১০ কেজি করে বিনামূল্যে রেশন পাবেন। ডবল Free Ration দেওয়ার প্রতিশ্রুতি। ফ্রি রেশন কারা পাবেন জেনে নিন

দেশের গরীব দুঃখী মানুষদের কথা চিন্তা করে সরকার আগেই চালু করেছে বিনামূল্যে রেশন তথা Free Ration Scheme. তবে অতিমারী কাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু হওয়ায় আরো উপকৃত হয়েছেন সেই সকল মানুষেরা। আর লোকসভা ভোট শুরু হওয়ার আগে এই ব্যবস্থা আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের নিশ্চিতভাবে দুবেলা দুমুঠো অন্নের যোগান অন্তত ঘটে সেই জন্য এই সিদ্ধান্ত।

Advertisement

Now Get 10 KG Free Ration Promise by India Alliance.

তবে সেই সুবিধাকে আরো বৃদ্ধি করা হচ্ছে এবার। এতদিন Free Ration মাথা পিছু মোট ৫ কেজি করে সামগ্রী (Ration Items) দিত সরকার। কিন্তু আগামী মাস থেকেই ১০ কেজি করে রেশন সামগ্রী পাবে প্রতিটি মানুষ, এমন ঘোষণা করা হলো। যেকোনো কার্ডই থাকুক না কেন, সুবিধা মিলবে সবার। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Manri Garib Kalyan Anna Yojana) মাধ্যমে ভর্তুকি যুক্ত রেশন পাওয়ার সুবিধা অনেক আগেই চালু করেছে কেন্দ্র সরকার। কিন্তু অতিমারীর পর থেকে এই রেশনকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া চালু করেছে মোদী সরকার।

Advertisement

বিনামূল্যে রেশন সামগ্রী আর কতদিন?

দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতি ব্যক্তিকে এই Free Ration এর সুবিধা দেয় কেন্দ্র। যদিও ২০২৩ সালে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গরিব মানুষদের স্বার্থে আরও পাঁচ বছর সেই সুবিধাকে বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। যার ফলে উপকৃত হয়েছেন দেশের মোট 80 কোটির বেশি সুবিধাভোগীরা। তবে এবার শুধু ফ্রি রেশনই নয়, রেশন সামগ্রীর পরিমাণকেও আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার।

কারা ১০ কিলো করে রেশন সামগ্রী পাবে?

আগামী মাস অর্থাৎ ভোট শেষ হওয়ার মাস থেকেই ৫ কেজির পরিবর্তে 10 কেজি করে রেশন (10 KG Free Ration) তুলে দেওয়া হবে প্রত্যেকের হাতে বলে জানিয়েছেন তারা। দেশবাসীর বিশেষ করে গরিব দুঃখী মানুষের কল্যাণের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট সরকার। উত্তরপ্রদেশের রাজধানী লক্ষনউ তে এক সভা থেকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খরগে এই প্রতিশ্রুতি দিয়েছেন।

ফ্রি রেশন নিয়ে ঘোষণা

তিনি বলেছেন যে চলতি লোকসভা ভোটে যদি ইন্ডিয়া জোট কেন্দ্রের ক্ষমতায় আসে তবে তারা রেশন সামগ্রী (Ration Items) বাড়িয়ে ৫ কেজির পরিবর্তে ১০ কেজি করে দেবেন আগামী মাস থেকেই। সম্প্রতি চতুর্থ দফার ভোট পর্ব শেষ হয়েছে দেশে। বিভিন্ন আসনে ইন্ডিয়া জোট সরকার এখনো বেশ ভালো জায়গায় রয়েছে বলে দাবি করেছেন দলের সদস্যরা। তাদের বক্তব্য দেশের মানুষ হয়তো নরেন্দ্র মোদীর সরকারকে বিদায় জানাতে চাইছে এবার।

Advertisement
Electricity Bill, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল

আগামী ৪ জুন ভোটের রেজাল্ট বেরোবে। আর এর সঙ্গেই বেজে যাবে বিজেপির বিদায় ঘন্টা। তারপর একবার শুধু কংগ্রেসের শপথ গ্রহণের পালা। তা সম্পূর্ণ হলেই দেশের মানুষকে সুযোগ সুবিধায় ভরিয়ে দেবেন তারা, এমনটা বলে দাবি করা হয়েছে। এই দিকে নির্বাচনের রেজাল্ট কি হবে তা বলা অসম্ভব। ফাইনাল রেজাল্ট ঘোষণার আগের মুহূর্তেও খেলা ঘুরে যেতে পারে ৩৬০°।

রেশনে কেরোসিন বন্ধ? পশ্চিমবঙ্গের গ্রাহকেরা কেরোসিন তেল পাবেন তো?

যদিও এই মুহূর্তে বেশিরভাগ ভোট কৌশলীর আন্দাজ হয়তো বিজেপি সরকারই কেন্দ্রের ক্ষমতায় বহাল থাকতে পারে। যদি তা হয়, সেক্ষেত্রে কংগ্রেসের প্রতিশ্রুতি পূরণ করার আর সুযোগ থাকছে না। আর এই Free Ration নিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু জোট সরকার জিতলেও যে কবে থেকে এই অতিরিক্ত রেশন পাওয়া যাবে সেই নিয়ে কোন নিশ্চয়তা নেই।
Written by Nabadip Saha.

টাকার প্রয়োজন হলেই সরকার দেবে। এইভাবে আবেদন করলেই ৫ মিনিটে একাউন্টে টাকা ঢুকবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment