এখন আমরা অনেকেই বড়লোক হওয়ার উপায় (How to Become Rich) খুঁজি। কারণ এখন সবাই ভালো করে বেঁচে থাকতে পছন্দ করে, কেউ আর বেশি কষ্ট করার দিকে যেতে চায়না। কিন্তু বড়লোক বললেই তো আর হওয়া যায় না। কারণ বর্তমানে যা মুদ্রাস্ফীতি (Inflamation) বেড়েছে তাতে মাসিক ২০ হাজার বা ৩০ হাজার টাকা বেতন তেমন কিছুই না। বেশিরভাগ সরকারি চাকরিজীবীদের বেতনই এখন ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।
How to Become Rich with a 25000 Salary to make 1 Crore
কিন্তু এই টাকাতেও সংসার চালিয়ে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে হিমশিম খেয়ে যান তারা। তাহলে কি সঞ্চয় করবেন না? সেই জন্য আজ আমরা আপনাকে এমন একটি স্কিমের ব্যাপারে জানাবো যেখানে কম কম বিনিয়োগ করেও উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। প্রতি মাসে ন্যূনতম ৫০০ টাকা থেকে এখানে বিনিয়োগ (How to Become Rich by Invest in SIP) শুরু করা যায়। পরে এই বিনিয়োগ (Investment Tips) আপনি বাড়াতে পারেন।
বড়লোক হওয়ার সহজ উপায়
যদি রেগুলারলি এখানে ইনভেস্ট করা যায় তাহলে এককালীন ১ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার মাসিক আয় যদি ২৫ হাজার টাকা হয়ে থাকে এবং কোন সুবিধা জনক প্ল্যানে বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে আজকের এই খবরটি আপনারই জন্য। আর সকল তথ্য জেনে নিয়ে আপনারা ভালো টাকা রিটার্ন পাবেন এবং আপনাদের প্রশ্ন How to Become Rich বা সহজে কোটিপতি হওয়ার উপায় জেনে নিন।
Systematic Investment Plan (SIP)
সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হল মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) দ্বারা প্রস্তাবিত একটি পথ যেখানে একটি নিয়মিত ইন্টারভেল বা অন্তরে মিউচুয়াল ফান্ড স্কিমে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে পারেন। SIP ভারতীয় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এটি বাজারের অস্থিতিশীলতা এবং বাজারের সময় সম্পর্কে উদ্বেগ ছাড়াই নিয়মনিষ্ঠভাবে বিনিয়োগ (How to Become Rich) করতে সহায়তা করে।
কিভাবে বিনিয়োগে কোটিপতি হবেন?
SIP তে চক্র বৃদ্ধি হারে সুদ দেওয়া হয়, যার কারণে এখানে বেশি রিটার্ন মিলে। দীর্ঘমেয়াদে বিনিয়োগে আরো বেশি লাভ হয়। যার ফলে এক সঙ্গে অনেক টাকা আপনি রিটার্ন পান। দীর্ঘমেয়াদী গড় রিটার্ন এখানে ১২ শতাংশ হয়ে থাকে। আর এই সঞ্চয়ের মাধ্যমে অনেকেই নিজেদের কিভাবে বড়লোক হব বা How to Become Rich এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
Return in SIP
আপনার বেতন যত বেশি হবে তত বেশি টাকা এসআইপিতে বিনিয়োগের চেষ্টা করুন। কারণ তাতে লাভ বেশি। আপনার আয় যদি মাসে ২৫ হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে এর ১৫ থেকে ২০ শতাংশ সঞ্চয় এর চেষ্টা করুন। তাহলে আপনাকে প্রতিমাসে ৪০০০ টাকা করে ইনভেস্ট করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ২৮ বছর ধরে নিয়মিতভাবে আপনি যদি সঞ্চয় করে চালিয়ে যান তাহলে প্রতি মাসে ১২ শতাংশ রিটার্ন পাচ্ছেন (How to Become Rich). ফলে এক কোটি টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে মেয়াদ শেষে।
কত টাকা বিনিয়োগে কোটিপতি হবেন?
আপনি যদি এত বছর অপেক্ষা না করতে চান তাহলে বিনিয়োগের পরিমাণ আরো বাড়াতে হবে। প্রতিমাসে চেষ্টা করতে হবে ৫০০০ টাকা বিনিয়োগ করার। নিয়মিতভাবে এখানে বিনিয়োগ করতে থাকলে প্রতি মাসে ১২ শতাংশ রিটার্ন সমেত ২৬ বছর পর আপনি এক কোটি টাকা রিটার্ন পাবেন এক্ষেত্রে (How to Become Rich). মাসিক ৭৫০০ টাকা করে বিনিয়োগের লক্ষ্য রাখলে আরো তাড়াতাড়ি ১ কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব এখানে।
একজন ব্যাক্তির কত গুলো ব্যাংক একাউন্ট খুলতে পারে? নতুন নিয়ম চালু হলো।
যদি আপনি প্রতি মাসে নিয়মিত এখানে বিনিয়োগ করতে থাকেন তবে ২৩ বছরের শেষে আপনার এক কোটি টাকা রিটার্ন আসবে (How to Become Rich). বিনিয়োগের পরিমাণ আরো ১০% বাড়ালে এক কোটি টাকা রিটার্নের সময়ও অনেকটা এগিয়ে আসবে। সেক্ষেত্রে মাত্র ২২ বছরে আপনার টাকা হাজার থেকে কোটিতে পরিণত হয়ে যাবে। এই উপায় সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, টাকার দরকার হলেই টাকা পাবেন। এই প্রকল্পে শীঘ্রই আবেদন করুন