ভারতীয় আয়কর বিভাগ থেকে PAN Card গ্রাহকদের মোবাইলে মেসেজ এবং ইমেইল পাঠানো হচ্ছে। ৩১ শে ডিসেম্বরের মধ্যে এই কাজ করতে হবে

ভারতের সমস্ত PAN Card গ্রাহক তথা আয়কর দাতাদের আয়কর দপ্তর থেকে Income Tax Notice বা মোবাইলে SMS অথবা email পাঠিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আয়কর দাতাদের জন্য বিরাট আপডেট। আয়কর বিভাগ থেকে মেসেজ এবং ইমেইল পাঠানো হচ্ছে করদাতাদের কাছে। যারা ২০২১-২২ এবং ২০২৩-২৪ অর্থ বছরের আয়কর রিটার্ন (ITR Return) এখনো জমা করেননি, তাদের সতর্ক করছে সরকার। এটাই শেষ সুযোগ। এরপরও যদি কেউ কর না জমা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Income Tax Notice SMS for ITR return

কাদের উদ্দেশ্যে এই বার্তা পাঠানো হচ্ছে?
এই অভিযানে বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে:
1. যাঁরা এখনও FY ২০২৩-২৪ এবং FY ২০২১-২২-এর জন্য রিটার্ন জমা করেননি।
2. AIS (Annual Information Statement) -এ যাঁদের উচ্চমূল্যের লেনদেনের উল্লেখ রয়েছে, কিন্তু রিটার্ন জমা দেওয়া হয়নি।
3. যাঁদের জমা করা রিটার্নের তথ্য AIS-এর সঙ্গে মেলে না।

Income Tax Notice salaried employees

কেন এই উদ্যোগ?

আয়কর বিভাগ জানিয়েছে, AIS হলো একটি বিশদ নথি যেখানে করদাতার TDS, SFT এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়ের বিবরণ থাকে। অনেক সময় করদাতারা তাঁদের প্রকৃত আয় ITR-এ সঠিকভাবে প্রদর্শন করেন না, যার ফলে AIS-এর সঙ্গে ITR-এর তথ্যের মিল থাকে না। এই ধরনের অসঙ্গতি দূর করার জন্য এবং সঠিক কর দাখিল নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ।

AIS Income Tax login Process

AIS-এ প্রদর্শিত তথ্যের উপর করদাতারা প্রতিক্রিয়া জমা দিতে পারবেন। কিভাবে জমা করবেন দেখুন

  • Income Tax এর পোর্টালে লগ ইন করুন।
  • “Annual Information Statement (AIS)” ট্যাবে ক্লিক করুন।
  • প্রাসঙ্গিক অর্থবর্ষ নির্বাচন করে AIS-এর তথ্য দেখুন।
  • তথ্যের উপর প্রতিক্রিয়া দিতে “Optional” বোতামে ক্লিক করে ফিডব্যাক জমা দিন।

রিটার্ন জমা দেওয়ার সময়সীমা

যাঁরা FY 2023-24 এর জন্য রিটার্ন জমা করতে চান, তাঁদের জন্য শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৪। FY 2021-2022 এর ক্ষেত্রে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত রাখা হয়েছে।

আরও পড়ুন, প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এই কার্ড করলেই টাকা পাবেন

Income Tax Notice cash transactions

কর জমা না দিলে কি হবে?

aআয় কর দপ্তর তথা কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, সময়মতো কর জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা থেকে শুরু করে আইনি প্রক্রিয়া পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তাই করদাতাদের প্রতি আহ্বান, এই শেষ সুযোগের সদ্ব্যবহার করে যথাযথ রিটার্ন জমা দিন। মনে রাখবেন, আপনার ট্যাক্সের টাকায় সরকার চলে ও দেশের উন্নয়নমূলক কাজ হয়। এই সংক্রান্ত আরও তত্যের জন্য অফিসিয়াল সাইট ফলো করুন। অর্থনৈতিক নিয়মিত খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024. আবাস যোজনার টাকা কবে ঢুকবে?

শেয়ার করুন: Sharing is Caring!