নতুন বছরে ভারতীয় ডাক বিভাগ করল নিয়োগের (Post Office Recruitment) ঘোষণা। কয়েকদিন আগে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। একটি নয় দুটি নয় এক সঙ্গে বহু শূন্য পদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে। বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, কেবল মাধ্যমিক পাশ হলেই আবেদন জানাতে পারবেন সকলে এখানে। চাকরি হবে নিজের এলাকাতেই। সঙ্গে থাকবে মোটা বেতন ও অন্যান্য সুবিধা।
Post Office Recruitment In 2024.
ডাক বিভাগের ঘোষণা অনুযায়ী, এই শূন্য পদ গুলিতে বছরের শুরুতেই নিয়োগ প্রক্রিয়া (Post Office Recruitment) করা হবে। তবে আর দেরি কেন? এত ভালো সুযোগ হাতছাড়া না করতে চাইলে তাড়াতাড়ি এ সম্পর্কে বিস্তারিত জানুন এবং এখনই আবেদন করে ফেলুন। ভারতীয় ডাক বিভাগ মারফত এক্ষেত্রে (Post Office Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের কে বাছাই করে ডাক বিভাগের বিভিন্ন শাখায় কাজ দেবে কর্তৃপক্ষ। যে শূন্য পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তা হল স্টাফ কার ড্রাইভার।
পোস্ট অফিসে চাকরির বেতন সীমা
মনোনীত প্রত্যেক প্রার্থীকে সপ্তম বেতন কমিশন (7Th Pay Commission) অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। কাজের শুরুতে তারা প্রতিমাসে ১৯ হাজার ৯০০ টাকা করে বেতন পাবে। পরে এই বেতন বাড়তে বাড়তে ৬৩ হাজার ২০০ টাকায় গিয়ে পৌঁছাবে। এছাড়াও এটি একটি স্থায়ী পদের চাকরি (Post Office Recruitment) হওয়ায় এখানে নিয়োজিত হওয়া প্রার্থীরা DA, TA, HRA বেতন বৃদ্ধি, পেনশন, মেডিকেল বেনিফিটস ইত্যাদি সুযোগ সুবিধা ভোগ করে থাকবেন।
পোস্ট অফিসে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
- আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক (Post Office Recruitment) হয়ে থাকতে হবে।
- এক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরই আবেদনের জন্য উপযুক্ত বলে মানা হবে। মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না।
- এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে যে এখানে আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত কোন বোর্ডের অধীনে ন্যূনতম মেট্রিকুলেশন বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে।
- Post Office Recruitment আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ড্রাইভিং এর বিষয়ে দক্ষ এবং পারদর্শী হতে হবে এবং সেই সঙ্গে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।
- প্রার্থীদের শারীরিকভাবে ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, সক্ষম ও বলিষ্ঠ হতে হবে। শারীরিক বিষয়ে বিভিন্ন যোগ্যতার মাপকাঠি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে।
- প্রত্যেক প্রার্থী যারা এই দুই পদের (Post Office Recruitment) কোনো একটির ক্ষেত্রে আবেদন করতে চান তাদের সংশ্লিষ্ট কাজের বিষয়ে অন্ততপক্ষে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের প্রয়োজনীয় বয়সসীমা
Post Office Recruitment বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে SC এবং ST দের ক্ষেত্রে ৫ বছর করে এবং ওবিসি, ই ডব্লিউ এস এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে ৩ বছরের বয়সে ছাড় আছে। আর আপনাদের এই সম্পর্কে আরও বিস্তারিত এর আগেই জানিয়ে দেওয়া হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার।
- যে কোন এক প্রকার ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণাদি।।
- প্রার্থীর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স।
- মেডিকেল ফিটনেস এর সার্টিফিকেট।
- এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে আগের কাছ থেকে অবসর নেওয়ার ডিসচার্জ সার্টিফিকেট।
- প্রত্যেক প্রার্থীর সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আবশ্যক প্রমাণ সমূহ (Post Office Recruitment).
আবেদন করার পদ্ধতি
- প্রথমে তাদের ইন্ডিয়ান পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.in এ যেতে হবে।
- তারপর Recruitment ট্যাব এ ক্লিক করে এই চাকরির বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে অথবা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকেও সরাসরি ডাউনলোড করতে পারেন।
- বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র টিকে প্রিন্ট করে নিতে হবে।
- এরপর আবেদন পত্রটি প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
- তারপর সমস্ত দরকারি ডকুমেন্টস এক কপি করে জেরক্স করে নিতে হবে।
- সেই কাগজ গুলির ওপর একটি করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
- সবশেষে আবেদনপত্র, ডকুমেন্ট গুলি, এবং নির্দিষ্ট আবেদন মূল্যের একটি ব্যাংক চেক বা ডিমান্ড ড্রাফট এক সঙ্গে একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়। খামের উপর অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে পদের জন্য আবেদন (Post Office Recruitment) করছেন তার নাম।
পশ্চিমবঙ্গের SC ST OBC চাকরি প্রার্থীদের জন্য বিরাট ঘোষণা। নতুন বছরে নতুন প্রকল্প চালু করলো নবান্ন।
নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিবরণ
এখানে দুটি পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া (Post Office Recruitment) করা হবে। প্রথমটি হল লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়টি হল ড্রাইভিং স্কিল টেস্ট। দুটিতেই যারা উত্তীর্ণ হবেন তাদের চুড়ান্ত মেধাতালিকায় আনা হবে এবং হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানতে হলে প্রার্থীদের বলা হচ্ছে তারা যেন দয়া করে একবার অফিশিয়াল নোটিফিকেশনটি চেক করে নেন। এখানে আবেদন করতে হলে সাধারণদের লাগবে – ১০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য তা Free.
Written by Nabadip Saha.
খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।