টাকার প্রয়োজন হলেই সরকার দেবে। E Mudra Loan এ আবেদন করলেই ৫ মিনিটে একাউন্টে টাকা ঢুকবে।

যারা টাকার জন্য কোনও ব্যবসা বা প্রতিষ্ঠিত হতে পারছেন না তাদের জন্য কেন্দ্র সরকারের ই মুদ্রা লোন যোজনা তথা E Mudra Loan প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকারি সাহায্য নিয়ে নিজের পায়ে দাড়ানোর সুযোগ রয়েছে। ইতিমধ্যেই কোটি কোটি মানুষ E Mudra Loan এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আর সরবমট প্রায় ৪০ কোটি নাগরিক কে এই প্রকল্পের সুবিধায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে প্রতি পরিবারের এক জন লোক চাইলে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ই মুদ্রা লোন পেতে কি করতে হবে, কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে, যারা যোগ্য, জেনে নিন বিস্তারিত।

Get Instant E Mudra Loan Details and Interest Rate.

দেশের যে কোন ব্যক্তি আপদকালীন পরিস্থিতিতে পাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত E Mudra Loan এর সুবিধা। ঘরে বসে অনলাইনে এই লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন। মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে। একেবারে সহজ শর্তে এবং স্বল্প সুদে উপলব্ধ এই ঋণ (E Mudra Loan Interest Rate). এখনো পর্যন্ত দেশের ৪০ কোটি জনগণ এর উপকার পেয়েছেন। চাইলে এবার পেতে পারেন আপনিও। কিভাবে আবেদন করতে হবে এই জন্য? জেনে নিন।

বর্তমানে আমরা সকলে Personal Loan, Education Loan, Car Loan, Home Loan, Business Loan সম্পর্কে জানি। কিন্তু এই E Mudra Loan সম্পর্কে এখনো আমাদের মধ্যে অনেকেই জানি না বা জানলেও অতটা অবগত নই। আর এই কারণের জন্য সুযোগ থাকলেও আমরা সরকারি সুবিধা গ্রহণ করতে অসমর্থ হই। তাই আজকে এই Mudra Loan Yojana সম্পর্কে সকল তথ্য সম্পর্কে জেনে নিতে চলেছি।

What is PM E Mudra Loan Yojana?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কর্তৃক চালু করা এটি উল্লেখযোগ্য প্রকল্প হল মুদ্রা যোজনা (Mudra Yojana 2024). দেশের বেকারদের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি করতে ও একই সঙ্গে শিল্পের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে ২০১৫ সালে প্রধানমন্ত্রী এই E Mudra Loan প্রকল্পের শুরু করেন। অনেক বেকার ছেলে মেয়েরাই ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর কথা ভেবে থাকে। কিন্তু হাতে মূলধন না থাকায় সেই স্বপ্ন তাদের পূরণ হয় না।

এই আর্থিক সাহায্যই করবে প্রধানমন্ত্রী মুদ্রা লোন। যার মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়িক ঋণ পাবে দেশের যে কোনো ব্যক্তি। একেবারে সহজ শর্তে এবং স্বল্প সুদে এই ঋণ দেওয়া হবে তাদের। ঋণ শোধের ওপর রয়েছে নির্দিষ্ট হারে ভর্তুকী (Loan Subsidy). এখনো পর্যন্ত দেশের মধ্যে মোট ৮ কোটি এমন ব্যাক্তি রয়েছেন যারা মুদ্রা লোন নিয়ে শুরু করেছেন তাদের ব্যবসা।

মুদ্রা প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান পেয়েছে ১.১৮ কোটি জন। যোজনার মোট ৫১ শতাংশ একাউন্ট খোলা হয়েছে তফসিলি জাতি ও উপজাতি ব্যক্তিদের নামে। আবার ৬৪% একাউন্ট নারীদের নামে। আর এই পরিসংখ্যানের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে যে E Mudra Loan প্রকল্পকে কাজে লাগিয়ে কত মানুষ নিজেদের অভাব দূর করেছে।

How Much Money You will Get in E Mudra Loan?

