মাঝে আর একমাস। তারপরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সকলেই দিন গুনছেন কবে এডিমিট কার্ড দেবে, কবে প্রাক্টিক্যাল পরীক্ষা, ইত্যাদি। আর এরই মাঝে পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড Admit Card বিতরণের তারিখ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা Higher Secondary Examination শুরু হবে ১৪ই মার্চ, পরীক্ষা শেষ হচ্ছে ২৭ মার্চ। স্বাভাবিকভাবেই সমস্ত ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। আর ঠিক সেই সময়ই নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডিমট কার্ডঃ
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং একাদশ শ্রেণীর বিভিন্ন নথি বিতরণ করার জন্য ১ মার্চ ২০২৩ তারিখ নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই তারিখের বদল করা হয়েছে। তার বদলে আগামী ৬ মার্চ ২০২৩ সকাল ১১ টা থেকেই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির বিভিন্ন নথি Admit Card এবং Registration Certificate বিতরণ করা হবে। যে সমস্ত সেন্টার থেকে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণীর নথি বিতরণ হবে, তার তালিকা আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশ করে দেওয়া হয়েছে। সেই সমস্ত সেন্টার থেকেই এই নথি বিতরণ করা হবে।
আগামী ১ মার্চ উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের তারিখ নির্দিষ্ট করা থাকলেও ওই দিন মাধ্যমিক পরীক্ষা পড়েছে। ফলে মাধ্যমিক পরীক্ষার কারণেই ১ মার্চ কোনো স্কুলেই উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির নথি বিতরণ করা হচ্ছে না। তার পরিবর্তে ৬ মার্চ এই নথি বিতরণ করা হবে।
আরও পড়ুন, বাংলার ছেলে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন স্কলারশিপ, আবেদন করলেই নগদ টাকা।
মাধ্যমিক পরীক্ষার দিন বদল হয়েছিল এর আগে। তার কারণ, মুর্শিদাবাদের সাগরদিঘী কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ২৭ ফেব্রুয়ারি। সেই কারণে ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার জন্য যে নির্দিষ্ট পরীক্ষা ছিল, সেই পরীক্ষার দিন বদল করা হয়েছে। ফলে প্রথমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের জন্য ১ মার্চ তারিখ দেওয়া থাকলেও পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষার কারণে সেই তারিখের বদল করা হলো। ১৪ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে চলবে ২৭ মার্চ পর্যন্ত।
এক নজরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন দেখে নেওয়া যাক:
১৪ মার্চ– প্রথম ভাষার পরীক্ষা (ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, গুজরাটি, সাঁওতালি, তেলুগু, পাঞ্জাবি)
১৬ই মার্চ– দ্বিতীয় ভাষার পরীক্ষা (বাংলা, ইংরেজি, অল্টারনেটিভ ইংলিশ, হিন্দি, নেপালি)
১৭ ই মার্চ– ভোকেশনাল সাবজেক্ট
১৮ ই মার্চ– পলিটিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং বায়োলজিক্যাল সায়েন্স
২০ মার্চ– অংক, অ্যানথ্রোপলজি, সাইকোলজি এবং ইতিহাস
২১ মার্চ– কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, শারীর শিক্ষা, মিউজিক, ভিসুয়াল আর্টস
২২ মার্চ– কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, এবং সোসিওলজি
২৩ মার্চ– ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন
২৪ মার্চ– ইকোনোমিক্স
২৫ মার্চ– কেমিস্ট্রি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, আরবি, ফারসি, ফরাসি
২৭ মার্চ– জিওগ্রাফি, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিকস, কস্টিং এন্ড ট্যাক্সেশন।
Written by Rajib Ghosh.