Old Note Sale – 50 টাকার পুরনো নোট বিক্রি করলেই লাখপতি! অনলাইনে কিভাবে বিক্রয় করবেন?

বর্তমানে টাকা উপার্জন করা খুবই মুশকিল হয়ে উঠেছে। আর এই কারণের জন্য অনেকেই Old Note Sale বা পুরনো নোট বিক্রি (Indian Currency) কোথায় করা যায় সেই সম্পর্কে জানতে উদ্যোগী হয়েছেন। কারণ আমরা অনেকেই জানি যে অনেক পুরনো জিনিস অচল হলেও কিছু কিছু জিনিসের দাম নতুন থেকেও বেশি হয়। আর সেই রকমই কিছু অচল পুরনো নোট বা কয়েন রয়েছে, যেগুলো অনেক দামে বিক্রয় করার সুযোগ রয়েছে। আর অনেকেই পুরনো দিনের অনেক জিনিস (Antique Items) চড়া দামে কিনে থাকেন। আর এই সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় সেই সম্পর্কে জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

Advertisement

Online Old Note Sale in India.

আপনার কাছে যদি পুরনো নোট বা কয়েন থাকে তবে, একটু সজাগ থাকলে আর বুদ্ধি খরচ করলে খুব সহজে এই পুরনো নোট বা কয়েন থেকে প্রচুর টাকা আয় করা যেতে পারে। ভারতে ডিজিটালাইজেশনের যুগ দ্রুত বাড়ছে, যেখানে মানুষ পুরানো নোট এবং কয়েনে বিক্রির (Old Note Sale) বিনিময়ে অর্থ উপার্জনের স্বপ্ন বাস্তবায়িত করছে। আপনার হাতে যদি কোনও কাজ না থাকে তবে মোটেই টেনশন করবেন না। কারণ এখন মানুষ ৫০ টাকার নোটের (Old 50 Rupees Indian Currency Notes) বিনিময়ে কয়েক লক্ষ টাকা পাচ্ছে।

Advertisement

পুরনো টাকার নোট কোথায় বিক্রি হয়?

আপনার কাছে যদি ৫০ টাকার নোট থাকে, তাহলে তা লক্ষাধিক টাকায় বিক্রি (Old Note Sale) করতে পারবেন, যা কোনও সুবর্ণ সুযোগের চেয়ে কম নয়। আজকাল বিশ্ববাজারে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যারা নোট (Old Note Buying) কিনছে। এই সুযোগ আপনিও নিতে পারেন। পকেটে থাকা পুরনো পঞ্চাশ টাকার নোট বিক্রি করে অর্থ লাভ করতে পারেন সহজে। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনি খুব সহজেই গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে পারবেন।

কেন গুরুত্বপূর্ণ ৭৮৬ সংখ্যার ৫০ টাকার নোট?

আমরা সকলেই জানি যে পুরনো ৫০ টাকার নোটের পিছনে ভারতীয় পার্লামেন্টের ছবি আঁকা থাকত। তবে এই ছবির সঙ্গেই যদি সেই নোটে পাওয়া যায় ৭৮৬ সংখ্যাটি তাহলেই কেল্লাফতে। এই ৭৮৬ সংখ্যাটির (786 Printed Old Note) কথা এখানে এমনি এমনি বলা হচ্ছে না। এর পেছনে একটি বিশেষ কারণ আছে। ইসলামিক সমাজে ৭৮৬ সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে।

তাই এরা ৭৮৬ সংখ্যাটিকে অত্যন্ত পবিত্র এবং নিজেদের লাকি নাম্বার হিসেবে মনে করে থাকে। তাই আপনারা ওই পুরনো ৫০ টাকার নোট যেই গুলোতে ভারতীয় পার্লামেন্টের (Indian Parliament) ছবি এবং ৭৮৬ সংখ্যাটি রয়েছে সেই গুলোকে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে নিতে পারেন। তাও আবার বিনা খরচে এবং বিনা পরিশ্রমে। কিভাবে বিক্রি করবেন দেখে নিন।

Advertisement

How to Sell Old Note Sale

১. অনলাইনে বেশ এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেই গুলো পুরনো জিনিস ক্রয় করে সেই গুলোকে চড়া দামে বিক্রি করে।
২. এর মধ্যে কয়েকটি ওয়েবসাইটের সঙ্গে আপনারা সকলেই পরিচিত। যেমন Indiamart, OLX, EBay ইত্যাদি।
৩. এই Old Note Sale এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কোন একটি ওয়েবসাইটে গিয়ে নিজস্ব প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

click here

৪. তারপর নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে আপনাকে।
৫. একাউন্ট থেকে সেই ৫০ টাকার নোটের ছবি তুলে ও আরো অন্যান্য সম্পর্কিত বিবরণ প্রদান করে সেই অ্যাড পোস্ট করে দিতে হবে ওয়েবসাইটে।
৬. ব্যাস, তারপরেই আপনার কাছে যত বেশি রেসপন্স আসবে, তত বেশি মানুষের কাছে আপনি এই গুলো বিক্রি (Old Indian Currency Sale) করতে পারবেন এবং আপনার টাকাও ততই বাড়বে।

লটারি জেতার গোপন সুত্র। এই সংখ্যার লটারি কাটলেই পুরষ্কার জেতার চান্স বেড়ে যাবে।

আপনারা জানলে অবাক হবেন যে এই পুরানো ৫০ টাকার নোটের আন্তর্জাতিক বাজারে মূল্য ৬ লাখ থেকে লাখ টাকা পর্যন্ত। তাহলে কি আপনারা চান সহজেই লাখপতি হতে? যদি চান তাহলে এই সুযোগকে হাতছাড়া না করে দ্রুত কাজ শুরু করে দিন। কিন্তু এই কাজের ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক হয়ে সকল সিদ্ধান্ত নেবেন। পুরনো নোট বিক্রি করার সময় কেউ টাকা চাইলে বুঝে নিয়ে খরচ করবেন।

জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট - Zero Balance Savings Account

সতর্কতাঃ
ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এই পুরনো নোট বা কয়েন বিক্রয়কে সমর্থন করে না। তাই নিজের দায়িত্বে অনলাইনে কেনা বেচা করবেন। EK24 News ও পুরনো নোট বা পুরাতন কয়েন কেনা বেচা করে না। এটি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে শুধুমাত্র এই প্রতিবেদন করা হয়েছে। অনলাইনে প্রতাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকবেন। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং আপনাদের অর্থনৈতিক, Instant Personal Loan ও এই ধরনের ও প্রকল্প সংক্রান্ত তথ্য পেতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment