India Vs England Lord’s Test Virat Kohli Is Happy With The Performance

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে আনল ভারতীয় ক্রিকেট দল। আজ ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলা একেবারে টানটান উত্তেজনায় পৌঁছে যায়। হাতে বাকি ছিল ১০ ওভারের কম সময়। কিন্তু, কোহলি ব্রিগেডের আত্মবিশ্বাস সমস্ত প্রতিবন্ধকতাকে আজ চুরমার করে দিল। ১২০ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। আর সেইসঙ্গে ভারত ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় লাভ করে পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। নটিংহ্যাম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে গিয়েছিল। নাহলে ওখানেও যে ভারতীয় ক্রিকেট দলের কাছে জয়ের একটা সুবর্ণ সুযোগ ছিল, সেটা কেউই অস্বীকার করতে পারবেন না। সেই আক্ষেপটা কোহলি অ্যান্ড কোম্পানির ছিলই। লর্ডস টেস্টে সেই আক্ষেপটাই যেন সুদে-আসলে মিটিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল।  কোহলি বললেন, গোটা দলের উপর আমি আজ অত্যন্ত গর্বিত। নিজেদের পরিকল্পনা অনুসারেই আমরা আজ খেলতে পেরেছি। ব্যাট হাতে আমরা অসাধারণ পারফরম্যান্স করেছি। এই উইকেট থেকে প্রথম তিনদিন আমরা কোনও সুবিধা পাইনি। তবে দ্বিতীয় ইনিংসে আমরা যেভাবে খেলেছি, চাপের মুখে, তা এককথায় অসাধারণ। আলাদা করে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামির কথা বলতেই হবে।আমরা আশা করেছিলাম, ৬০ ওভারের মধ্যেই ম্যাচটা জিতে ফেলতে পারব। কিন্তু, ওরা যথেষ্ট লড়াই করেছে। মাঠের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলে, সেটা জয়ের জন্য আরও বেশি করে মোটিভেট করে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment