SBI PO Recruitment 2023 – ভারতীয় স্টেট ব্যাঙ্কে 2000 শূন্যপদে বিরাট নিয়োগ, বেতন 41,960 টাকা

SBI PO Recruitment: বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি পাওয়া আকাশে চাঁদ পাওয়ার সমান হয়ে দাঁড়িয়েছে। এরকম সময় দাঁড়িয়ে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে স্টেট ব্যাঙ্কে ২০০০ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনে এই সম্বন্ধেই আপনারা বিস্তারিত জানতে পারবেন।

স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগ(SBI PO Recruitment)

রিক্রুটমেন্ট বোর্ড (Requirement Board)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)।

পদের নাম (Post Name)

প্রবেশনারি অফিসার (SBI PO Recruitment)।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে চাকরির জন্য আবেদন করতে হলে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে।

মোট শূন্য পদ (Total Vacancy)

এই পদে মোট শূন্য পদ রয়েছে ২০০০ টি।

বয়স সীমা (Age Limit)

আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। বয়সের হিসাব ১ লা এপ্রিল ২০২৩ অনুযায়ী হবে। আর সংরক্ষিত শ্রেণীর আবেদন প্রার্থীরা সর্বোচ্চ বয়স সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে।

মাসিক বেতন (Salary)

এই পদে চাকরির জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে শুরুতে ৪১ হাজার ৯৬০ টাকা। পরে হয়ত বাড়ানো হবে।

নিয়োগ পদ্ধতি (Recruitment Process)

এই পদে আবেদন করলে নিয়োগ হবে প্রিলিমিনারি, মেন ও ইন্টারভিউ এর মাধ্যমে। সবার প্রথমে প্রিলিমিনারি হবে এরপর যোগ্য প্রার্থীদের মেইন পরীক্ষা দিতে হবে। তারপর যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের ইন্টারভিউ -এর মাধ্যমে বাছাই করা হবে।

আবেদন ফি (Application Fee)

এই পদে আবেদন করার জন্য এস সি, এস টি সহ পি ডাব্লু বি ডি প্রার্থীদের কোন আবেদন ফি জমা করতে হবে না। তবে জেনারেল, ই ডাবলু এস আর ও বি সি প্রার্থীদের ৭৫০ টাকা করে আবেদন ফি হিসেবে জমা করতে হবে।

আরোও পড়ুন » HDFC Bank Careers – নিজের জেলায় প্রচুর শূন্যপদে HDFC ব্যাংকে উচ্চ বেতনে চাকরির সুযোগ। আজই আবেদন করুন।

আবেদন করার শুরুর তারিখ (Application Start Date)

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলতি বছরের ৭ ই সেপ্টেম্বর থেকে।

আবেদন করার শেষ তারিখ (Application Last Date)

চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে চলতি বছরের ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এস বি আই এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

আরোও পড়ুন » Primary TET – প্রাইমারি টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। কারা যোগ্য, কবে পরীক্ষা, বেতন কত, শুন্যপদ ও সিলেবাস সম্পর্কে জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment