2 thoughts on “Income Tax – 1 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ইনকাম ট্যাক্স দেওয়ার নিয়ম। ট্যাক্স ফাঁকি পুরোপুরি বন্ধ। ইনকাম করলেই Tax দিতে হবে।”

  1. ভারতের মত দরিদ্র দেশের অর্থমন্ত্রি ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যে ভাসায় কথা বলছেন,দেখে মনে হবে উনি এবং উনার মোদি সরকার ছেঁড়া কাঁথায় শুয়ে জাদুগর সাজছেন।দেশের বেকারত্য ঘোচাতে পারে না,সাধারণ মানুষের অভাব অনটন ঘোচাতে পারে না,শুধু বাতেলা মেরে সাধারণ নাগরিক কে ধোকা দিয়ে যাচ্ছে।যে দেশের মানুষ প্রাণ টিকিয়ে রাখার জন্য রেশনের লাইনে হা হুতাশ করে,আর সেই দেশের প্রধানমন্ত্রী ও অন্যান্যরা গায়ে লক্ষ লক্ষ টাকার কোট চাপিয়ে দামি দামি গাড়ির মধ্যে ঘুরে বাতেলা মারে । বহুল সম্পদে ভূষিত ভারতের মানুষকে কেন রেশন নির্ভর হতে হচ্চে?কেন দুমুঠো অন্ন জোগাড় করতে হিমসিম খেতে হয়?কেন বেকারত্য বাড়ছে?কেন কর্মসংস্থান এর পরিকাঠামো অপরিজাপ্ত করা যাচ্ছে না?বিচার ব্যবস্থায কেন অর্থের দালালি হয়?দোষী ছাড়া পায় কোন বিচারে?
    মোট জনসংখ্যার কয়েক শতাংশ কর্মচারীর উপর ট্যাক্স এর লাঠি ঘুরানো,এটা কোন বাহাদুরির লক্ষণ?আসল কাজে মন দিলে ভারত উন্নত হতে পারে ।

    Reply
  2. ভারতের মতো গরীবের দেশে যেখানে একজন মানুষ রেশনে গম পান না সেখানে inome tax নিয়ে এত কড়াকড়ি ঠিক নয়। দেশের উন্নয়ন অবশ্যই চাই সেটা প্রকৃত উন্নয়ন হোক। রেশন কার্ড প্রতি চাল গম সম পরিমাণ দেওয়া হোক। এক দেশ ,এক আইন ,এক রেশন ব্যবস্থা ধার্য্য হোক। বিভিন্ন কার্ড সাদা,লাল,নীল ,সবুজ ইত্যাদি বাতিল হোক । জনগণের সম অধিকার চালু হোক । Income tax file return নিয়ে এত কড়াকড়ি ঠিক নয়। বছরে ৫ লাখ টাকা ইনকাম যাতে সকলের হয় সেই বিষয়ে সরকার নজর দিক তারপর income tax নিয়ে কড়াকড়ি হোক।

    Reply

Leave a Comment