্ষ টাকায় -১০৭৭২ থেকে ১২৬৮৩ টাকা।
১১. Federal Bank – ১১.৪৯ শতাংশ। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৯৯ টাকা। ৫ লক্ষ টাকায় -১০ হাজার ৯৯৪ টাকা।
১২. Union Bank Of India – ১১.৩৫ থেকে ১৬.৪৫ পর্যন্ত। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২ হাজার ১৯২ থেকে ২৪০৩ টাকা, ৫ লক্ষ টাকায় -১০৯৫৯ থেকে ১২০১৩ টাকা।
১৩. Bajaj Finserv Personal Loan – ১১ শতাংশ। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৭৪ টাকা, ৫ লক্ষ টাকায় -১০৮৭১ টাকা।
১৪. Punjab & Sind Bank – ১০.৭৫ থেকে ১৩.৩০ পর্যন্ত। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২১৬২ থেকে ২৩০১ টাকা, ৫ লক্ষ টাকায় -১০৮০৯ থেকে ১১৫০৫ টাকা।
১৫. UCO Bank – ১২.৪৫ থেকে ১২. ৮৫ পর্যন্ত। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২২৪৭ থেকে ২২৬৮ টাকা, ৫ লক্ষ টাকায় – ১১২৩৬ থেকে ১১ হাজার ৩৩৮ টাকা (Personal Loan EMI).
১৬. Bank Of Maharastra – ১০ শতাংশ থেকে 12.80 শতাংশ। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় -২১২৫ থেকে ২২৬৫ টাকা। ৫ লক্ষ টাকায় -১০৬২৪ থেকে ১১, ৩২৫ টাকা।
১৭. Karnataka Bank – ১৩.৪৩%। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় – ২২৯৭ টাকা। ৫ লক্ষ টাকায় -১১৪৮৭ টাকা।
১৮. Indusind Bank – ১০.৪৯ শতাংশ। ইএমআই ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকায় -২১৪৯ টাকা, ৫ লক্ষ টাকায় -১০৭৪৪ টাকা।
Written by Nabadip Saha.
টাকার দরকার হলেই দেবে SBI. আধার কার্ড থাকলে এখনই আবেদন করুন।