সকল ভারতীয় নাগরিকদের জন্য রয়েছে এক দারুণ খবর। PM Awas Yojana প্রকল্পের প্রত্যেক আবেদনকারীর ব্যাংক একাউন্টে দেওয়া হচ্ছে প্রায় ১.৩০ লাখ টাকা। বছরে তিনটি কিস্তির মাধ্যমে টাকা মিটিয়ে দেওয়া হয়। আবেদন করলেই সকলে পেয়ে যাচ্ছেন টাকা। ভোটের আগেই আরো 40 কোটি মানুষের একাউন্টে টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গের মানুষদের জন্য রয়েছে বিশেষ সুবিধা (Pradhan Mantri Awas Yojana Installment).
PM Awas Yojana Online Payment Status.
সরকারের এই PM Awas Yojana প্রকল্পের কথা জানেন? যদি এখনো না জেনে থাকেন তবে মিস করবেন বড় সুযোগ। যে কেউই আবেদন করে টাকা পেতে পারেন এই প্রকল্পে (Government Scheme). তবে আপনি বা কেন পিছিয়ে থাকবেন? আগে জেনে নিন বিস্তারিত। আর এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে এখনো পর্যন্ত অনেক মানুষের সুবিধা হয়েছে এবং ভবিষ্যতেও হতে চলেছে।
PM Awas Yojana 2024
প্রধানমন্ত্রী আবাস যোজনা হল একটি ক্রেডিট সংযুক্ত ভর্তুকি প্রকল্প যা ভারত সরকার (Government Of India) দেশের নিম্ন এবং মধ্যম আয়ের বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের লক্ষ্যে শুরু করেছে। এই PM Awas Yojana প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা দেয়া হয়। যার মধ্যে ৬০ হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে। তারপর বাড়িতে নিয়ে কাজ আর কতটা বাকি সেই দেখে আরো ৫০ হাজার টাকা দেওয়া হবে।
সর্বশেষ কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি ১০ হাজার টাকা দেওয়া হবে। ২০১৫ সালে নরেন্দ্র মোদীর সরকার এই PM Awas Yojana আরম্ভ করে। শীঘ্রই দেশের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এটি। বর্তমানে ৫০ কোটিরও বেশি মানুষ এর সুবিধাভোগী। অনেকের নাম রয়েছে ওয়েটিং লিস্টে। এর মধ্যে রয়েছে বাংলার মানুষও। ভোটের আগে তাদের সকলকে সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
PM Awas Yojana Apply Criteria
১. পিএম আবাস যোজনার সুবিধাভোগী হতে গেলে প্রথমেই আপনাকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
২. কেবলমাত্র বিপিএল ক্যাটেগরি ভুক্ত পরিবার গুলিকেই এর সুবিধা দেওয়া হবে।
৩. পরিবারে এমন কোন সদস্য থাকা চলবে না যিনি সরকারি চাকরি করেন বা অন্য জায়গায় পাকা বাড়ি রয়েছে।
৪. যারা অন্য কোন সরকারি স্কিম এর টাকা বা ভাতা পান তারা এখানে আবেদন করলে গ্রাহ্য হবে না।
PM Awas Yojana Scheme Online Apply
আবাস যোজনার (Awas Yojana) আবেদন করতে হয় অফলাইনে। গ্রামাঞ্চলের বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে এবং শহর এলাকার লোকেরা স্থানীয় মিউনিসিপ্যালিটি অফিসে চলে যান। তারপর এই প্রকল্পের ফর্ম নিয়ে ফিলাপ করুন। তার সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্ট গুলির এক কপি করে জেরক্স একসঙ্গে জমা করে দিয়ে আসুন। তাহলেই কাজ শেষ।
PM Awas Yojana Apply Important Documents
- Passport Photograph.
- Aadhaar Card.
- Voter ID Card.
- Ration Card.
- Bank Account Details.
- Job Card.
PM Awas Yojana Online Status Check
১. www.pmayg.nic.in ওয়েব সাইটে যান।
২. Awassoft লিংকে গিয়ে Report অপশনে ক্লিক করুন।
৩. Beneficiary Details For Verification লিংকটিতে ক্লিক করুন।
৪. রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার এন্টার করুন।
৫. Submit বাটন প্রেস করুন। যদি টাকা ঢুকে গিয়ে থাকে তখন ‘Transaction Completed’ লেখাটি দেখাবে। আর যদি আবেদন অনুমোদন করা হয় তাহলে Application Approved দেখাবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana প্রকল্পের টাকা সকলের ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত যেই সকল মানুষেরা এই টাকা পাননি। তাদের কোন চিন্তা করার ব্যপার নেই বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই প্রকল্পের মাধ্যমে আপনারাও উপকৃত হতে পারেন আর এই কারণের জন্য আপনারা উল্লেখিত পদ্ধতি অনুসারে আপনারা আবেদন করতে পারবেন।
Written by Nabadip Saha.
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবার সুসংবাদ। মা বোনেরা খুব খুশি এই সিদ্ধান্তে। দেরি না করে জেনে নিন।