HS Exam Routine – পরীক্ষার সূচী বদলানোয় মিশ্র প্রতিক্রিয়া, পরীক্ষার্থীদের।
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার জন্য পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam Routine) কয়েকটি বিষয়ের পরীক্ষা। এবং একটি পরীক্ষা এগিয়ে এসে দিন পরিবর্তিত হয়েছে। যারা এখনো রুটিন পাননি, তারা এই লিঙ্কে প্রেস করে রুটিন ডাউনলোড করতে পারেন।
এদিকে পরীক্ষার দিন পরিবর্তিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে পরীক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে পরীক্ষা (HS Exam Routine) পেছানোর দাবি উঠে আসছে বারবার। কারণ পড়ুয়া এবং অভিভাবকদের মত অনুযায়ী আগে বলা হয়েছিল রিডিউস সিলেবাসে পরীক্ষা হবে কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে হঠাৎ করে জানানো হয়েছিল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এবং সেটি শেষ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
এত কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষা দিয়েছে। কিন্তু তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটা সময় প্রয়োজন কিন্তু সেই সময়ও পাচ্ছে না তারা, অন্যদিকে আবার এপ্রিল মাসের ১৬-২১ তারিখ পর্যন্ত চলবে JEE main exam এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য দরকার প্রচুর পরিমাণ পড়াশোনা এরপর ২৩ তারিখে রয়েছে WbJEE পরীক্ষা তারপর ২৫ তারিখে থাকবে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়বে (HS Exam Routine)।
তার পরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সত্যিই কঠিন। তাই যদি আরেকটু বেশি সময় পাওয়া যায় তা তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারত। (HS Exam Routine)
অন্যদিকে পরীক্ষার্থীদের আক্ষেপ, ভুগোলের আগে ৭ দিন ছুটি কিন্তু রসায়নের মতন কঠিন পরীক্ষায় ছুটি নেই বললেই চলে। তাই পরীক্ষার্থীদের অনুরোধ, যদি পরীক্ষা পেছানো যায়। অন্যান্য বারের তুলনায় দুমাস কম সময় পাচ্ছেন এইবারের পরীক্ষার্থীরা এছাড়াও এবারে সেইভাবে বিদ্যালয়ে ক্লাস হয়নি। তাই এত কম সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের জন্য অনেকটাই কঠিন বলে দাবি পড়ুয়াদের।
যদিও এই বিষয়ে সংসদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই মুহূর্তে পরীক্ষার্থীরা কি চাইছে? নিচে কমেন্ট করে জানাতে পারেন। HS Exam Routine
আরও পড়ুন, এবার Jio গ্রাহকদেরদের মুখে ফুটবে চওড়া হাসি।