PNB Scholarship – স্কুল কলেজ পড়ুয়াদের টাকা দিচ্ছে PNB ব্যাংক। স্কলারশিপের টাকা পেতে এইভাবে আবেদন করুন।

গরীব ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এর আগে একাধিকবার বিভিন্ন স্কলারশিপ (PNB Scholarship) এর মাধ্যমে উদ্যোগ নিয়েছে সরকার ও বেসরকারি সংস্থা গুলি। বিভিন্ন স্কলারশিপ (Scholarship 2024) ইতিমধ্যেই চালু করা হয়েছে। যার দ্বারা উপকৃত হয়ে থাকে লক্ষ লক্ষ শিক্ষার্থী। উচ্চশিক্ষায় সহায়তা হয় তাদের। এই রকমই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে সম্প্রতি। যে কোনো ধরনের শিক্ষার্থী এখানে আবেদনের জন্য যোগ্য।

PNB Scholarship 2024 Online Apply Process.

২০২৩ – ২৪ শিক্ষাবর্ষে যে কোন বিভাগ থেকে থেকে পড়ুয়ারা এবারের PNB Scholarship আবেদন করতে পারেন। শিক্ষার্থীরা আগামীদিনের দেশের ও দশের ভবিষ্যৎ আর এই কারণের জন্যই এই স্কলারশিপের মাধ্যমে যাতে তাদের পড়াশোনা ব্যহত না হয় সেই দিকে খেয়াল রাখে সরকার। এই জন্য কি যোগ্যতা লাগে? কি কি ডকুমেন্ট লাগে? কিভাবে আবেদন করতে হয়? আর কত টাকাই বা পাওয়া যায়? ইত্যাদি নিচে দেখে নিন।

What Is PNB Scholarship?

দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) এই কলারশিপ প্রদান করে থাকে। অন্যান্য স্কলারশিপ এর মতোই প্রতিবছর দেওয়া হয় এই স্কলারশিপ। যারা টাকার অভাবে লেখাপড়া মাঝপথে ছেড়ে দেয়, সেই রকম অভাবী মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাপোর্ট দেয় এই PNB Scholarship. এখনো পর্যন্ত প্রচুর ছাত্র ছাত্রী উপকৃত হয়েছে এর দ্বারা। এই বছর আবারো এপ্লিকেশন শুরু হয়েছে সম্প্রতি। বিস্তারিত দেখে নিন নিচে।

How Much Money Will Provide In PNB Scholarship?

১. Rs. 10000 For 9th and 10th Students.
২. Rs. 12500 For 11th and 12th Students.
৩. Rs. 25000 For Diploma Students.
৪. Rs. 30000 For Undergraduate and M. Tech Students.
৫. Rs. 40000 For Post Graduate Students.

PNB Scholarship Apply Eligibility Criteria

১. আবেদনকারীকে অবশ্যই এদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. সর্বনিম্ন ৬০ শতাংশ নম্বর সমেত আগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. ৩ লক্ষ টাকার কম বার্ষিক আয় হতে হবে আবেদনকারীর পরিবারে।
৪. রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা চালিয়ে যেতে হবে আবেদনকারীদের।
৫. অন্য কোনো রকম সরকারি সুবিধা বা স্কলারশিপের টাকা বর্তমানে পেলে তারা এখানে আবেদন করতে পারবেন না।

PNB Scholarship Apply Documents

১. আধার কার্ড (Aadhaar Card).
২. বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
৪. ব্যাংকের বই।

৫. পরিবারের ইনকাম সার্টিফিকেট।
৬. ফার্স্ট সার্টিফিকেট।
৭. প্রতিবন্ধী সার্টিফিকেট।
৮. বর্তমান করছে ভর্তি হওয়ার পেমেন্ট রিসিপ্ট কপি।

PNB Scholarship Online Apply Process

১. প্রথমে PNB Scholarship অফিসিয়াল ওয়েবসাইট www.vidyabharatialumni.org ওপেন করে নিন।
২. আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে আর করতে হবে না। অন্যথায় Register বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি লিখতে হবে।
৩. এরপর আপনি কি একটি অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হবে। এগুলি দিয়ে লগইন করুন নিজের একাউন্টে।

Satellite Internet (স্যাটেলাইট ইন্টারনেট)

৪. Apply Now বাটন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
৫. স্ক্রিনে আবেদন পত্র লোড হবে সঠিকভাবে তা পূরণ করে ফেলুন।
৬. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে দিন।
৭. Submit এ ক্লিক করে আবেদনের কাজ শেষ করুন।
৮. দরকারি কাগজপত্র গুলির একটি করে হার্ড কপি প্রিন্ট করে নিন।

ব্যাংক একাউন্ট চালু রাখতে রিজার্ভ ব্যাংকের কড়া নির্দেশ। সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য।

PNB Scholarship Apply Last Date

স্কলারশিপের আবেদন কবে শুরু হয়েছে? কত তারিখ পর্যন্ত চলবে? ইত্যাদি ভালোভাবে জানা যাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এই জন্য ছাত্র ছাত্রীদের বলা হচ্ছে আবেদন করার ওয়েব সাইটে গিয়ে বিস্তারিতভাবে নিয়ম কানুন ও আবেদনের তারিখ দেখে নিন। আর এই সকল পদ্ধতি ও নিয়ম পালনের মাধ্যমে আপনারা এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবেন।
Written by Nabadip Saha.

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে সুখবর। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা এখনই দেখো।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment