Life Certificate – সমস্ত পেনশন গ্রাহকদের ফের জীবন প্রমানপত্র জমা দিতে হবে! কিভাবে জীবন প্রমানপত্র জমা দেবেন?

জীবন প্রমাণপত্র বা Life Certificate (Jeevan Praman) নিয়ে বড় খবর আবার। কিছু দিন আগে এই নিয়ে অনেক ধরনের খবর আমরা শুনতে পেয়েছিলাম। তবে দেখে নেওয়া যাক এখন এই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে। আপনি কি রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একজন পেনশনভোগী (Pensioneers)? তাহলে আপনার জন্য আজ রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। সম্প্রতি দেশের সকল অবসর প্রাপ্ত কর্মচারী তথা পেনশনভোগীদের উদ্দেশ্যে সরকার মারফত বার্তা দেওয়া হয়েছে এই নথি (Government Documents) জমা করার।

Life Certificate for Pension Online Apply.

সঙ্গে এটিও জানানো হয়েছে যে যদি কোন ব্যক্তি বিষয়টিকে এড়িয়ে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই Life Certificate জমা না দেয় তবে তার পেনশন (Pension) আটকে দেওয়া হবে পরের মাস থেকে। ইতিমধ্যেই সরকার মারফত এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকায় উল্লেখ করা আছে নথি জমা করা সম্পর্কিত যাবতীয় তথ্য সমূহ যেমন কিভাবে জমা করতে হবে, কোথায় গিয়ে জমা দিতে হবে বা কত তারিখের মধ্যে জমা করতে হবে ইত্যাদি। সবিস্তারে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমানপত্র কি?

লাইফ সার্টিফিকেট যার অর্থ হল জীবন প্রমাণ। Life Certificate জমা করা হল সমস্ত পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। কেন্দ্র অথবা রাজ্য সরকারের অধীনে যারা যে সমস্ত কর্মচারীরা NPS বা National Pension Scheme সুবিধাভোগী তাদেরকে এই লাইফ সার্টিফিকেট (Jeevan Pramaan) জমা করতে হয়। পেনশনার যতদিন বেঁচে থাকবেন ততদিনই পেনশন পাবেন।

লাইফ সার্টিফিকেট না থাকলে কি হবে?

তার অবর্তমানে স্ত্রী অথবা কন্যা সন্তান থাকলে তার নামে সেই পেনশন করা হয়। তাই প্রতিবছর সেই নির্দিষ্ট পেনশন ভোগী কে নিজের বেঁচে থাকার প্রমাণ হিসাবে Life Certificate দেখাতে হয় সরকারের কাছে। তবেই পেনশন পরের মাসে ঢোকে একাউন্টে। আর না হলে হয়তো পেনশন একাউন্টে ঢুকবে না। সেই জন্য সকলের উচিত যে এই Life Certificate না থাকলে এখনই বানিয়ে নেওয়া ভবিষ্যতের জন্য।

Documents for Apply Life Certificate

  • আধার কার্ড।
  • প্যান কার্ড।
  • বর্তমান মোবাইল নম্বর।
  • ইমেইল আইডি।
  • রেশন কার্ড।
  • ঠিকানা প্রমাণ।
  • জাতী শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট।
  • ইনকাম সার্টিফিকেট।
  • ব্যাংক পাস বুক।

How to Apply Life Certificate Online

১. প্রথমে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারে আপনাকে Jeevanpraman বা জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. এরপর প্রথম নিজের আধার কার্ড, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. তারপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং সেটিকে বসিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
৪. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে একটি নতুন ইন্টারফেস (Life Certificate) খুলে যাবে।

৫. এখানে যথাক্রমে পেনশনারের নাম, ব্যাংক একাউন্ট নম্বর, PPO Number, পেনশন টাইপ, পেনশন অনুমোদনকারী অথরিটির নাম ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে হবে।
৬. তারপরের সেকশনে এসে উল্লেখ করতে হবে আপনি আবার কোন চাকরি জয়েন করেছেন কিনা অথবা বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ কিনা।
৭. এরপর দ্বিতীয় ফেস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

LIC Nivesh Plus (এলাইসি বিনিয়োগ প্লাস পলিসি)

৮. এই জন্য নিজের একটি তাৎক্ষণিক ছবি ক্যামেরার মাধ্যমে তুলে সেটিকে আপলোড করতে হবে কম্পিউটার বা স্মার্টফোন থেকে।
৯. সবশেষে ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হলে নিজের আধার কার্ড নম্বর ভেরিফিকেশন করতে হবে।
১০. আর আধার কার্ড ভেরিফাইড হওয়ার পরই আপনি সমস্ত তথ্য এবং ছবি সহ আপনার লাইফ সার্টিফিকেট ফর্মটিকে সাবমিট করতে পারবেন।
১১. এরপরই সম্পূর্ণ হয়ে যাবে এই প্রক্রিয়া। প্রয়োজনে আপনি আপনার লাইফ সার্টিফিকেট ফর্মের একটি হার্ড কপি প্রিন্ট করে নিতে পারেন।

পেনশন গ্রাহকদের টাকার সমস্যা সমাধানে নতুন প্রকল্প, জানতে ক্লিক করুন।

How to Submit Life Certificate Offline?

আপনি যদি চান তাহলে কোন সাইবার ক্যাফে, CSC অথবা সরাসরি ব্যাংকে গিয়ে অফলাইনেও জমা করতে পারেন নিজের লাইফ সার্টিফিকেট। এই জন্য আপনাকে সেখান থেকে আবেদন ফর্ম নিয়ে ফিলাপ করতে হবে। তারপর সেই আবেদন পত্র এবং তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা করে দিলেই কাজ শেষ। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment