প্রতিমাসে 30 হাজার টাকা আয় করতে এই ব্যবসা করুন। গরমকালের দুর্দান্ত Business Idea

আজকাল চাকরির বাজার যা পড়েছে তাতে বেসরকারি বা সরকারি যে কোনো চাকরি মেলাই বড় দায়। এই জন্য ব্যবসা (Business Idea) করার প্রবণতা আমাদের সমাজে বেড়েই চলেছে যুব সমাজের মধ্যে। আবার যারা চাকরি করেন তাদেরও সামান্য মাইনের টাকায় বর্তমান দুর্মূল্যের বাজারে চলা সম্ভব হয় না। তাই অনেকেই চান পাশাপাশি কোন Business শুরু করতে।

Advertisement

গরমকালের সেরা ব্যবসার আইডিয়া

কিন্তু ব্যাবসা তো আর করবো বললেই হলো না। ব্যবসার নিয়ম কানুন সব জেনে যদি ব্যবসা করা যায় তবেই তাতে লাভ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনি যদি এমন একটা জিনিসের Business শুরু করেন যার কোন চাহিদা বর্তমানে বাজারে নেই, সে ক্ষেত্রে আপনি যত বিনিয়োগই করুন না কেন সেই কাজে জীবনে উন্নতি লাভ করবে না। আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি দুর্দান্ত ব্যবসার উপায়।

Advertisement

যেটির চাহিদা বাজারে প্রচুর, পরিশ্রম কম কিন্তু এই ব্যবসা একবার শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আর কোন চিন্তা আপনাদের করতে হবে না। কম পরিশ্রমে ও কম পুঁজিতে আপনারা এই Business এর মাধ্যমে ভালো রোজগার করতে পারবেন। যারা বেকার আবার যারা চাকরি করেন দুজনেই করতে পারবেন এই বিজনেস (Most Demanded Business Idea) তো চলুন দেখে নেওয়া যাক।

Know About This Business Idea

পড়ে গেছে গরমকাল। রাজ্যজুড়ে হু হু করে বেড়ে চলেছে তাপমাত্রা। আর এই মরসুমেই শুরু করা যেতে পারে এমন এক ব্যবসা যাতে রয়েছে দুর্দান্ত লাভ। দেখুন, গ্রাম হোক বা শহর, বরফের চাহিদা গরমে সর্বত্রই রয়েছে। বাড়ি থেকে শুরু করে কোন বড় হোটেল, আইসক্রিমের কারখানা সব জায়গাতেই নানা প্রয়োজনে আইসকিউব ব্যবহার করা হয়। গরম যত বাড়ে, ততো বরফের চাহিদাও বাড়বে। তাই গরমে এই জিনিসের ব্যাবসা (Business Idea) শুরু করলে তাদের দারুন লাভ হওয়ার চান্স থাকে।

How To Start Ice Cube Making Business Idea?

আইস কিউব তৈরীর একটি ফ্যাক্টরি চালু করতে গেলে আপনাকে সর্ব প্রথম প্রশাসনিক অফিস থেকে অনুমতি নিতে হবে। এই জন্য তাদের কাছে ব্যবসার লাইসেন্স সহ রেজিস্ট্রেশন করাতে হবে। তারা অনুমোদন দিলে তবেই আপনি শুরু করতে পারবেন কারখানা তৈরীর কাজ। আর এই ব্যাবসা (Business Idea) শুরু করার আগে আরও কিছু তথ্য সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত।

Advertisement

কিভাবে শুরু করবেন?

আইস কিউব তৈরীর বিজনেস শুরু করতে প্রথমে যেটা দরকার পড়বে সেটা হলো একটা বড় ফ্রিজার। বাজারে ৫০০০০ টাকা দামের মধ্যে আপনি ভালো বরফ তৈরীর ফ্রিজার পেয়ে যাবেন নিজের ফ্যাক্টরির জন্য। এরপর আপনি যদি বিভিন্ন ডিজাইনের বরফ তৈরি করতে চান তাহলে সেই মত কিছু ছাঁচ কিনতে হবে আপনাকে। এই গুলোর জন্য আরো কিছু খরচ পড়বে। ব্যস, তাহলেই শুরু করতে পারবেন ব্যবসা।

Pure Ghee making Business Idea (ব্যবসার আইডিয়া)

এই ব্যবসাতে লাভের পরিমান

আইস কিউবের যে চাহিদা রয়েছে তাতে এই ব্যাবসায় আপনি কখনোই ঠকবেন না। বিনিয়োগের চেয়ে লাভ সব সময় বেশি হবে। তবে বেশি লাভ আছে এই গরমের দিনেই (Summer Business Idea). প্রতিমাসে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লাভ হওয়ার সম্ভাবনা থাকে এখানে। আইস কিউবের প্যাকেট বাজারে ১৫ থেকে ২০ টাকা দামে বিক্রি হয়। দাম বাড়লে তা ৩০ টাকা পর্যন্তও যায়।

ওষুধের দোকান দিচ্ছে মোদী সরকার। রাস্তার পাশে বাড়ি থাকলে, সরকারি সাহায্যে ওষুধের দোকানের ব্যবসা করুন।

তাই আপনি যদি এখন ৫০,০০০ টাকা দিয়ে কাজ শুরু করেন, তবে এক মাসেই সেই টাকা আপনার উঠে আসবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আপনি বরফ সাপ্লাইয়ের অর্ডার নিতে পারেন। এতে পাশাপাশি ভালো টাকা বাড়তি ইনকাম চলে আসবে। আর কম খরচে আর কম সময়ে আপনারা নিজেদের মূলধন তুলে নিতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন।
Written by Nabadip Saha.

LIC – এর বাম্পার পলিসি, মাসে 1000 টাকা জমিয়ে সরকারি চাকরির মতো সুবিধা নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment