পশ্চিমবঙ্গের পড়ুয়াদের 800 টাকা করে দেওয়া হচ্ছে। Medhashree Scholarship এ কিভাবে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয়। মেধাশ্রী স্কলারশিপ তথা Medhashree Scholarship তার মধ্যে নবতম সংযোজন। এই স্কলারশিপ কাদের জন্য, কি কি সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত।

Medhashree Scholarship 2024.

পড়াশোনা শিখে জীবনে উন্নতি করা সকল ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে। এই স্বপ্ন পূরণ করতে সরকার বিভিন্ন রকমের স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। কারণ অর্থের অভাবে অনেক সময় সকলের সেই স্বপ্ন চাপা পড়ে যায় এবং অল্প বয়স থেকে তাদেরকে পড়াশুনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয়। ফলে ক্যারিয়ারে বড়সড়ো ক্ষতি হয় তাদের। এই সকল মেধাবী তথা গরীব ও অসহায় ছেলে মেয়েদের সাহায্য করতে সরকার ইতিমধ্যেই একাধিক স্কলারশিপ এবং প্রকল্প চালু করেছে।

এই সকল স্কলারশিপের মধ্যে Medhashree Scholarship অন্যতম। যেখানে কেবল পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং স্কুলে পাঠরত পড়ুয়া একজন ছাত্র বা ছাত্রী হলেই বৃত্তি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (Government of India). নগদ ৮০০ টাকা করে প্রত্যেকে পাচ্ছে এই বৃত্তি মারফত। এর আগেও অনেকেই একাউন্টে টাকা পেয়েছে এর মাধ্যমে। সম্প্রতি আবারও নতুন আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। কত তারিখ পর্যন্ত চলবে? কিভাবে আবেদন করবে? আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? জানতে হলে পড়তে থাকুন।

পশ্চিমবঙ্গে মেধাশ্রী স্কলারশিপ ২০২৪

মেধাশ্রী বৃত্তি হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষিত একটি নতুন বৃত্তি কর্মসূচি যেটি ১৯শে জানুয়ারি ২০২৩ থেকে চালু হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী 5 থেকে 8 শ্রেণী পর্যন্ত স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে রাজ্য সরকার। এই স্কলারশিপের প্রাথমিক লক্ষ্য সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান করা। এটি শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত এবং কর্মজীবনের লক্ষ্য পূরণে সহায়তা করবে।

মেধাশ্রী স্কলারশিপে কত টাকা করে পাবেন?

এই প্রকল্পের আওতায় পড়ুয়াদের প্রতিবছর ৮০০ টাকা করে স্কলারশিপ প্রদান করে রাজ্য সরকার। এই অর্থ তাদের নতুন ক্লাসে ভর্তির খরচ, বইপত্রের খরচ, টিউশন খরচ, এবং পড়াশোনার অন্যান্য অর্থনৈতিক চাহিদা পূরণে বিপুলভাবে সাহায্য করে। এই বছর জানুয়ারি মাসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বর্তমানে রাজ্যের মোট 254000 ওবিসি (OBC) পড়ুয়া এই স্কলারশিপের আওতায় সুবিধাভোগী। আরো অনেককে এর মধ্যে তালিকাভুক্ত করতে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে সম্প্রতি।

Medhashree Scholarship Eligibility

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
  • প্রার্থীকে ওবিসি বা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।
  • সরকার স্বীকৃত স্কুলে বর্তমানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কোন ক্লাসে অধ্যায়নরত থাকতে হবে।
  • আবেদনকারীর বর্তমানে অন্য কোনও স্কলারশিপ টাকা পাওয়া চলবে না।
  • আবেদনকারীর পিতামাতার বা পারিবারিক আয় বার্ষিক ₹2.50,000 এর বেশি হওয়া উচিত নয়।

আবেদন করতে কি কি লাগবে?

১. ব্যাংক পাস বুক।
২. আধার নম্বর।
৩. আগের ক্লাসের পরীক্ষায় পাশের মার্কশিট।
৪. পারিবারিক আয়ের শংসাপত্র।

৫. স্থায়ী বাসস্থানের প্রমাণ।
৬. ওবিসি ক্যাটাগরির জাতির শংসাপত্র।
৭. পিতা অথবা মাতার একটি মোবাইল নম্বর।
৮. পাসপোর্ট সাইজের এক কপি ছবি।

Medhashree Scholarship Online Apply

১. মেধাশ্রী স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
২. হোম পেজের ওপর New Registration এ ক্লিক করতে হবে।
৩. নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
৪. যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না।

৫. রেজিস্ট্রেশন সফল হলে একটি অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
৬. এরপর সেই উইন্ডো থেকে বেরিয়ে হোমপেজে এসে ওই এপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৭. Medhashree স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)

৮. জেলা, ব্লকের নাম, নিজের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, ব্যাংকের IFSC কোড সহ একাউন্ট নাম্বার ইত্যাদি তথ্য সঠিকভাবে এন্টার করতে হবে।
৯. Next করে পরের পেজে এসে নথি পত্রের স্ক্যানড কপি আপলোড করতে হবে।
১০. Submit বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে এবং নিজের অ্যাপ্লিকেশন ফর্ম এর একটি হার্ড কপি প্রিন্ট করে নিতে হবে। এবং পরবর্তীতে এই সংক্রান্ত স্ট্যাটাস দেখতে পারবেন।

এই পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা পাবে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।

মেধাশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা

মেধাশ্রী স্কলারশিপের আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সে বিষয়ে কিছু বলা হয়নি। এই জন্য আগ্রহী ছাত্র ছাত্রীদের সরকারি অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে বলা হচ্ছে। সেখানে নিত্য নতুন আপডেট পাওয়া যাবে। আর ওপরে উল্লেখিত সকল পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা সময় মত এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবেন। আর সরাসরি একাউন্টে এই বার্ষিক সাহায্য পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গের সমস্ত পড়ুয়াদের এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। এছাড়া স্কলারশিপ ও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত খবর পেতে EK24 News ফলো করুন। এবং পশ্চিমবঙ্গের আরও স্কলারশিপের তথ্য পেতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।
Written by Nabadip Saha.

Oasis স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবেন?
এই স্কলারশিপ পেলে বছরে 12000 টাকা পাবে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।
পশ্চিমবঙ্গের পড়ুয়ারা 12 থেকে 18 হাজার টাকা পাবেন এই স্কলারশিপে! কিভাবে আবেদন করবেন?
প্রতিমাসে পাবেন 3000 টাকা করে। আবেদন করুন প্রধানমন্ত্রী স্কলারশিপে।
স্কুল কলেজ পড়ুয়াদের টাকা দিচ্ছে PNB ব্যাংক। স্কলারশিপের টাকা পেতে এইভাবে আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment