আধার কার্ড নিয়ে ভারতের জনসাধারণের জন্য জরুরী খবর। এবার সবাইকে বানিয়ে নিতে হবে PVC Aadhaar Card Track. এমনিতেই ভারতীয় জনগণের কাছে গুরুত্বপুর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয় এই আধার নম্বর সে আর আলাদা করে বলার নয়। এই আধার নিয়ে নতুন নিয়ম জারি হলো। আর এবার Aadhaar PVC Card দেবে বাড়তি সুবিধা। এটি বানাতে কত টাকা খরচ হবে, কোথা থেকে অর্ডার করবেন আসুন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
What Is PVC Aadhaar Card?
প্রথমেই আপনার মনে প্রশ্ন আসতে পারে PVC Aadhaar Card আসলে কি। আসলে PVC Card বলতে বোঝায় একটি প্লাস্টিক কার্ড যা দেখতে হয় ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো। এই কার্ড মানিব্যাগে রাখা সহজ হয়, আর এটি সহজে বহনযোগ্য হয়। পাশাপাশি, কাগজের আধার কার্ডের তুলনায় এটি অনেক বেশি স্থায়ী ও নিরাপদ হয়ে থাকে। এই কার্ডটি UIDAI- এর তরফ থেকে অফিশিয়ালি প্রিন্ট ও সরবরাহ করা হয়। এতে উল্লেখ থাকে আধার নম্বর, কিউআর কোড, ব্যক্তির ছবি, ব্যক্তির নাম, তাঁর জন্মতারিখ, লিঙ্গ ও সেই ব্যক্তি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
PVC Aadhaar Card এর সুবিধা
Unique Identity Authority of India এর তরফে জনসাধারণকে যে কাগজের আধার কার্ড দিয়ে থাকে, তা নরম কাগজে ছাপা হয়ে থাকে। ফলে এটি ব্যবহারের কিছুদিনের মধ্যেই সহজে ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু PVC Card থাকলে এই সকল সমস্যা হয় না। এবং এটি প্যান কার্ডের মতোই শক্ত হয়। কাগজের কার্ডে ভাঁজ পড়লে QR কোড যেমন স্ক্যান করা যায় না, কিন্তু পিভিসি কার্ডে এই সমস্যা হয়না। পিভিসি কার্ডে যে যে সুবিধা পাওয়া যায় সেগুলি হল-
- এটি সহজে নষ্ট হয় না
- এটি দীর্ঘদিন স্থায়ী হয়
- এই আধার কার্ড পকেটে বহন করা যায়।
- আধার যাচাইকরণ তুলনায় সহজতর হয়
- এই কার্ডে আপনার আধার নম্বর ও কিউআর কোড স্পষ্টভাবে দৃশ্যমান থাকে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন। নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী।
পিভিসি আধার কার্ড অর্ডার অনলাইনে আবেদন করুন
PVC Card পেতে হলে অনলাইনে ওয়েবসাইট মারফত আবেদন জানাতে হবে। স্টেপ বাই স্টেপ পদ্ধতি জেনে নিন।
- এই কার্ড অর্ডার করার জন্য আপনাকে প্রথমে আধার সংস্থা এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এবার ক্লিক করতে হবে Order Aadhaar PVC Card অপশনে।
- এবার আপনার ১২ সংখ্যার Aadhaar নম্বর বা VID উল্লেখ করতে হবে।
- এরপর ক্যাপচা কোড পূরণ করে নিন।
- ‘Send OTP’ অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP আসবে তা দিয়ে লগ ইন করে নিন।
এই কার্ড বানাতে কত টাকা খরচ হবে?
আধার সংস্থার তরফে এর তরফে PVC Card পাওয়ার জন্য নির্দিষ্ট চার্জ রাখা হয়েছে। এই কার্ড পেতে হলে আপনার খরচ হবে ৫০ টাকা। অর্থাৎ ৫০ টাকা ফি পেমেন্ট করে দিতে হবে। আপনার যদি পেমেন্ট সফল হয়, তাহলে কার্ডের জন্য অর্ডার কনফার্মেশন পাবেন। টাকা পেমেন্টের কিছুদিন পর আপনার ঠিকানায় আধার পিভিসি কার্ড টি ডাকযোগে পৌঁছে যাবে।
আরও পড়ুন, বাড়ি বসে টাকা ইনকামের সুযোগ দিচ্ছে, এখানে দেখুন। বেকার, ছাত্র, গৃহিণী, চাকরিজীবী সবাই পারবে।
উপসংহার
বর্তমানে আধার নম্বর ভারতীয় জনসাধারণের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই কার্ড যদি কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে খুব সমস্যা। তাই এখন সবাই আধার পিভিসি কার্ড বানিয়ে নিচ্ছেন। তাই আপনিও যদি বাকি থাকেন অতি সত্বর এই পিভিসি কার্ড বানিয়ে নিন।