Pragati Scholarship – স্কুল, কলেজ ও ITI পড়ুয়ারা প্রগতি স্কলারশিপে আবেদন করলেই মিলবে নগদ 30 হাজার টাকা।

উচ্চ শিক্ষায় উৎসাহ দিতে এসে গেছে Pragati Scholarship.

পড়াশোনায় আর্থিক সাহায্য করতে সারা দেশে একাধিক স্কলারশিপ রয়েছে। তার মধ্যে নবতম সংযোজন Pragati Scholarship. অনেক পড়ুয়ারাই একাধিক বার আবেদন করেও স্কলারশিপ পাননি। তারা এই নতুন স্কলারশিপে আবেদন করতেই পারেন। কারন এই বৃত্তির কথা অনেকেই জানে না।

মূলত মহিলাদের শিক্ষালাভের জন্য উৎসাহ প্রদান করাই এই Pragati Scholarship দেওয়ার প্রধান লক্ষ্য। আর্থিক সমস্যা যাতে শিক্ষালাভের পথে বাধা হয়ে না দাঁড়ায় সেই ভাবনা থেকেই প্রগতি স্কলারশিপ দেওয়া শুরু হয়েছে। নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতকস্তর পর্যন্ত পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়।

Pragati Scholarship এর যোগ্যতা:
১) কেবলমাত্র মহিলা পড়ুয়ারি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
২) আবেদনকারী ছাত্রীকে নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর অবধি যেকোনো কোর্সে পাঠরত হতে হবে।
৩) আগের পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে আইটিআইয়ের ছাত্রীদের দশম শ্রেণীতে ৩৫% মার্কস পেলেও চলবে।
৪) পরিবারের মোট বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
৫) স্কলারশিপ প্রদানকারী সংস্থা অর্থাৎ, United Breweries Limited -এর কর্মীদের পরিবারের কোনো সদস্য এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

উচ্চশিক্ষার জন্য নতুন Scholarship, আবেদন করলেই মিলবে 50000 টাকা।

Pragati Scholarship এ প্রয়োজনীয় নথিপত্র:
১) প্রার্থীর পরিচয়ের প্রমাণপত্র
২) ঠিকানার প্রমাণপত্র
৩) আগের পরীক্ষার মার্কশীট

৪) পরিবারের ইনকাম সার্টিফিকেট
৫) প্রার্থীর ব্যাংকের পাসবুকের কপি
৬) বর্তমান প্রতিষ্ঠানের বার্ষিক টিউশন ফি এর সার্টিফিকেট
৭) বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া টিউশন এবং নন-টিউশন Bonafide সার্টিফিকেট

স্কলারশিপ মূল্য:
নবম শ্রেণী থেকে স্নাতক পর্যায়ে প্রগতি স্কলারশিপের মাধ্যমে পাওয়া অর্থের পরিমাণ ভিন্ন। মূলত,
এই স্কলারশিপের মাধ্যমে নবম ও দশম শ্রেণীর মহিলা পড়ুয়াদের ও আইটিআইয়ের শিক্ষার্থীদের বার্ষিক ১০,০০০ টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের প্রতি বছরে ১৫,০০০ টাকা এবং স্নাতকস্তরের পড়ুয়ারা বার্ষিক ৩০,০০০ টাকা করে পাবেন।

ফেসবুক স্কলারশিপ, উচ্চ শিক্ষার জন্য নগদ টাকা দিচ্ছে ফেসবুক, কিভাবে আবেদন

আবেদন পদ্ধতি:
Pragati Scholarship এ আবেদন করার জন্য প্রথমেই, বিদ্যাসারথী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasaarathi.co.in -ভিজিট করুন। তারপরে BROWSE AVAILABLE SCHEMES -এই অপশনে ক্লিক করুন। এরপর আপনি যে ক্লাস বা কোর্সের জন্য প্রগতি স্কলারশিপে আবেদন করতে চান সেটির Apply অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করুন।

আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন করার সময়তেই প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণের সাথে আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। খেয়াল রাখবেন, ডিটেইলস দেওয়ার সময় যেন তথ্য ভুল যেন না হয়ে যায়।
সবশেষে আবেদন ফর্মটি আরোও ভালো করে দেখে নিয়ে সেটি সাবমিট করে দিন।
2022-2023 সালের প্রগতি স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০২৩।
Written by Antara Banerjee.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment