বর্তমানে টাকার দরকার হলেই যেকোনো ব্যাংক থকে খুব সহজেই টাকা পাওয়া যায়। কিন্তু অনেকেই এটা জানেন না। আর প্যান কার্ড থাকলেই PAN Card Loan স্কিমের মাধ্যমে সাথে সাথে ব্যাক্তিগত ঋণ বা Personal Loan পেতেই পারেন। বর্তমানে প্যান কার্ড (PAN Card) নেই, এমন ব্যক্তি মনে হয় খুব কমই আছেন। তাই এই প্যান কার্ডের সাহায্যে আজকের দিনে দাঁড়িয়ে পার্সোনাল লোন নেওয়া খুব একটা কষ্টসাধ্য হয় না। অনেক সময় মাত্র একটি ক্লিকের মাধ্যমেই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এক কথায় বলতে গেলে, ভারতবর্ষের আয়কর দপ্তর কর্তৃক ইস্যু হওয়া এই ছোট্ট কার্ডটির শক্তি ঠিক কতটা, তা হয়তো অনেকেই জানেন। তবে আজকে প্যান কার্ড ব্যবহার করে কিভাবে পার্সোনাল লোন এর জন্য আবেদন জানাবেন, তা জেনে নিন।
Personal Loan on PAN Card Loan
বর্তমানে প্যান কার্ডের উপর নির্ভর করে যে কোন প্রকারের লোন, বিশেষত Personal Loan অনেক দ্রুততার সঙ্গেই পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনার প্যান কার্ডটিকে আবশ্যিকভাবে আধার কার্ড (Aadhar Card) এর সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এর ফলে দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকের তরফ ব্যক্তিগত পরিচয় যাচাইকরণের কাজ সম্পন্ন হয়। যদিও আপনার যদি বর্তমানে ব্যবসায়িক কোনো কারণে অথবা অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল লোনের প্রয়োজন হয়ে থাকে, তাহলে নিম্নলিখিত শর্তগুলি মেনে চলতে হবে।
পার্সোনাল লোনের শর্তাবলী
- ভারতবর্ষের ন্যূনতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সীরা ব্যক্তিগত লোনের জন্য আবেদন জানাতে পারেন।
- PAN Card Loan Personal Loan এ আবেদন জানানোর জন্য আবেদনকারীর কাছে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
- এর পাশাপাশি প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
- অপরদিকে যে কোন ঋণ বা লোন এর ক্ষেত্রে ওই ব্যক্তির ক্রেডিট স্কোর প্রয়োজন হয়ে থাকে।
- এই ক্রেডিট স্কোরের মূল অর্থ হলো- আপনি এর আগের ঠিক কতগুলি লোন নিয়েছেন,
- সেই লোন সঠিক সময় পরিশোধ করেছেন কিনা তার একটি ইতিহাস।
আবেদনকারীর অবশ্যই একটি স্টেবল বা নিশ্চিত উপার্জনের জায়গা থাকতে হবে। এক্ষেত্রে আপনি আপনার চাকরি বা ব্যবসাকে উপার্জনের মাধ্যম হিসেবে উল্লেখ করতে পারেন।
CIBIL Score Credit Score Check
একজন ব্যক্তির পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নির্ভর করে তার ক্রেডিট স্কোরের উপরে। আবার যেকোনো ব্যক্তির ক্রেডিট স্কোর নির্ভর করে তার পূর্ববর্তী ক্রেডিট বা ঋণের বিবরণের উপরে। ধরুন, আপনি এর আগে পাঁচটি লোন নিয়েছেন, এবং সবকটি লোন সঠিক সময়ে শোধ করে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর যথেষ্ট ভালো থাকার কথা। মূলত একজন ব্যক্তির যতগুলি ঋণ নেবেন বা তার যতগুলি ক্রেডিট কার্ড থাকবে, তার উপর নির্ভর করেই ক্রেডিট স্কোর তৈরি হয়। এই credit score চেক করার জন্য আপনি প্রয়োজনে CIBIL বা Experian এর মত একাধিক ওয়েবসাইট দেখতে পারেন। বর্তমানে Gpay বা Paytm থেকেও সম্পূর্ণ বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক করা যায়।
আরও পড়ুন, বিনা পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া। প্রচুর টাকা ইনকামের উপায় জেনে নিন
PAN Card Loan Personal Loan এর জন্য আবেদন
উপরে উল্লেখিত সমস্ত শর্ত গুলি আপনি পূরণ করে থাকলে অনায়াসেই ব্যক্তিগত ঋণ বা Personal Loan on PAN Card এর জন্য আবেদন জানানো যেতে পারে। এক্ষেত্রে আপনার ঠিক যতটা পরিমাণ ঋণের প্রয়োজন রয়েছে, সেটি প্রথমে নিশ্চিত করতে হবে। তারপর আপনি আপনার নিকটবর্তী যে কোন ব্যাংক অথবা NBFC থেকে সেই ঋণের জন্য আবেদন জানাতে পারেন। বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও বিভিন্ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত ঋণ এর জন্য আবেদন জানানো যেতে পারে। তবে অবশ্যই আবেদন জানানোর আগে ঋণ সম্পর্কিত যাবতীয় তথ্য ভালোভাবে পড়ে বুঝে নেবেন।
আরও পড়ুন, ঘরে বসে ফ্রিতে আয় করুন হাজার হাজার টাকা। অনলাইনে আয় করার সেরা পাঁচটি পদ্ধতি
উপসংহার
আজকের দিনে দাঁড়িয়ে যে কোন ব্যবসা অথবা ব্যক্তিগত কারণে ঋণের প্রয়োজন হয়ে থাকে মানুষের। সব থেকে বড় কথা, ডিজিটাল দুনিয়ায় নিজের ঘরে বসেই একটি ক্লিকের মাধ্যমে লোনের জন্য আবেদন জানানো যায়। এক্ষেত্রে আপনি Personal Loan on PAN Card এ আবেদন করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে অবশ্যই যে কোন সংস্থা থেকে ঋণ গ্রহণের আগে সেই ঋণ সম্পর্কিত যাবতীয় শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া আবশ্যক। পাশাপাশি Personal Loan EMI Calculator এর সাহায্যে প্রতি মাসে শোধ করার সময় ঠিক কতটা পরিমান টাকা আপনাকে জমা করতে হবে, সেই বিষয়টিও নিশ্চিত হওয়া প্রয়োজনীয়। তাই আর দেরি না করে, আপনার যদি লোনের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবিলম্বে শুধুমাত্র প্যান কার্ডের সাহায্যেই আবেদন সেরে ফেলুন।