১. শিশু ঋণ – এর মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয় আবেদনকারীদের।
২. কিশোর ঋণ – ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হয়।
৩. তরুণ ঋণ – এখানে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারেন একজন ব্যক্তি।

Best Bank for Take E Mudra Loan in India

প্রধানমন্ত্রী মুদ্রা লোন আপনি দেশের যেকোনো পাবলিক অথবা প্রাইভেট সেক্টর ব্যাংকে নিতে পারেন। ব্যাংক হিসেবে সুদের হার (Mudra Loan Interest Rate) ভিন্ন ভিন্ন হয় এই প্রকল্পে। তবে গড়পরতায় 9 থেকে 12 শতাংশ সুদ বেশিরভাগ ব্যাংকে নেওয়া হয়। ভালো সিভিল স্কোর (CIBIL Score) থাকলে সুদের হার কমতে পারে। এছাড়াও আপনার যদি স্টেট ব্যাংকে একাউন্ট থাকে তবে বিশেষ কিছু সুবিধা পাচ্ছেন আপনি।

যেমন ই মুদ্রা লোন। এসবিআই তার গ্রাহকদের মুদ্রা লোনের (SBI E Mudra Loan Online) সুবিধা অনলাইনে দিয়ে থাকে। ৫০০০০ টাকা পর্যন্ত লোনের জন্য এইভাবে আবেদন করা যায়। আর যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে আপনারা সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে এই সম্পর্কে ভালো করে সকল খুঁটিনাটি তথ্য আপনারা জেনে নিয়ে তবেই সকল সিদ্ধান্ত নেবেন।

E Mudra Loan Apply Online Process

১. স্টেট ব্যাংকের গ্রাহকরা অনলাইন মুদ্রা লোন নেওয়ার জন্য প্রথমে SBI ওয়েবসাইটে যান।
২. MUDRA Loan অপশনে ক্লিক করুন।
৩. স্ক্রিনে লোনের আবেদনপত্র আসবে।
৪. নিজের নাম, মোবাইল নম্বর, একাউন্ট নম্বর, লোন নেওয়ার কারণ, লোনের অ্যামাউন্ট ইত্যাদি বসিয়ে আবেদন করতে পূরণ করুন।

৫. তারপর Save And Next বাটনে ক্লিক করুন। তাহলে নতুন পেজ খুলবে।
৬. যেই সব নথিপত্র গুলো চাওয়া হয়েছে সে গুলো একে একে স্ক্যান করে আপলোড করুন।
৭. ডকুমেন্ট আপলোড হয়ে গেলে Submit বাটন ক্লিক করে আপনার আবেদন পাঠিয়ে দিন।
৮. E Mudra Loan এর টাকা এরপর আপনার একাউন্টে ঢুকলে ফোনে মেসেজ যাবে।

E Mudra Loan Apply Offline Process

১. সেখানে আপনাকে একটি আবেদনপত্র দেওয়া হবে।
২. নিজের হাতে একই ভাবে আবেদন পত্র পূরণ করুন।
৩. এর সঙ্গে কেওয়াইসি নথিপত্র (KYC Documents), ব্যবসার নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স সংযুক্ত করুন।
৪. সব কিছু হয়ে গেলে আপনার E Mudra Loan আবেদন জমা করে দিন ব্যাংকের আধিকারিকের কাছে।

E Shram Card (ই শ্রম কার্ড)

E Mudra Loan Apply Documents

১. দু কপি পাসপোর্ট ছবি।
২. কেওয়াইসি নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি।
৩. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
৪. ব্যবসার ঠিকানার প্রমাণ।

মহিলাদের ৫০০০ টাকা দেবে সরকার। PMMVY প্রকল্পে প্রসূতি মায়েরা আবেদন করুন।

৫. ব্যবসার আয়ের প্রমাণ।
৬. ব্যাংকের পাস বুক।
৭. এক বছরের ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।
৮. গত এক বছরের আয়কর জমা দেওয়ার ফাইল।

উপরোক্ত নিয়ম কানুন সম্পন্ন করলেই আপনি যদি বিবেচ্য হয়ে থাকেন তবে আপনার একাউন্টে আপনার আবেদনকৃত টাকা ঢুকে যাবে। এই বিষয়ে আরও তথ্য পেতে নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে কমেন্ট বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। নিয়মিত খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment