LPG Price: চার বছর পর অবশেষে কমছে রান্নার গ্যাসের দাম। আমেরিকার সঙ্গে ‘ঐতিহাসিক চুক্তি’ স্বাক্ষর মোদী সরকারের!

ভারতের রান্নাঘরে সস্তায় গ্যাস (LPG Price) পৌঁছানোর জন্য অবশেষে মোদী সরকারের বড় পদক্ষেপ। দেশের পেট্রোলিয়াম খাতে আমেরিকার সঙ্গে একটা নতুন চুক্তি হয়েছে, যা সবাইকে খুশি করেছে। এই চুক্তির মাধ্যমে ভারতের তেল কোম্পানিগুলো আমেরিকা থেকে এলপিজি আমদানি করবে। এতে দেশের মোট গ্যাস আমদানির দশ ভাগ এক ভাগ আমেরিকা থেকে আসবে। রান্নার গ্যসের দাম ও পেট্রোলের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য এটা একটা বড় স্বস্তির খবর হতে পারে। পেট্রোলিয়াম মন্ত্রী নিজে এই খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

India inks historic deal with USA to reduce LPG Price

এই LPG Price চুক্তিটা এক বছরের জন্য, যা ২০২৬ সাল থেকে শুরু হবে। ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে এই কাজে। আমেরিকার উপকূলীয় অঞ্চল থেকে গ্যাস (Liquefied petroleum gas) আসবে, যেমন টেক্সাস বা ফ্লরিডার মতো জায়গা। এতে আমদানির খরচ কমবে এবং সরবরাহ নিশ্চিত হবে। মন্ত্রী বলেছেন, এটা ভারতের জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে। দেশের এলপিজি বাজার এখন আমেরিকার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সবাই আশা করছে, এতে গ্যাসের দাম আরও নিয়ন্ত্রণে থাকবে।

পেট্রোলিয়াম পণ্যের চুক্তি

চুক্তিতে বলা হয়েছে, ২০২৬ সালে ২২ লক্ষ টন এলপিজি আমদানি হবে। এটা ভারতের বার্ষিক এলপিজি আমদানির প্রায় ১০ শতাংশ। আগে এতটা পরিমাণ আমেরিকা থেকে আসেনি, তাই এটা ঐতিহাসিক। এই গ্যাসগুলো সরাসরি রান্নাঘরে পৌঁছাবে সাধারণ পরিবারের কাছে। মন্ত্রী জানিয়েছেন, এতে আমদানির উৎস বাড়িয়ে দামের ঊর্ধ্বগতি রুখে রাখা যাবে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ৬০ ভাগ বেড়েছে, কিন্তু এই চুক্তি সেই চাপ কমাবে। ভারত এলপিজি-র একটা দ্রুত বাড়তে থাকা বাজার হিসেবে পরিচিত। এখন আমেরিকা এই বাজারে প্রথমবারের মতো বড় করে ঢুকছে।

উজ্জ্বলা যোজনায় নতুন আলো

উজ্জ্বলা যোজনার অধীনে লক্ষ লক্ষ পরিবার গ্যাস সংযোগ পেয়েছে। এই চুক্তি সেই যোজনাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রী বলেছেন, সিলিন্ডারের দাম এখন ১১০০ টাকা ছাড়িয়ে গেছে, কিন্তু উজ্জ্বলা যোজনার গ্রাহকরা মাত্র ৫০০-৫৫০ টাকায় পাবেন। এতে গ্রামীণ মহিলাদের জীবন সহজ হবে, ধোঁয়ার মুক্ত রান্নাঘর তৈরি হবে। প্রধানমন্ত্রী নিজে এই বিষয়ে আশ্বাস দিয়েছেন সবাইকে। এলপিজি আমদানি বাড়লে সরকারের সাবসিডি আরও কার্যকর হবে। সবাই জানে, সস্তা গ্যাস মানে সুস্থ পরিবার। এই চুক্তি দেশের অর্থনীতিকেও বুস্ট দেবে।

আরও পড়ুন, ৩০ নভেম্বরের মধ্যে এই ২টি কারনে বন্ধ হয়ে যাবে লাখ লাখ রেশন কার্ড। কি কি করতে হবে জেনে নিন

রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণের কৌশল

আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম (LPG Price) অনেক বেড়েছে, কিন্তু ভারত সেটা সামলাচ্ছে। নতুন আমদানিকারক দেশ যোগ করে সরবরাহ বাড়ানো হচ্ছে। আমেরিকা থেকে আসা গ্যাস এতে সাহায্য করবে অনেক। এতে সাধারণ মানুষের পকেটে চাপ কমবে। মন্ত্রী জানিয়েছেন, এটা ভারতের জন্য একটা স্মার্ট স্টেপ। ভারতীয় বাজারে গ্যাসের দাম বৃদ্ধি দেখে আমেরিকা ও এই ব্যাপারে আগ্রহী হয়েছে। সবচেয়ে বড় কথা, এতে গ্যাসের গুণমানও ভালো থাকবে। দেশের এনার্জি নিরাপত্তা আরও মজবুত হবে এই চুক্তির ফলে।

ভবিষ্যতের সম্ভাবনা

এই চুক্তি শুধু ২০২৬ সালের জন্য নয়, ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে। ভারতের এলপিজি (Liquefied petroleum gas) চাহিদা দিন দিন বাড়ছে, তাই নতুন সোর্স দরকার। আমেরিকার সঙ্গে এই সম্পর্ক আরও গভীর হতে পারে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে এবং কর্মসংস্থান তৈরি হবে। সরকারের লক্ষ্য সবার কাছে সুলভ গ্যাস পৌঁছে দেওয়া। এলপিজি আমদানির এই নতুন অধ্যায় সবাইকে উৎসাহিত করছে। শেষ কথা, এটা মোদী সরকারের একটা সফল উদ্যোগ।

শেয়ার করুন: Sharing is Caring!