রান্নার গ্যাসের দাম (Free Gas Cylinder) এত মহার্ঘ হয়ে উঠেছে সে মানুষ সংসারের টাকা জোগাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তাই গ্যাসের দাম কমানোর জন্য বহুবার সাধারণ মানুষ আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government) কাছে। সে কথায় কোন কাজ হয়নি। কিন্তু এবার সামনে ভোট চলে এসেছে। মানুষের দাবি পূরণে ব্যস্ত হয়ে উঠেছে সরকার। আর এই সুযোগেই কপাল খুলল মধ্যবিত্ত মানুষের।
Free Gas Cylinder Provide By Government.
সাধারণের কথা চিন্তা করে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হল রান্নার গ্যাস (Free Gas Cylinder) একদম ফ্রি করে দেওয়ার। এক টাকাও নেওয়া হবে না কারোর কাছ থেকে। এক্ষেত্রে দুটি সিলিন্ডার (LPG Cylinder) এলপিজি উপভোক্তাদের ফ্রিতে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। সুবিধা পেতে বিস্তারিত দেখে নিন। চলতি মাসেই কেন্দ্রীয় মন্ত্রীসভা ঘোষণা করেছে আগামী এক বছর গ্যাসের উপর ভর্তুকি (LPG Gas Subsidy) দেওয়া চালিয়ে যাবেন তারা।
এই এক বছর মোট 12 টি সিলিন্ডার প্রদান করা হবে সাধারন মানুষকে। যার প্রতিটির উপর থাকছে ৩০০ টাকা করে ভর্তুকি। দেশের মোট জন সংখ্যার ৩১.৩৬ কোটি গ্রাহকের নামে এলপিজি সিলিন্ডার (Free Gas Cylinder) রয়েছে বর্তমানে। যার মধ্যে ৯ কোটি গ্রাহক উজ্জ্বলা গ্ৰাহক। এদের জন্যই বিশেষ এই সুবিধা দিচ্ছে কেন্দ্র। এই সুবিধা দিতে গিয়ে কেন্দ্রের কোষাগার থেকে খরচ হতে চলেছে ১৬৫০ কোটি টাকা।
এবার হোলিতে স্পেশাল অফার দেওয়া শুরু করেছে সরকার। যেখানে কোন ভর্তুকি যুক্ত দামে নয়, সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের রান্নার গ্যাস (Free Gas Cylinder) প্রদান করা হচ্ছে। কিছু দিন আগেই হোলি উৎসব পার হয়েছে। আর এই বছরের হোলিকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার সেখানকার মানুষদের দিচ্ছে বিশেষ সুবিধা। আপনি যদি উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হন।
উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana Free Gas Cylinder) তালিকায় নাম থেকে থাকে তবে আপনাকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে সেখানকার সরকার। মোট দুটি সিলিন্ডার গ্রাহকদের ফ্রিতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই খবর স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ার নিয়ে এসেছে সেই রাজ্যের মানুষদের মধ্যে। যদিও এই ঘটনা নতুন নয়। গত বছরের দিওয়ালিতেও (Diwali 2024) একই সুবিধা দেওয়া হয়েছিল সেখানকার মানুষদের।
মোট ১ কোটি ৭৫ লক্ষ উজ্জ্বলা গ্রাহক এই সুবিধা লাভ করেছিলেন তখন। আর এবার হোলি উপলক্ষে দু’ কোটি পরিবার আরো পাচ্ছেন এই সুবিধা। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) পেতে গেলে গ্রাহকদের কি করতে হবে? বলে রাখি, এই জন্য আলাদা ভাবে কোন আবেদন করতে হবে না। যে সমস্ত উজ্জ্বলা যোজনা গ্রাহকরা বর্তমানে গ্যাস সিলিন্ডার পান তারা সকলেই এই সুযোগ পাবেন।
গাড়ি কিনতে টাকা দিচ্ছে বন্ধন ব্যাংক। গাড়ি কেনার টাকা পেতে কিভাবে আবেদন করবেন?
কেবলমাত্র তাদের এলপিজি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক (LPG Gas Aadhaar Link) করা থাকতে হবে। তাহলেই মাত্র ৭ দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রী এলপিজি গ্যাস (Free Gas Cylinder). আর এই ঘোষণার ফলে শুধুমাত্র উত্তরপ্রদেশের নাগরিকরাই সুবিধা পেতে চলেছেন। আর বছরে দুইবার এই Free Gas Cylinder পাওয়ার ফলে অনেকেরই দারুণ সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
Written by Nabadip Saha.
7 লাখ টাকা নিশ্চিত রিটার্ন। নতুন স্কিম শুরু। দ্রুত বিনিয়োগ দ্রুত রিটার্ন।