কপাল খুলে গেল রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের। এবার থেকে Bhabishyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোন ছেলে মেয়ে বেকার হলেই পাচ্ছে নগদ 5 লক্ষ টাকা। রাজ্যের যে কোন প্রান্তের নাগরিক এর সুবিধা পেতে পারে। যে কোনো যোগ্যতার অধিকারী নারী বা পুরুষ এখানে আবেদনের যোগ্য। কেবল মাত্র হতে হবে কোনো কর্মসংস্থান হীন। তাহলেই সোনায় সোহাগা।
Bhabishyat Credit Card Online Apply.
বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্দেশ্যেই এই সুবিধা দিচ্ছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). অনেকেই ইতিমধ্যেই এই Bhabishyat Credit Card স্কিমের আওতায় 5 লক্ষ টাকা পেয়েছেন। এবার আপনিও পেতে পারেন। তবে তার আগে সব কিছু ভালোভাবে বুঝে নিতে হবে। কি এই কার্ড? কি সুবিধা পাওয়া যাবে এতে? কারাই বা পাবেন সুবিধা? দেখে নিন।
Bhabishyat Credit Card 2024
নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম (WBBCCS). পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পের সঙ্গে আমরা সকলেই পরিচিত। আর এরই অনুকরণে এবারে রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য চালু করা হলো এই ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। রাজ্য সরকারের উদ্যোগে চালু করা পূর্বের কর্ম সাথী প্রকল্পের (Karmasathi Prakalpa) একটি অংশ হিসেবেই এই প্রকল্পের সূচনা করা হয়েছে।
যেমনটা সরকার সূত্রে খবর মিলেছে যে এই Bhabishyat Credit Card প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীনদের অগ্রগতি প্রদান করতে চলেছে সরকার। যদি কোন বেকার যুবক যুবতী কোন ছোটখাটো ব্যবসা যেমন দোকান বা অন্য ধরনের শিল্প করার কথা চিন্তা করেন তাহলে রাজ্য সরকার সেই প্রার্থীকে নগদ 5 লক্ষ টাকা ঋণ দিয়ে সে কাজে সাহায্য করবে।
শুধু তাই নয় এই ঋণের উপর ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি (Govt Loan Subsidy) দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এছাড়াও এই Bhabishyat Credit Card প্রকল্পে আবেদন করতে গেলে লাগবে না কোন ব্যক্তিগত গ্যারেন্টার। রাজ্য সরকার নিজেই এর ১০% গ্যারেন্টার হিসেবে কাজ করবে। আর বাকি ৯০% গ্যারান্টি প্রদান করবে Trust Fund for MSE.
Bhabishyat Credit Card Apply Qualification
১. রাজ্য সরকারের নতুন এই Bhabishyat Credit Card প্রকল্পে আবেদন করতে গেলে একজন বেকার প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
২. তাকে গত 10 বছর যাবত এই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। তবেই এই সুবিধা দেবে সরকার।
৩. যে কোনো ব্যক্তি যিনি কোনো ছোটখাটো ব্যবসা যেমন কোনো দোকানপাট বা কোন পোলট্রি ব্যবসা, মাছের ব্যবসা, সবজির ব্যবসা, খেলনার ব্যবসা ইত্যাদি শুরু করতে চলেছেন, তারা এখানে আবেদন জানাতে পারেন।
৪. তবে যে কোনো পরিবার থেকে একজন মাত্র সদস্যই এই সুবিধা লাভ করতে পারবেন বলে জানানো হয়েছে সরকার মারফত।
৫. এছাড়াও যে ব্যক্তি এখানে আবেদন করবেন তাকে অন্তত পক্ষে ২ বছরের জন্য সেই ব্যবসা পূর্বে চালিয়ে থাকতে হবে।
৬. ব্যক্তিকে সম্পূর্ণভাবে ঋণ মুক্ত থাকতে হবে বর্তমানে (Bhabishyat Credit Card).
How To Apply Bhabishyat Credit Card
১. প্রথমে www.bccs.wb.gov.in ওয়েবসাইটটি ওপেন করুন।
২. হোম পেজে এসে Apply বাটানে ক্লিক করুন।
৩. পুনরায় Apply বাটানে ক্লিক করুন।
৪. Click Here to Register এ ক্লিক করতে হবে।
৫. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিন। রেজিস্ট্রেশনের জন্য লাগবে আবেদনকারীর পুরো নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ও পাসওয়ার্ড।
৬. মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি এন্টার করে Register বাটনে ক্লিক করুন।
৭. এরপর স্ক্রিনে Bhabishyat Credit Card মূল আবেদন পত্র লোড হতে শুরু করবে। এই ফর্মে পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি বসান।
৮. নীচের Save And Next বাটন চাপুন।
৯. পরে পেতে এসে নিচের ডকুমেন্ট গুলিকে একে একে স্ক্যান করে আপলোড করুন।
১০. সব কিছু হয়ে গেলে Submit ক্লিক করুন। আবেদন শেষ।
১১. তবে অনলাইন ছাড়া অফলাইনেও Bhabishyat Credit Card জন্য আগ্রহীরা আবেদন করতে পারেন। এজন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হবে, তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন।
Bhabishyat Credit Card Apply Documents
১. একটি ফটো আইডেন্টিটি প্রুফ যেমন – Aadhaar Card, Voter ID Card, PAN Card.
২.স্থায়ী বাসস্থানের প্রমান।
৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৪. উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণের জন্য প্রতিষ্ঠানে ভর্তির রশিদ, ব্যবসার ক্ষেত্রে ঋণের জন্য ব্যবসার কাগজপত্র।
1.40 লক্ষ টাকা পাবে দেশবাসী। ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের। আচ্ছে দিন এসে গেল।
৫. পাসপোর্ট সাইজ এর ছবি ও নিজস্ব সিগনেচার।
৬. ব্যাংক একাউন্টের বিবরণ।
৭. নিজে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হল।
৮. কারো যদি এই Bhabishyat Credit Card ব্যাপারে কোন কিছু জানার থাকে বা সন্দেহ থাকে তবে এই নম্বরে ফোন করে সরাসরি জেনে নিতে পারেন। টোল ফ্রি নম্বর – 033 22622004.
Written by Nabadip Saha.
মার্চ মাসে রেশনে পাবেন নতুন আইটেম? কোন রেশন কার্ডে কি কি পাবেন?