যারা শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন। এবং শিক্ষক হতে চান তাদের জন্য রেলের শিক্ষক নিয়োগ তথা Railway Teacher Recruitment Notification প্রকাশিত হলো। টেট পাশ করে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। কিম্বা দুর্নীতির ফলে যোগ্যের চাকরি চুরি হয়ে যাবে না। দ্রুত আবেদনে মিলবে দ্রুত চাকরি।
Indian Railway Teacher Recruitment Notification
দেশের চাকরি প্রার্থীদের জন্য এসে গেল বড়ো সুখবর। দীর্ঘদিন ধরে দেশ তথা রাজ্যের যে সকল চাকরিপ্রার্থীরা অপেক্ষা করছিলেন একটি ভালো চাকরি সুযোগের জন্য, এবার স্বপ্নপূরণ হতে চলেছে তাদের। এবার ভারতীয় রেলে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরির সুবর্ণ সুযোগ পেতে চলেছেন অনেকেই।
বর্তমানে রাজ্যে চাকরিপ্রার্থীর সংখ্যা অসংখ্য। এদের মধ্যে কারোর হয়তো শিক্ষাগত যোগ্যতা অনেকটাই বেশি আবার কারোর হয়তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাই রয়েছে। তবে, এই চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির চেষ্টা করছেন। অনেকে আবার কেন্দ্রীয় সরকারি চাকরির চেষ্টাও করছেন। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করার পরেও তারা কোনো সরকারি চাকরি পরীক্ষায় এখনও সফল হতে পারেননি। কেউ কেউ আবার সরকারি চাকরি না পেয়ে কিংবা আশানুরূপ চাকরি না পেয়ে ব্যবসার দিকে ঝুঁকেছেন।
Railway School teacher vacancy
এবার সেই জায়গায় অনেকটাই আশার আলো এসেছে। ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি পেতে চলেছেন সকলে। ইন্ডিয়ান রেলওয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ১০৩৮ টি শিক্ষক নিয়োগ (Railway Teacher Recruitment) করা হবে। প্রার্থীরা আগামী ৭ জানুয়ারী ২০২৫ থেকে ৬ ফেব্রুয়ারী ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা নির্ধারিত রয়েছে। সেই বিষয়টি জেনেই তবেই আবেদন করা উচিত আবেদনকারীদের।
Railway teacher recruitment 2024 eligibility
রেলওয়েতে শিক্ষক পদে আবেদনের জন্য আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটি হলো –
- আবেদনকারীদের স্নাতকোত্তর শিক্ষক বা PGT সম্পর্কিত বিষয়ে পিজি এবং B.Ed. থাকতে হবে।
- প্রশিক্ষিত স্নাতক শিক্ষক বা TGT সম্পর্কিত বিষয়ে B.Ed সহ স্নাতক হতে হবে।
- আবেদনকারীর CTET পাশ থাকতে হবে।
আরও পড়ুন, PAN 2.0: অনলাইনে নতুন প্যান কার্ডের আবেদন কিভাবে করবেন? প্যান কার্ড আবেদন পদ্ধতি
পেশাগত যোগ্যতা
- ইংরেজি মাধ্যমে শারীরিক প্রশিক্ষণ প্রশিক্ষক হতে হলে PT বা B.P.Ed-এ স্নাতক হতে হবে।
- হিন্দি মাধ্যমে জুনিয়র অনুবাদক হতে হলে ইংরেজি বা হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর হতে হলে শ্রম বা সমাজকল্যাণ বা শ্রম আইনে ডিপ্লোমা বা এলএলবি/ বা পিজি বা এইচআর-এ এমবিএ করতে হবে।
রেলওয়েতে শিক্ষক নিয়োগে আবেদন পদ্ধতি
প্রথমত, Railway Teacher Recruitment আবেদনকারীদের রেলওয়ে-এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
এরপর, এখান থেকে ক্যারিয়ার বিভাগে গিয়ে রেলওয়ে শিক্ষক নিয়োগ লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুন, এবার ছেলেরাও পাবে লক্ষ্মীর ভাণ্ডার, এখুনি আবেদন করুন।
এর পরে, প্রার্থীদের প্রথমে নিবন্ধন করতে হবে এবং তারপরে অন্যান্য বিবরণ পূরণ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
অবশেষে, নির্ধারিত ফি প্রদানের পর, ফর্মটি জমা দিন এবং এর প্রিন্টআউটটি নিরাপদে রাখতে হবে।
এইভাবেই রেলওয়েতে শিক্ষক পদে আবেদন করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা।