মাত্র কয়েক মাসেই ডবল হয়ে যাচ্ছে টাকা, ১ লাখ রাখলে লাভ ২ লাখ, ২ লাখ রাখলে ৪ লাখ! পোস্ট অফিসের KVP Scheme এর মাধ্যমে আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। অভাবনীয় সুবিধা দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম। সাধারণত টাকা পয়সা জমা রাখার ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার। একদিকে যেমন টাকার ওপর সুদ বেশি তেমনি অন্য দিকে টাকা নিরাপদও।
India Post Office KVP Scheme 2024.
এই কারণে অনেকেই পোস্ট অফিসে বিনিয়োগ (KVP Scheme) করতে পছন্দ করেন। সেই সব বিনিয়োগকারীদের জন্যই ভারতীয় পোস্ট অফিস এবার নিয়ে এলো দুর্দান্ত এক স্কিম। যেখানে যত কমই টাকা আপনি রাখুন না কেন মাত্র কয়েক মাসের মধ্যেই ডবল রিটার্ন পাবেন। রয়েছে পোস্ট অফিসের গ্যারান্টি সহ স্ট্যাম্প। ফলে টাকা নয় ছয় হবারও সম্ভাবনা নেই এখানে।
অনেকেই KVP Scheme বিনিয়োগ করে লাভ পেয়েছেন। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং পোস্ট অফিসে একাউন্ট (Post Office Account) খুলে থাকেন তবে আপনিও পাবেন এই সুবিধা। আর এই পোস্ট অফিস স্কিমের সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আগে আলোচনা করে জানানো হল। পুরো সুবিধা পাওয়ার জন্য আপনারা ভালো করে প্রতিবেদনটি পড়ুন।
Post Office KVP Scheme Investment
পোস্ট অফিস কিষান বিকাশ পত্র বিনিয়োগকারীদের কাছে একটি দারুন জনপ্রিয় স্কিম। কিষাণ বিকাশ পত্র প্রকল্পটি 1988 সালে একটি ছোট সঞ্চয় শংসাপত্র প্রকল্প হিসাবে চালু হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদী আর্থিক শৃঙ্খলা অবলম্বন করতে জনগণকে উৎসাহিত করা। লঞ্চের সময়, এই KVP Scheme কৃষকদের কেবল সুবিধা দিচ্ছিল এবং তাই এর এই নাম। কিন্তু আজ, যে কেউ এর যোগ্যতার মানদণ্ড পূরণ করলে সেই এখানে বিনিয়োগ করতে পারেন।
কিষান বিকাশের (KVP Scheme) আওতায় ন্যূনতম ১০০০ টাকা থেকে অর্থ বিনিয়োগ করা যায়। ১০০ টাকার গুনিতকে বিনিয়োগ শুরু করা যায়। যত বেশি চাইবেন বিনিয়োগ করতে পারবেন। সিঙ্গেল এবং জয়েন্ট একাউন্ট দুটিই খোলা যায়। ১০ বছরের কম বয়সী নাবালকদের ও একাউন্ট চালু করা যায়। এই স্কিমে সুদের হার 7.5% (KVP Scheme Interest Rate).
Post Office KVP Scheme Benefits
১. কিষান বিকাশ পত্রে (Kisan Vikas Patra) টাকা রাখলে নিশ্চিত রিটার্ন মেলে। কারণ বাজারের ওঠাপড়ার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
২. বিনিয়োগকৃত অর্থের উপর অর্জিত সুদ বার্ষিক চক্র বৃদ্ধি করা হয়, যা ব্যক্তিদের আরও বেশি রিটার্ন নিশ্চিত করে।
৩. কিষান বিকাশ পত্র ম্যাচিওরড হয় ১১৫ মাসে।
৪. যদি, ব্যক্তিরা পরিপক্কতার সময়কালের পরেও উৎপন্ন আয় প্রত্যাহার করার সিদ্ধান্ত না নেন, ততদিন পর্যন্ত এটি সম পরিমাণ সুদ জমা করবে।
৫. কিষাণ বিকাশ পত্রে সিঙ্গেল এবং জয়েন্ট দু ধরনের একাউন্ট খোলা যায়।
৬. একাউন্টে নমিনি নথিভুক্ত করার সুবিধা পাওয়া যায়।
৭. আয়কর আইন, 1961 এর ধারা 80C এর অধীনে KVP Scheme তে বিনিয়োগ করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর সঞ্চয় করা যেতে পারে।
How To Make 2 Lakh Rupees Into 4 Lakh On KVP Scheme
পোস্ট অফিস কিষান বিকাশ পত্র স্কিমে সুদের হার বার্ষিক ৭.৫ শতাংশ। টাকা দ্বিগুণ হতে সময় নেয় ১১৫ মাস। তবে আগে এই সুবিধা ছিল না। আগে ১২৩ মাসে এখানে টাকা ডবল হত। ২০২৩ শে জানুয়ারিতে তা কমিয়ে ১২০ মাস করা হয়। বিনিয়োগকারীদের সুবিধার্থে তা আরো কমিয়ে 115 মাস করা হয়েছে এখন। সুদের হার (Interest Rate) নিশ্চিত এবং তা চক্র বৃদ্ধি হারে প্রতিবছর বাড়ে।
পোস্ট অফিস গ্রাহকদের বিরাট সুখবর। হাত খরচের টাকা জমিয়ে এই প্রকল্পে টাকা রাখলেই মালামাল।
বেশিরভাগ লাভ টাই গ্রাহকরা পান। এই হিসাব অনুযায়ী, একজন ব্যক্তি যদি কিষান বিকাশ স্কিমে (KVP Scheme) ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তবে ১১৫ মাস পর তার পরিমাণ হবে বেড়ে ২ লাখ টাকা। আর যদি ২ লাখ টাকা রাখেন তবে ৪ লাখ। আর এই স্কিম সম্পর্কে আপনারা পোস্ট অফিসের যে কোন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
7 লাখ টাকা নিশ্চিত রিটার্ন। পোস্ট অফিসের নতুন স্কিম শুরু। দ্রুত বিনিয়োগ দ্রুত রিটার্ন।