ICT Computer Teacher, দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন সরকারী / সরকারী অনুমোদিত/ এবং সরকার পোষিত বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার মূল পথিকৃত( No.419- SE(B)/1M- 130/2000Pt.IT) CLTP প্রোজেক্টের অন্তর্ভুক্ত যে সকল কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা আজও WTL, WEBEL, School MC দ্বারা পরিচালিত হয়, সেই অবশিষ্ট কম্পিউটার শিক্ষক শিক্ষিকা আজ বড়ই বিপন্ন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলিতে অগণন ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষা প্রদান করা সত্ত্বেও সরকারী অর্ডার(No.1-SE(P& B)/ICT-3/10P, dated 6/01/2020) অমান্য করে বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত এই সকল শিক্ষক শিক্ষিকাদের অমানবিকভাবে বিতাড়িত করা হচ্ছে,ফলস্বরুপ সেই সকল শিক্ষক শিক্ষিকারা আজ অসহায় এবং অস্তিত্বের সঙ্কটে। অপরদিকে ICT@School প্রোজেক্টের অধীনে আরও প্রায় ৩৮০০ বিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে CLTP প্রোজেক্টে এজেন্সী এবং স্কুল পরিচালন সমিতি দ্বারা সামান্য বেতনে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তাহীনতা দূরীভূত হয় নি। অনেকেই আজ পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কর্মহারা। আর আমরা ICT project আসার কারণে কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন গুনছি।যদিও মানবিক সরকার আমাদের কাজের সুরক্ষা হেতু no.1-SE(P&B)/ICT-3/10pt dated 6/01/2020 একটি বিজপ্তি প্রকাশ করেছে, কিন্তু প্রায় সকল বিদ্যালয় প্রধান এবং জেলা স্কুল পরিদর্শক এই সরকারী নির্দেশকে কোনোরুপ মান্যতা দিচ্ছেন না।
অপরদিকে তারাই বিদ্যালয়ের সকল সরকারী প্রকল্প যেমনঃশিক্ষাশ্রী,কন্যাশ্রী,সবুজ সাথী,বাংলার শিক্ষা পোর্টালের কাজ সবই নিরবিচ্ছিন্নভাবে করে, তাদের কোনো স্বীকৃতি নেই দীর্ঘদিন এত এত ছাত্রকে কম্পিউটার শিক্ষা প্রদান করার পরেও।
তাদের আবেদন তারা সামান্য কয়েকজন অবশিষ্ট, বিজ্ঞপ্তি নংঃ 85-SE( P&B)/10M-18/2020 কে মান্যতা দিয়ে সরাসরি ৫৪০০ IT personnel এর ন্যায় ICT@ school project এ এজেন্সী বিহীন সরকারী চুক্তিভিত্তিক কর্মীর মর্যাদা দান। তারা ফেব্রুয়ারী 2021, থেকে শিক্ষাদপ্তরে সকল আধিকারিক দের সাথে দেখা করে তাদের তথ্য জানিয়েছে, তাদের আবেদন 192-IT/06/2020/P& AR-e-gov dated 16/10/2020, অর্ডার অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এজেন্সী বিহীন ict,@ school project এ অন্তর্ভুক্তিকরণ।
Install Our Android News App Click Here