দেশের গরীব মানুষদের সহায় আবারও মোদী সরকার। আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে Ayushman Bharat Card বা আয়ুষ্মান ভারত কার্ডের (आयुष्मान कार्ड) মাধ্যমে আপনারা নগদ ৫ লক্ষ টাকা পাবেন কেন্দ্রের তরফ থেকে। কেবল দরকার একটি বিশেষ কার্ড। এই জন্য কোনো জটিল শর্তাবলী নেই। এই Ayushman Bharat কার্ড দেখিয়ে আবেদন করলেই পাওয়া যাবে 5 লক্ষ টাকা। এখনো পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ এই সুবিধা লাভ করেছেন। এবার পালা আপনার। এজন্য কি করনীয় জেনে নিন।
Ayushman Bharat Card Online Apply.
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা বা সংক্ষেপে PMJAY. কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য প্রকল্প গুলির মধ্যে একটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ এই স্কিম শুরু করেন। তবে এর আগেও এই প্রকল্প চালু ছিল। তখন নাম ছিল ন্যাশনাল হেলথ প্রোটেকশান স্কিম (NPHS Scheme) হিসেবে। পরে এর নাম হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা (RSBY Scheme), যেটি চালু হয়েছিল 2008 সালে।
এরপর ২০১৮ সালে এর নাম বদলে প্রধানমন্ত্রী রাখেন আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা। পিএমজেএওয়াই বিশ্বজুড়ে সবচেয়ে বড় হেলথ ইনস্যুরেন্স স্কিম গুলির মধ্যে একটি। এই প্রকল্পের অধীনে দেশের যে কোনো হাসপাতালে ভর্তি থেকে শুরু করে ডায়াগনস্টিক টেস্ট, ওষুধ পত্রের খরচা, অপারেশনের খরচা, ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় সাধারণ মানুষকে।
গ্রাম এবং শহর উভয় এলাকাতেই Poverty Level এবং পেশার উপর ভিত্তি করে নির্বাচন করা হয় সুবিধাভোগীদের। পরিসংখ্যান বলে বর্তমানে দেশের ৫০ কোটিরও বেশি মানুষ অর্থাৎ মোট জন সংখ্যার প্রায় ৪০% এই Ayushman Bharat Card (आयुष्मान भारत कार्ड) সুবিধাভোগীদের তালিকায় আছেন। আর এবারে আপনি কিভাবে এই সুবিধা পাবেন পশ্চিমবঙ্গে সেই সম্পর্কে জেনে নিন।
Ayushman Bharat Card Benefits
১. আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন করলে দুটি কার্ড দেওয়া হয়।
২. একটি গোল্ডেন কার্ড (Ayushman Bharat Golden Card) যেটির মাধ্যমে ব্যবহারকারীরা বীমা পান পরবর্তীকালে।
৩. আরেকটি দেওয়া হয় হেলথ কার্ড, যার মাধ্যমে হাসপাতালে ভর্তি থাকাকালীন চিকিৎসার জন্য আর্থিক সাপোর্ট দেয় কেন্দ্র।
৪. আয়ুষ্মান হেলথ কার্ড চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেয়।
৫. 3 দিন পর্যন্ত প্রি-হসপিটালাইজেশান এবং 15 দিন পর্যন্ত পোস্ট হসপিটালাইজেশানে ওষুধ খরচা, শারীরিক পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের খরচা সব কিছুই বিনামূল্যে (Free Treatment) পাওয়া যায়।
৬. দেশের যে কোনো হাসপাতালে Ayushman Bharat Card গ্ৰাহ্য করা হয়।
৭. এই কার্ড আপনাকে পেপারলেস ট্রানসেকশনের সুবিধা দেয়।
৫. যে কোনো পরিবার থেকে যেকোনো বয়স এবং লিঙ্গের প্রার্থী এর সুবিধা পেতে পারেন।
৬. কোন ওয়েটিং পিরিয়ড ছাড়াই Ayushman Bharat Card মাধ্যমে সুবিধা মেলে।
৬. ডে কেয়ার পরিষেবার সুবিধাও পাওয়া যায় এখানে।
Who Can Apply In Ayushman Bharat Card
১. 16 থেকে 59 বছর বয়সের কোন পুরুষ বা অন্যান্য প্রাপ্ত বয়স্ক সদস্য নেই।
২. বার্ষিক আয় ১ লক্ষ (গ্ৰামে) এবং ১.২০ লক্ষ (শহরে) টাকার কম।
৩. এমন কোন প্রাপ্ত বয়স্ক সদস্য নেই যিনি শারীরিকভাবে সক্ষম।
৪. তফসিলি জাতি এবং জনজাতির অন্তর্ভুক্ত।
৫. দৈহিক শ্রম দ্বারা সামান্য অর্থ উপার্জন হয়।
৬. বাড়িঘর হীন, ভগ্ন প্রায় ঘরে বসবাসকারী, চরম দরিদ্র।
৭. পরিবারের কোনো সদস্য আইনতভাবে সশ্রম কারাদণ্ডে রয়েছেন।
How to Apply On Ayushman Bharat Card
১. www.pmjay.gov.in পোর্টালে যেতে হবে প্রথমে।
২. নির্দিষ্ট স্থানে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে।
৩. Get OTP বাটানে ক্লিক করতে হবে।
৪. ফোনে ওটিপি আসবে। OTP লিখুন।
৫. Ayushman Bharat Card অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এতে আপনার নিজের নাম, বাবার নাম, নিজের জেলা, রাজ্য ইত্যাদি সঠিকভাবে লিখুন।
৪. নিচে যে সমস্ত ডকুমেন্টস উল্লেখ করা আছে সেগুলো স্ক্যান করে আপলোড করুন।
৫. Submit ক্লিক করে আবেদনপত্র এবং ডকুমেন্টস পাঠিয়ে দিন।
Ayushman Bharat Card Apply Documents
১. আধার কার্ড (Aadhaar Card).
২. আধার লিঙ্কড মোবাইল নম্বর।
৩. প্যান কার্ড (PAN Card).
৪. রেশন কার্ড (Ration Card).
আধার কার্ড নিয়ে বিরাট সুখবর দিলো UIDAI. শুনলেই খুশিতে লাফাবেন।
৫. ভোটার কার্ড (Voter ID).
৬. কাস্ট সার্টিফিকেট (Caste Certificate).
৭. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate).
৮. আবেদনকারীর এক কপি পাসপোর্ট ছবি (Passport Size Photograph).
Written by Nabadip Saha.
জনপ্রিয় দুই ব্যাংক মিলিয়ে দিলো RBI. গ্রাহকদের টাকার কি হবে? আবার লাইনে দাঁড়াতে হবে?