Bhabishyat Credit Card – বেকার ছেলে মেয়েদের 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। এইভাবে আবেদন করলে ভোটের আগে টাকা পাবে।

ভোটের আগেই রাজ্যে চালু হলো অভিনব এক প্রকল্প Bhabishyat Credit Card. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বেকারদের সহায় হলেন আরো একবার। তবে এবার ১০০০-২০০০ টাকা ভাতা নয়, নগদ 5 লক্ষ টাকা দেওয়া হবে সকলকে যারা আবেদন করবেন। আসলে রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে বেকারত্ব (Unemployment) যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত সরকার।

Bhabishyat Credit Card 2024 Online Apply.

তাই একটা নিশ্চিত কর্মসংস্থান (Employment) তৈরি করে তাদের ভবিষ্যৎ নিরাপদ করাই এখন প্রধান উদ্দেশ্য। এই কারণে ৫ লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই টাকা নিয়ে সহজেই বেকার ছেলে মেয়েরা যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? কি কি ডকুমেন্টস লাগবে? এছাড়াও Bhabishyat Credit Card প্রকল্পের আরো দিক গুলি জেনে নিন।

Bhabisyat Credit Card Or WBBCCS

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো Bhabishyat Credit Card Scheme. বেকারদের জন্য ইতিমধ্যেই অনেক গুলি স্কিম চালু করেছে রাজ্য। যেমন উৎকর্ষ বাংলা (Utkarsha Bangla) এবং কর্ম সাথী (Karma Sathi Scheme). জানা যাচ্ছে, এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হল কর্ম সাথী প্রকল্পেরই একটি অংশ। যেমন ভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ (Student Credit Card Loan) পায় তেমনি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেখিয়েও রাজ্য সরকারের কাছ থেকে ঋণ পাবে বেকাররা।

যদি কোন যুবক যুবতী নিজের ব্যবসা (My Business) শুরু করার জন্য আগ্রহী থাকেন সেক্ষেত্রে পর্যাপ্ত মূলধন (Business Capital) না থাকলেও রাজ্য সরকার তাকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ (5 Lakh Personal Loan) দিয়ে সাহায্য করবে এই Bhabishyat Credit Card দেখালে। আর এই কার্ডের মাধ্যমে আমাদের রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীরা উপকৃত হবে বলে মনে করছেন অনেকে।

Bhabishyat Credit Card Benefits

১. ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
২. ঋণের উপর ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।
৩. এক্ষেত্রে কোনরকম গ্যারান্টার লাগে না। রাজ্য সরকার নিজেই ১০% গ্যারেন্টার এই স্কিমে। আর বাকি ৯০% এর কাজ করে Trust Fund For MSME.

Bhabishyat Credit Card Apply Criteria

১. আবেদনকারীকে অবশ্যই বিগত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
৩. অবশ্যই যে কোন ছোটখাটো ব্যবসা শুরু করে থাকতে হবে এবং দু বছরের জন্য অন্তত সেই ব্যবসা চালু রাখতে হবে।
৪. ব্যক্তিকে পূর্বে কোন ঋণ বকেয়া থাকা চলবে না।
৫. যে কোনো পরিবার থেকে মাত্র একজন সদস্যই ঋণের (Bhabishyat Credit Card Loan) সুবিধা লাভ করবেন।

Bhabishyat Credit Card Online Apply Process

১. www.bccs.wb.gov.in রাজ্য সরকারের এই ওয়েবসাইটটিতে প্রথমে যান।
২. Apply বাটনে একবার ক্লিক করুন।
৩. আবার Apply তে ক্লিক করুন।
৪. যদি আপনি নতুন হন, Click Here to Register বাটানে ক্লিক করুন।

৫. রেজিস্ট্রেশনের ফর্ম আসবে। নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বয়স, ইত্যাদি এন্টার করুন।
৬. মোবাইল নম্বরে ওটিপি সহ একটি এসএমএস যাবে। স্ক্রিনে ওটিপি লিখে Register বাটানে ক্লিক করুন।
৭. একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটিকে দিয়ে পুনরায় লগইন করুন।
৮. এরপর দেখতে পাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (Bhabishyat Credit Card) আবেদন পত্র।

৯. এটিকে সঠিকভাবে ফিলাপ করুন। পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ফর্মে লিখুন।
১০. Save And Next বাটনে ক্লিক করে পরের পেজে আসুন।

১১. নিজের ডকুমেন্ট গুলোকে স্ক্যান করে আপলোড করুন।
১২. Final Submit বাটানে ক্লিক করলেই আবেদন শেষ।
তবে আপনারা যদি চান অফলাইনেও এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই জন্য সামনে যখন আবার দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) আসছে, তখন নিকটবর্তী ক্যাম্পে গিয়ে লাইন দিন এবং এই Bhabishyat Credit Card জন্য আবেদন করুন।

Bandhan Bank Loan - বন্ধন ব্যাংক লোন

Bhabishyat Credit Card Apply Documents

১. Aadhaar Card, Voter ID Card, PAN Card জাতীয় যে কোনো পরিচয় পত্র।
২. স্থায়ী ঠিকানার সার্টিফিকেট।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪. উচ্চ শিক্ষার ঋণের ক্ষেত্রে প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।

টাকার দরকার হলেই দেবে কেন্দ্র সরকার। শুধু আধার ব্যাংক লিঙ্ক থাকতে হবে।

৫. ব্যবসার ঋণের (Bhabishyat Credit Card Business Loan) জন্য ব্যবসার দলিল পত্র।
৬. বয়সের প্রমাণ।
৭. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৮. ব্যাংক পাস বুকের প্রথম পাতা জেরক্স। এই স্কীমের বিষয়ে কারো যদি কিছু জানার থাকে তবে 033 – 22622004 টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন।
Written by Nabadip Saha.

ব্যবসা করতে চান? টাকা দেবে সরকার। কিভাবে আবেদন করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment