Bonus Shares – 10 টাকা মাত্র 1 বছরে 4620 টাকা রিটার্ন দিয়েছে। আজই এই শেয়ার কিনে রাখুন।

ভবিষ্যতের সুরক্ষার কথা চিন্তা করে কম বেশি বিনিয়োগ আমরা সকলেই করে থাকি (Bonus Shares). কেউ টাকা রাখি ব্যাংকে, কেউ পোস্ট অফিসে, কেউবা কোন পলিসিতে, আবার কেউ শেয়ার মার্কেটে (Share Market). তবে বিনিয়োগের ক্ষেত্র যাই হোক, উদ্দেশ্য কিন্তু একটাই, ভালো রিটার্ন পাওয়া। লাভ কম দিলেও কেবল সুরক্ষার জন্য আমাদের দেশে বেশিরভাগ মানুষ সরকারি প্রতিষ্ঠান গুলোতেই বিনিয়োগে আগ্রহী।

Advertisement

Bonus Share Multibagger Stock From Inox Wind Limited.

কিন্তু আপনি যদি সত্যিই ভালো রিটার্ন খোঁজেন তবে শেয়ার মার্কেটের (Bonus Share) কোন বিকল্প নেই। এ কথা ঠিকই যে এখানে সামান্য বাজারগত ঝুঁকি থাকে, তবে আজ আমরা যে শেয়ারটির (Share Price) কথা বলব সেটি এক বছরে নিশ্চিত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। মোট ৪৬২ শতাংশ লাভ বেড়েছে এই শেয়ারের। বর্তমানেও অনেকেই এতে বিনিয়োগ করে কোটিপতি হয়ে উঠছেন।

Advertisement

তাই শেয়ার মার্কেট মানেই ভাববেন না ঝুঁকি। একবার এখানে বিনিয়োগ (Bonus Share Investment) করে নিজের লাভ লোকসান পরখ করে দেখুনই না। সম্প্রতি Inox Wind Limited এর শেয়ারের কথা সামনে এসেছে। এই কোম্পানি ভারতীয় শেয়ার মার্কেটে উল্লেখ যোগ্য লাভ রেখেছে। গত ১২ মাসের মধ্যে মোট ৪৬২ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। ২০২৪ সালের শুরুতেই ১৩ শতাংশ বেড়েছে এর দাম।

সোমবার এই আইনক্স উইন্ডের শেয়ারের দাম (Inox Wind Share Price) ৪.৭ শতাংশ বেড়ে ৫৯৬ টাকায় বন্ধ হয়। শেয়ার মার্কেটে দারুন লাভ দিচ্ছে বর্তমানে এই সংস্থা। সকল বিনিয়োগকারীরাই এখান থেকে নিশ্চিত রিটার্ন পেয়েছেন। আর আগামী দিনেও এখান থেকে লাভ পাওয়ার (Bonus Share) সম্ভাবনা দেখছেন তারা। আপনি কি আগ্রহী আছেন? তবে পুরোটা ভালোভাবে বুঝে নিন আগে।

আই নোক্স উইন্ড লিমিটেড সুজলন এনার্জি লিমিটেড এর একটি সরকারি সংস্থা। এই সংস্থাটি তার একটি শেয়ার বিনামূল্যে (Free Bonus Share) দেওয়ার ঘোষণা করেছে সম্প্রতি। যার মূল উদ্দেশ্য হলো ফ্রি রিজার্ভকে পুঁজি হিসেবে কাজে লাগানো এবং শেয়ার প্রতি আয় ও পরিশোধিত মূলধনকে বাড়ানো। ফলে বিনিয়োগকারীদের এখন সোনায় সোহাগা। কারণ একদিকে বিনা পয়সায় তারা কোম্পানির শেয়ার (Bonus Share) পাচ্ছেন, অন্যদিকে তার ওপর কোটি কোটি টাকা লাভ আসবে আগামী দিনে।

Advertisement
Personal Loan (পার্সোনাল লোন)

ইতিমধ্যেই একটি কোম্পানির সঙ্গে মার্জার করা হয়েছে আইনক্স উইন্ড লিমিটেডের। যার ফলে গত এক বছরে এতে লাভ আরো বেড়েছে। আইনক্সেরই একটি উইং আইনক্স এনার্জি লিমিটেডের সঙ্গে এক করে দেওয়া হয়েছিল সংস্থকে। যার ফলে ১০ টি শেয়ারের বদলে ১৫৮টি ইকুইটি শেয়ার (Equity Share) পেয়েছিলেন আইনক্সের বিনিয়োগকারীরা। সম্প্রতি আবার হিরো ফিউচার এনার্জি লিমিটেডের (Bonus Share) সঙ্গে হাত মিলিয়েছে এই সংস্থা।

টাকার প্রয়োজনে সহজে ব্যাংক লোন পেতে, রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ। RBI এর নতুন নিয়ম জেনে নিন

যেখানে ২১০ মেগাওয়াটের উইন্ড টারবাইন জেনারেটর সাপ্লাইয়ের অর্ডার দেওয়া হয়েছে আইনক্সকে। ফলে আগামী দিনেও এই কোম্পানি নিজের লাভ বজায় রাখতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বিনিয়োগ কারীদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। এখনই বিনিয়োগ (Bonus Share Investment) শুরু করে দিন এই শেয়ারে। তবে মনে রাখবেন, শেয়ারে বিনিয়োগ বাজারজাত ঝুকি সাপেক্ষ। এতে উচ্চ রিটার্নের সাথে সাথে ক্ষতির ও সম্ভাবনা রয়েছে। আর এই ধরণের বিনিয়োগ করার আগে আপনারা সব কিছু বুঝে নিয়ে তবেই বিনিয়োগ করবেন।
Written by Nabadip Saha.

টাকা ডবল করার স্কিম। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment